ETV Bharat / state

Digital Attendance at School: সুন্দরবনের প্রাথমিক স্কুলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স, ছাপিয়ে গেল হাইটেক স্কুলগুলিকেও - স্কুলের পরিকাঠামো

Digital Attendance System at Basanti Primary School: ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন ও ডিজিটাল পরিচয়পত্র ৷ শুনলেই মনে হবে কোনও কর্পোরেট অফিস ৷ তবে না, এটি দক্ষিণ 24 পরগনার বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ৷ যেখানে পড়ুয়াদের উপস্থিতির রেকর্ড রাখা হয় ডিজিটাল মাধ্যমে ৷ স্কুল শুরুর আগে এবং স্কুল শেষে বাধ্যতামূলকভাবে পড়ুয়াদের পরিচয়পত্র ডিজিটাল মেশিনে ছুঁয়ে যেতে হয় ৷

Digital Attendance at Sundarbans School ETV BHARAT
Digital Attendance at Sundarbans School
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 12:00 PM IST

সুন্দরবনের প্রাথমিক স্কুলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স

বাসন্তী, 19 সেপ্টেম্বর: বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ৷ আর পাঁচটা সরকারি কিংবা বেসরকারি প্রাথমিক স্কুলের মতো নয় এটি ৷ আশপাশের প্রাথমিক বা জুনিয়র হাইস্কুলগুলি পড়ুয়ার অভাবে যেখানে বন্ধ হতে বসেছে, সেখানে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা প্রায় আড়াইশো ৷ আর স্কুলের পরিকাঠামো টক্কর দিতে পারে, যে কোনও বেসরকারি হাইটেক স্কুলকে ৷ আর এসবই সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির উদ্যোগে ৷

সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলে সম্প্রতি শিক্ষক দিবসের দিন চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম ৷ রেজিস্টারে পড়ুয়াদের উপস্থিতির রেকর্ড রাখার বদলে, তা একটি সার্ভারের মাধ্যমে স্টোর করা হচ্ছে ৷ এতে বছর শেষে প্রত্যেক পড়ুয়ার উপস্থিতির রেকর্ড সহজেই খুঁজে পাওয়া যাবে ৷ এর জন্য স্কুলের সকল পড়ুয়াদের দেওয়া হয়েছে ডিজিটাল পরিচয়পত্র ৷ প্রতিদিন স্কুলে ঢোকার সময় সেই পরিচয়পত্র স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স সিস্টেমে ছোঁয়াতে হবে ৷ তাহলেই পড়ুয়াদের উপস্থিতি স্কুলের সার্ভারে আপলোড হয়ে যাবে ৷

স্কুলের সার্ভারে তথ্য আপলোড হওয়ার পাশাপাশি, অভিভাবকদের মোবাইল ফোনেও এসএমএস-এর মাধ্যমে বার্তা পৌঁছে যাবে ৷ সেই ব্যবস্থাপনাও রয়েছে ৷ ওই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের সার্ভারে অভিভাবকদের মোবাইল নম্বর রয়েছে ৷ পড়ুয়া কার্ড অ্যাটেন্ডেন্স মেশিনে ছোঁয়ানো মাত্র একটি মেসেজ সংশ্লিষ্ট অভিভাবকের মোবাইলে পৌঁছে যাবে ৷ এতে পড়ুয়ারা যে স্কুলে পৌঁছে গিয়েছে তার নিশ্চয়তা থাকবে অভিভাবকদের কাছে ৷ একইভাবে স্কুল ছুটির সময়ও পরিচয়পত্র ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমে ছোঁয়াতে হবে পড়ুয়াদের ৷ তখনও একইভাবে অভিভাবকদের মোবাইলে মেসেজ যাবে ৷ এর ফলে অভিভাবকরা জেনে যাবেন, তাঁদের বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে ৷ স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও ৷ এর ফলে স্কুলে সন্তানদের নিরাপত্তা নিয়েও নিশ্চিন্ত থাকতে পারছেন প্রত্যেক বাবা-মা ৷

আরও পড়ুন: ভগ্নপ্রায় স্কুলে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস 127 জন পড়ুয়ার, দেখেও নির্বিকার প্রশাসন

শুধু ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম নয় ৷ এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি স্কুলের তুলনায় অনেকটাই এগিয়ে ৷ ইতিমধ্যে স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম ৷ অডিয়ো-ভিস্যুয়াল প্রযুক্তি ব্যবহার করে ছেলেমেয়েদের পড়ানো হয় ৷ তেমনি স্কুলের সব দেওয়াল ও কংক্রিটের পিলারকে রাঙিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়ে ৷ 15 অগস্ট ও 26 জানুয়ারির মতো বিশেষ দিনের পরিচয় থেকে শুরু করে নানা ধরনের সামাজিক বার্তা, নানা ছড়া, মনীষীদের ছবি ও পরিচয় থেকে আরও অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে সেখানে।

