ETV Bharat / state

Death over Land Dispute: জমি সংক্রান্ত বিবাদের জের, ভাইপোকে আহত করে আত্মঘাতী কাকা - জমি সংক্রান্ত বিবাদ

জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইপোর উপর হামলা চালিয়ে আত্মঘাতী হলেন কাকা ৷ ভাইপোকে আঘাত করার অনুশোচনায় তিনি নিজের গলা কেটে ফেলেন বলে মনে করা হচ্ছে ৷

death in Basanti
ভাইপোকে আহত করে আত্মঘাতী কাকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 10:00 PM IST

বাসন্তী, 25 অক্টোবর: জমিকে কেন্দ্র করে বিবাদ ৷ তার জেরে ভাইপোকে শাবল দিয়ে রক্তাক্ত করে আত্মঘাতী হলেন কাকা ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার সজিনাতলা গ্রামে । মৃতের নাম লবকুমার নস্কর (42)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ভাইপো সুবীরকুমার নস্কর । তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ পরে সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । বর্তমানে আশংকাজনক অবস্থায় তিনি আরজি কর হাসপাতালে ভরতি রয়েছেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কাকা লবকুমারের সঙ্গে ভাইপো সুবীরের সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে । বুধবার সকালেও দু'জনের মধ্যে এ নিয়ে বচসা হয় । অভিযোগ, তখনই আচমকা শাবল দিয়ে ভাইপোর মাথায় আঘাত করেন কাকা । ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুবীর । প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ ভাইপোকে রক্তাক্ত করার অনুশোচনায় ভুগতে থাকে লব ৷ তিনি এরপরেই নিজের ঘরে ঢুকে করাত দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন । খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ আধিকারিকরা লবকুমারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ।

আরও পড়ুন: বাড়ির সীমানা নিয়ে বিবাদ, ছোট ভাইকে গুলি করে 'খুন'; পলাতক দাদা

স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই কাকা লবকুমারের সঙ্গে ভাইপো সুবীর নস্করের জমি সংক্রান্ত বিবাদ চলছিল । সেই বিবাদ বুধবার চরমে ওঠে । এ দিন সকালে জমি জায়গা নিয়ে বিবাদের জেরে ভাইপো এবং কাকার মধ্যে চূড়ান্ত অশান্তি শুরু হয় । সেই সময় কাকা লবকুমার ধারাল অস্ত্র দিয়ে ভাইপো সুবীর নস্করের ওপরে হামলা চালান । পরে রক্তাক্ত অবস্থায় ভাইপোকে দেখেই নিজেই আত্মঘাতী হন ।

বাসন্তী, 25 অক্টোবর: জমিকে কেন্দ্র করে বিবাদ ৷ তার জেরে ভাইপোকে শাবল দিয়ে রক্তাক্ত করে আত্মঘাতী হলেন কাকা ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার সজিনাতলা গ্রামে । মৃতের নাম লবকুমার নস্কর (42)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ভাইপো সুবীরকুমার নস্কর । তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ পরে সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । বর্তমানে আশংকাজনক অবস্থায় তিনি আরজি কর হাসপাতালে ভরতি রয়েছেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কাকা লবকুমারের সঙ্গে ভাইপো সুবীরের সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে । বুধবার সকালেও দু'জনের মধ্যে এ নিয়ে বচসা হয় । অভিযোগ, তখনই আচমকা শাবল দিয়ে ভাইপোর মাথায় আঘাত করেন কাকা । ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুবীর । প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ ভাইপোকে রক্তাক্ত করার অনুশোচনায় ভুগতে থাকে লব ৷ তিনি এরপরেই নিজের ঘরে ঢুকে করাত দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন । খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ আধিকারিকরা লবকুমারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ।

আরও পড়ুন: বাড়ির সীমানা নিয়ে বিবাদ, ছোট ভাইকে গুলি করে 'খুন'; পলাতক দাদা

স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই কাকা লবকুমারের সঙ্গে ভাইপো সুবীর নস্করের জমি সংক্রান্ত বিবাদ চলছিল । সেই বিবাদ বুধবার চরমে ওঠে । এ দিন সকালে জমি জায়গা নিয়ে বিবাদের জেরে ভাইপো এবং কাকার মধ্যে চূড়ান্ত অশান্তি শুরু হয় । সেই সময় কাকা লবকুমার ধারাল অস্ত্র দিয়ে ভাইপো সুবীর নস্করের ওপরে হামলা চালান । পরে রক্তাক্ত অবস্থায় ভাইপোকে দেখেই নিজেই আত্মঘাতী হন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.