ETV Bharat / state

Panchayat Elections 2023: বোমা ও গুলির সন্ত্রাসে মানুষকে ঘরবন্দি করতে চাইছে তৃণমূল, নামখানা থেকে অভিযোগ দিলীপের

author img

By

Published : Jun 25, 2023, 7:02 PM IST

নামখানায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও ভয়ের রাজনীতির অভিযোগ তুললেন দিলীপ ঘোষ ৷ বোমা বিস্ফোরণ ও গুলি চালিয়ে মানুষকে ঘরবন্দি করে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

নামখানায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দিলীপ ঘোষ

নামখানা, 25 জুন: বাংলার মানুুষকে ভয় দেখিয়ে পঞ্চায়েত দখল করতে চাইছে তৃণমূল ৷ রবিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের সাতমাইল বাজারের জনসভা থেকে এমনই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ মানুষকে ভয় দেখিয়ে ঘরবন্দি করে রাখার অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘বোমাবাজি ও গুলি চালিয়ে মানুষকে ভোটের আগে ভয় দেখাচ্ছে ৷ যাতে ভোটের দিন কেউ বাড়ি থেকে না বের হয় ৷’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতন্ত্র ইস্যুতে নিশানা করেন দিলীপ ঘোষ ৷

আর মাত্র দু’সপ্তাহ বাকি বাকি ৷ তার পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ সেদিন যাতে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তার জন্য সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ আজ নামখানা ব্লকের সাতমাইল বাজারে নির্বাচনী প্রচারে যান তিনি ৷ সেখানে একটি মিছিল করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি ৷ এরপর সাতমাইল বাজারের মোড়ে একটি জনসভা করেন তিনি ৷ সেখান থেকেই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে চলা অশান্তি ও প্রাণহানির ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে একহাত নেন দিলীপ ৷

অন্যদিকে, পটনায় বিজেপি বিরোধী জোটের বৈঠকে তৃণমূল নেত্রীর গণতন্ত্র রক্ষার বার্তাকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী পটনায় গিয়ে গণতন্ত্র রক্ষার কথা বলছেন ৷ এদিকে তাঁর রাজ্যে গণতন্ত্র মাটি চাপা পড়ে রয়েছে ৷ প্রতিনিয়ত গ্রামবাংলার মানুষ ভয়ের মধ্যে রয়েছে ৷ যখন তখন বোমাবাজি চলছে ৷ এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়া ও প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে ৷’’ এই ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকেও একহাত নেন তিনি ৷

আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কী কী পদক্ষেপ গৃহিত হয়েছে, জানতে বিকেলে রাজিবাকে ফের তলব রাজ্যপালের

মনোনয়ন পেশে ভাঙড় ও চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে একইদিনে 5 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনার বলেছিলেন, তাঁর কাছে কোনও প্রাণহানির খবর নেই ৷ সেই নিয়ে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনার বলছেন কেউ মারা যায়নি ৷ আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, তাঁর দলের দু’জন কর্মী গুলিতে প্রাণ হারিয়েছেন ৷ পুলিশ বলছে মারা গিয়েছে ৷ কিন্তু, নির্বাচন কমিশনার বলছেন কেউ মারা যায়নি ৷ তাহলে কার কথা বিশ্বাস করব ?’’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আপত্তির বিষয়টি নিয়ে এদিন সমালোচনা শোনা যায় দিলীপ ঘোষের মুখে ৷

নামখানায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দিলীপ ঘোষ

নামখানা, 25 জুন: বাংলার মানুুষকে ভয় দেখিয়ে পঞ্চায়েত দখল করতে চাইছে তৃণমূল ৷ রবিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের সাতমাইল বাজারের জনসভা থেকে এমনই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ মানুষকে ভয় দেখিয়ে ঘরবন্দি করে রাখার অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘বোমাবাজি ও গুলি চালিয়ে মানুষকে ভোটের আগে ভয় দেখাচ্ছে ৷ যাতে ভোটের দিন কেউ বাড়ি থেকে না বের হয় ৷’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতন্ত্র ইস্যুতে নিশানা করেন দিলীপ ঘোষ ৷

আর মাত্র দু’সপ্তাহ বাকি বাকি ৷ তার পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ সেদিন যাতে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তার জন্য সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ আজ নামখানা ব্লকের সাতমাইল বাজারে নির্বাচনী প্রচারে যান তিনি ৷ সেখানে একটি মিছিল করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি ৷ এরপর সাতমাইল বাজারের মোড়ে একটি জনসভা করেন তিনি ৷ সেখান থেকেই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে চলা অশান্তি ও প্রাণহানির ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে একহাত নেন দিলীপ ৷

অন্যদিকে, পটনায় বিজেপি বিরোধী জোটের বৈঠকে তৃণমূল নেত্রীর গণতন্ত্র রক্ষার বার্তাকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী পটনায় গিয়ে গণতন্ত্র রক্ষার কথা বলছেন ৷ এদিকে তাঁর রাজ্যে গণতন্ত্র মাটি চাপা পড়ে রয়েছে ৷ প্রতিনিয়ত গ্রামবাংলার মানুষ ভয়ের মধ্যে রয়েছে ৷ যখন তখন বোমাবাজি চলছে ৷ এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়া ও প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে ৷’’ এই ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকেও একহাত নেন তিনি ৷

আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কী কী পদক্ষেপ গৃহিত হয়েছে, জানতে বিকেলে রাজিবাকে ফের তলব রাজ্যপালের

মনোনয়ন পেশে ভাঙড় ও চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে একইদিনে 5 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনার বলেছিলেন, তাঁর কাছে কোনও প্রাণহানির খবর নেই ৷ সেই নিয়ে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনার বলছেন কেউ মারা যায়নি ৷ আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, তাঁর দলের দু’জন কর্মী গুলিতে প্রাণ হারিয়েছেন ৷ পুলিশ বলছে মারা গিয়েছে ৷ কিন্তু, নির্বাচন কমিশনার বলছেন কেউ মারা যায়নি ৷ তাহলে কার কথা বিশ্বাস করব ?’’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আপত্তির বিষয়টি নিয়ে এদিন সমালোচনা শোনা যায় দিলীপ ঘোষের মুখে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.