এর বাইরেও পড়ুয়াদের দিয়ে বাগান তৈরি করানো হয় ৷ জৈবিক সার ব্যবহার করা হয় এই বাগান তৈরির জন্য ৷ সেই সঙ্গে কোন গাছের কী গুণাবলী, সেই পাঠও দেওয়া হয় পড়ুয়াদের ৷ স্কুলে পড়ুয়াদের জন্য রয়েছে ড্রপ বক্স ৷ যেখানে তারা নিজেদের মনের কথা লিখে জানাতে পারে ৷ সেইমতো শিক্ষক-শিক্ষিকারা তাদের ইচ্ছেগুলিকে পূরণ করতে সাহায্য করেন ৷

সুন্দরবনের প্রাথমিক স্কুলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স

বাসন্তী, 19 সেপ্টেম্বর: বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ৷ আর পাঁচটা সরকারি কিংবা বেসরকারি প্রাথমিক স্কুলের মতো নয় এটি ৷ আশপাশের প্রাথমিক বা জুনিয়র হাইস্কুলগুলি পড়ুয়ার অভাবে যেখানে বন্ধ হতে বসেছে, সেখানে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা প্রায় আড়াইশো ৷ আর স্কুলের পরিকাঠামো টক্কর দিতে পারে, যে কোনও বেসরকারি হাইটেক স্কুলকে ৷ আর এসবই সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির উদ্যোগে ৷

সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলে সম্প্রতি শিক্ষক দিবসের দিন চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম ৷ রেজিস্টারে পড়ুয়াদের উপস্থিতির রেকর্ড রাখার বদলে, তা একটি সার্ভারের মাধ্যমে স্টোর করা হচ্ছে ৷ এতে বছর শেষে প্রত্যেক পড়ুয়ার উপস্থিতির রেকর্ড সহজেই খুঁজে পাওয়া যাবে ৷ এর জন্য স্কুলের সকল পড়ুয়াদের দেওয়া হয়েছে ডিজিটাল পরিচয়পত্র ৷ প্রতিদিন স্কুলে ঢোকার সময় সেই পরিচয়পত্র স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স সিস্টেমে ছোঁয়াতে হবে ৷ তাহলেই পড়ুয়াদের উপস্থিতি স্কুলের সার্ভারে আপলোড হয়ে যাবে ৷

স্কুলের সার্ভারে তথ্য আপলোড হওয়ার পাশাপাশি, অভিভাবকদের মোবাইল ফোনেও এসএমএস-এর মাধ্যমে বার্তা পৌঁছে যাবে ৷ সেই ব্যবস্থাপনাও রয়েছে ৷ ওই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের সার্ভারে অভিভাবকদের মোবাইল নম্বর রয়েছে ৷ পড়ুয়া কার্ড অ্যাটেন্ডেন্স মেশিনে ছোঁয়ানো মাত্র একটি মেসেজ সংশ্লিষ্ট অভিভাবকের মোবাইলে পৌঁছে যাবে ৷ এতে পড়ুয়ারা যে স্কুলে পৌঁছে গিয়েছে তার নিশ্চয়তা থাকবে অভিভাবকদের কাছে ৷ একইভাবে স্কুল ছুটির সময়ও পরিচয়পত্র ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমে ছোঁয়াতে হবে পড়ুয়াদের ৷ তখনও একইভাবে অভিভাবকদের মোবাইলে মেসেজ যাবে ৷ এর ফলে অভিভাবকরা জেনে যাবেন, তাঁদের বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে ৷ স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও ৷ এর ফলে স্কুলে সন্তানদের নিরাপত্তা নিয়েও নিশ্চিন্ত থাকতে পারছেন প্রত্যেক বাবা-মা ৷

আরও পড়ুন: ভগ্নপ্রায় স্কুলে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস 127 জন পড়ুয়ার, দেখেও নির্বিকার প্রশাসন

শুধু ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম নয় ৷ এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি স্কুলের তুলনায় অনেকটাই এগিয়ে ৷ ইতিমধ্যে স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম ৷ অডিয়ো-ভিস্যুয়াল প্রযুক্তি ব্যবহার করে ছেলেমেয়েদের পড়ানো হয় ৷ তেমনি স্কুলের সব দেওয়াল ও কংক্রিটের পিলারকে রাঙিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়ে ৷ 15 অগস্ট ও 26 জানুয়ারির মতো বিশেষ দিনের পরিচয় থেকে শুরু করে নানা ধরনের সামাজিক বার্তা, নানা ছড়া, মনীষীদের ছবি ও পরিচয় থেকে আরও অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে সেখানে।

এর বাইরেও পড়ুয়াদের দিয়ে বাগান তৈরি করানো হয় ৷ জৈবিক সার ব্যবহার করা হয় এই বাগান তৈরির জন্য ৷ সেই সঙ্গে কোন গাছের কী গুণাবলী, সেই পাঠও দেওয়া হয় পড়ুয়াদের ৷ স্কুলে পড়ুয়াদের জন্য রয়েছে ড্রপ বক্স ৷ যেখানে তারা নিজেদের মনের কথা লিখে জানাতে পারে ৷ সেইমতো শিক্ষক-শিক্ষিকারা তাদের ইচ্ছেগুলিকে পূরণ করতে সাহায্য করেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.