কুলতলি, 5 মার্চ : বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার হল মা ও দুই শিশু সন্তানের দেহ ৷ মৃতদের নাম রিজিয়া সর্দার (26), আরিয়ান সর্দার (5) এবং রাহান সর্দার (3) ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলি থানা এলাকার গরানকাটি গ্রামের নিমতলাতে (Dead body of mother and two sons found in Kultali) ৷
মৃতার স্বামী আমিরুল সর্দার পেশায় দর্জি, কাজের তাগিদে থাকেন হাওড়াতে ৷ আমিরুলের বাবা সাহেব আলি সর্দার থাকেন আন্দামানে ৷ দম্পতির 9 বছরের বড় মেয়ে দিদার সঙ্গে থাকে পাশে পিসির বাড়িতে থাকে ৷ বাড়িতে দুই সন্তানকে নিয়ে একাই থাকতেন রিজিয়া ৷ আজ সকালে শাশুড়ি তাঁকে ডাকতে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ৷ ডাকাডাকি করে কোনও সাড়া না মেলায় প্রতিবেশীদের বিষয়টি জানান ৷ প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরের মধ্যে রিজিয়া ও তাঁর দুই শিশুপুত্রের মৃতদেহ পড়ে রয়েছে ৷
আরও পড়ুন : বৃদ্ধাকে শ্বাসরোধে করে খুন কুলতলিতে, তদন্তে পুলিশ
খবর পেয়ে কুলতলি থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকারের নেতৃত্বে পুলিশ এসে তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, রিজিয়া সম্ভবত কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ৷ তবে কী কারণে রিজিয়া দুই সন্তানকে মেরে আত্মঘাতী হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