গঙ্গাসাগর, 15 জনুয়ারি: আজ মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে। পুণ্যস্নান শুরু হয়েছে সোমবার সকাল 9 টা বেজে 13 মিনিটে ৷ চলবে রাত 12টা 13 মিনিট পর্যন্ত । যদিও কনকনে ঠান্ডার মধ্যেই রবিবার মাঝরাত থেকে শুরু হয়ে গিয়েছে স্নান। মথুরা, বৃন্দাবন, উত্তরপ্রদেশ থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন ৷
সাগরে পুণ্যস্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দিতে ভিড় করছেন পুণ্যার্থীরা । নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ৷ তৈরি করা হয়েছে একাধিক পুলিশ ক্যাম্প । আকাশপথ ও জলপথে চলছে নজরদারি । উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ-বাহিনী । প্রশাসনের পক্ষ থেকে ড্রোন ওড়িয়ে চলছে নজরদারি ৷ স্পিড বোট ও হোভার ক্রাফটে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌ-সেনা । তবে কুয়াশার কারণে ভেসেল চলাচল বিলম্বিত হচ্ছে ৷
শীতকে উপেক্ষা করেই সাগর মেলায় ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা । মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রবিবারই মেলায় পৌঁছে গিয়েছেন 45 লক্ষ পুণ্যার্থী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে । সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷
রবিবার থেকেই গঙ্গাসাগরে ভিড় করতে শুরু করেছিলেন পুণ্যার্থীরা ৷ বেনারসে যেমন গঙ্গারতি হয়, রবিসন্ধ্যায় তেমনই দৃশ্য ধরা পড়ে গঙ্গাসাগরে। আর তার সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। নিয়ম মেনে পুণ্যার্থীদের ঢল নেমেছে কপিলমুনির আশ্রমে। বারাণসী, অযোধ্যার চেয়ে কোনও অংশে কম নয় এই অনুষ্ঠান। রবিবার সন্ধ্যা 6টায় কপিলমুনির আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সাগরতীরে পৌঁছেগিয়েছিলেন হাজার হাজার মানুষ।
আরও পড়ুন: