ETV Bharat / state

যশ প্রস্তুতি খতিয়ে দেখতে আকাশপথে সুন্দরবন পরিদর্শন জেলাশাসকের - আকাশপথে পর্যবেক্ষণ

আকাশপথে পরিদর্শন করার সময়ে জেলাশাসক দেখেন, প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ ও গোসাবায় কয়েকটি নৌকা নদীতে রয়েছে । জেলাশাসকের নির্দেশে তৎক্ষণাৎ নৌকাসহ আটক করা হয় মৎস্যজীবীদের ৷

যশ প্রস্তুতি খতিয়ে দেখতে সুন্দরবনে আকাশপথে পরিদর্শন
যশ প্রস্তুতি খতিয়ে দেখতে সুন্দরবনে আকাশপথে পরিদর্শন
author img

By

Published : May 24, 2021, 9:09 AM IST

সুন্দরবন, 24 মে : ঘূর্ণিঝড় যশ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে সুন্দরবনের সাগরদ্বীপ, বকখালি, পাথরপ্রতিমা, গোসাবার বিস্তীর্ণ এলাকা আকাশপথে পরিদর্শন করলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলাগানাথন এবং রাজ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের মুখ্য সচিব বরুণ রায় ।

আকাশপথে পরিদর্শন করার সময়ে জেলাশাসক দেখেন, প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ ও গোসাবায় কয়েকটি নৌকা নদীতে রয়েছে । জেলাশাসকের নির্দেশে তৎক্ষণাৎ নৌকাসহ আটক করা হয় মৎস্যজীবীদের ৷ ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যেই গঙ্গাসাগরে নিম্নচাপের কারণে শুরু হয়েছে প্রবল বৃষ্টি । ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল গঙ্গাসাগর । অতীতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আরও তৎপর জেলা প্রশাসন ৷ গতকাল বিকেলই জেলা প্রশাসনের তরফ থেকে গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ বাকিদের ফ্লাড সেন্টারে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে । করোনার কথা মাথায় রেখে প্রতিটি ফ্লাড সেন্টারে পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখা হয়েছে ৷ ফ্লাড সেন্টার গুলিতে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং ওষুধও মজুত রাখা হয়েছে । গঙ্গাসাগরে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ।

সুন্দরবনে আকাশপথে পরিদর্শন

আরও পড়ুন : যশের কারণে কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করল সরকার

বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মহকুমার শাসক দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম । সর্বদা প্রস্তুত কুইক রেসপন্স টিম ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ।

সুন্দরবন, 24 মে : ঘূর্ণিঝড় যশ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে সুন্দরবনের সাগরদ্বীপ, বকখালি, পাথরপ্রতিমা, গোসাবার বিস্তীর্ণ এলাকা আকাশপথে পরিদর্শন করলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলাগানাথন এবং রাজ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের মুখ্য সচিব বরুণ রায় ।

আকাশপথে পরিদর্শন করার সময়ে জেলাশাসক দেখেন, প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ ও গোসাবায় কয়েকটি নৌকা নদীতে রয়েছে । জেলাশাসকের নির্দেশে তৎক্ষণাৎ নৌকাসহ আটক করা হয় মৎস্যজীবীদের ৷ ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যেই গঙ্গাসাগরে নিম্নচাপের কারণে শুরু হয়েছে প্রবল বৃষ্টি । ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল গঙ্গাসাগর । অতীতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আরও তৎপর জেলা প্রশাসন ৷ গতকাল বিকেলই জেলা প্রশাসনের তরফ থেকে গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ বাকিদের ফ্লাড সেন্টারে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে । করোনার কথা মাথায় রেখে প্রতিটি ফ্লাড সেন্টারে পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখা হয়েছে ৷ ফ্লাড সেন্টার গুলিতে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং ওষুধও মজুত রাখা হয়েছে । গঙ্গাসাগরে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ।

সুন্দরবনে আকাশপথে পরিদর্শন

আরও পড়ুন : যশের কারণে কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করল সরকার

বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মহকুমার শাসক দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম । সর্বদা প্রস্তুত কুইক রেসপন্স টিম ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.