ক্যানিং, 21 সেপ্টেম্বর: ক্যানিংয়ের টুরিস্ট লজে যুবকের রহস্যমৃত্যু ৷ ওই যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম রাজেশ মণ্ডল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবকের দেহ উদ্ধারের সময় গলায় বিছানার চাদরের ফাঁস ছিল। ঘটনার পর থেকে পলাতক ওই যুবকের সঙ্গিনী। খুন না আত্মহত্যা সে বিষয়েই শুরু হয়েছে পুলিশি তদন্ত।
হোটেলের ঘর থেকে দু'জনের খাবার ও একটি ঠান্ডা পানীয়ের বোতল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাজেশের বাড়ি বারুইপুর থানার অন্তর্গত ক্যাওড়াখালি এলাকায়। মাঝে মধ্যেই এক মহিলাকে নিয়ে এই হোটেলে সময় কাটাতে আসতেন তিনি। বুধবারও এক মহিলার সঙ্গে তিনি সুন্দরবন টুরিস্ট লজ নামে ওই হোটেলে এসেছিলেন। কিন্তু মহিলা বেশ কিছুক্ষণ আগেই ঘর থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ রাজেশের কোনও সাড়া না-পেয়ে হোটেল কর্মীরা ঘর খুলে দেখেন ঘরের মধ্যেই রাজেশ ফাঁস লাগিয়ে ঝুলছেন।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে রাজেশের। এ বিষয়ে ক্যানিং থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার পর থেকে পলাতক যুবকের সঙ্গিনী। ঘটনার পর থেকে যুবতী নিখোঁজ হয়ে যাওয়ায় রহস্য দানা বেঁধেছে। হোটেলের রেজিস্টারে যুবকের পরিচয় উল্লেখ থাকলেও, মহিলার কোনও পরিচয় সেখানে লেখা ছিল না। পুলিশের বক্তব্য, আবাসিকদের পরিচয় জেনেই তাঁদের লজে থাকতে দেওয়ার কথা, এক্ষেত্রে কেন যুবকের পরিচয়পত্র জমা নিলেও মহিলার কোনও পরিচয় পত্র জমা নেওয়া হল না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: 14 বছরের নাবালকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার, গ্রেফতার মৃতের 2 বন্ধু