ETV Bharat / state

নেই যোগান, প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করল ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ - করোনার সংক্রমণ রুখতে জারি হয়েছে রাজ্যজুড়ে আংশিক লকডাউন

ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বেশ কয়েক মাস ধরে চলছিল করোনার টিকাকরণের কাজ । আজ ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের সামনে বিজ্ঞপ্তি জারি করে টিকাকরণ বন্ধ থাকার কথা জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ
ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ
author img

By

Published : May 8, 2021, 3:58 PM IST

ডায়মন্ড হারবার, 8 মে : করোনার সংক্রমণ রুখতে জারি হয়েছে রাজ্যজুড়ে আংশিক লকডাউন । বন্ধ রাখা হয়েছে সমস্ত লোকাল ট্রেন । রাজ্য সরকারের তরফ থেকে 3 কোটি ভ্যাকসিনের আবেদন করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে । এহেন পরিস্থিতিতে রাজ্যে বেশ কিছু মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হসপিটালে ইতিমধ্যেই ভ্যাকসিনের যোগান কমেছে ।

ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বেশ কয়েক মাস ধরে চলছিল করোনার টিকাকরণের কাজ । আজ ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের সামনে বিজ্ঞপ্তি জারি করে টিকাকরণ বন্ধ থাকার কথা জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনা টিকাকরণের কাজ বন্ধ থাকবে ৷ শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলবে । করোনার টিকা নেওয়ার জন্য ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে কয়েক শো রোগীদের ভিড় লেগেই থাকত । হাসপাতাল কর্তৃপক্ষ জারি হওয়া বিজ্ঞপ্তির জেরে হতাশ হয়ে ফিরতে হয়েছে সাধারণ মানুষকে ।

হাসপাতালের নির্দেশিকা
হাসপাতালের নির্দেশিকা

ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ সূত্রের খবর, রাজ্যে এই সময় ভ্যাকসিনের যোগান খুবই কম রয়েছে ৷ সেই কারণে ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভ্যাকসিনের পর্যাপ্ত পরিমাণে যোগান পাওয়া যাচ্ছে না । যেটুকু পরিমাণ ভ্যাকসিনের যোগান পাওয়া যাচ্ছে তা দিয়েই দ্বিতীয় ডোজ কমপ্লিট করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ

ডায়মন্ড হারবার, 8 মে : করোনার সংক্রমণ রুখতে জারি হয়েছে রাজ্যজুড়ে আংশিক লকডাউন । বন্ধ রাখা হয়েছে সমস্ত লোকাল ট্রেন । রাজ্য সরকারের তরফ থেকে 3 কোটি ভ্যাকসিনের আবেদন করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে । এহেন পরিস্থিতিতে রাজ্যে বেশ কিছু মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হসপিটালে ইতিমধ্যেই ভ্যাকসিনের যোগান কমেছে ।

ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বেশ কয়েক মাস ধরে চলছিল করোনার টিকাকরণের কাজ । আজ ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের সামনে বিজ্ঞপ্তি জারি করে টিকাকরণ বন্ধ থাকার কথা জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনা টিকাকরণের কাজ বন্ধ থাকবে ৷ শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলবে । করোনার টিকা নেওয়ার জন্য ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে কয়েক শো রোগীদের ভিড় লেগেই থাকত । হাসপাতাল কর্তৃপক্ষ জারি হওয়া বিজ্ঞপ্তির জেরে হতাশ হয়ে ফিরতে হয়েছে সাধারণ মানুষকে ।

হাসপাতালের নির্দেশিকা
হাসপাতালের নির্দেশিকা

ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ সূত্রের খবর, রাজ্যে এই সময় ভ্যাকসিনের যোগান খুবই কম রয়েছে ৷ সেই কারণে ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভ্যাকসিনের পর্যাপ্ত পরিমাণে যোগান পাওয়া যাচ্ছে না । যেটুকু পরিমাণ ভ্যাকসিনের যোগান পাওয়া যাচ্ছে তা দিয়েই দ্বিতীয় ডোজ কমপ্লিট করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.