ETV Bharat / state

Dead Body Found: নরেন্দ্রপুরে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ

বুধবার সকালে নরেন্দ্রপুরের এক জলাশয় থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 11:02 PM IST

নরেন্দ্রপুর, 6 সেপ্টেম্বর: কানে হেডফোন দেওয়া অবস্থায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ায় নরেন্দ্রপুরে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে ৷ তাঁর মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গিয়েছে ৷ তবে ঘটনাটি খুনের নাকি দুর্ঘটনার তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা ৷ তবে মৃত ব্যক্তির নাম জানা যায়নি ৷

জানা গিয়েছে, রাজপুর সোনারপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের শিমুলতলায় মেন রোডের পাশে একটি জলাশয়ে এদিন সকালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় ৷ এদিন সকালে যাঁরা সবজি বিক্রি করতে বেরিয়েছিলেন তারাই প্রথমে দেখতে পান ওই দৃশ্য ৷ তারাই বিষয়টি এলাকার বাসিন্দাদের জানান ৷ এরপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷ খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷

স্থানীয় বাসিন্দা অমর হালদার জানান, এই এলাকায় প্রতিদিন বহিরাগতদের আনাগোনা বাড়ছে ৷ সামনেই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও স্কুলও রয়েছে ৷ এলাকায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বাড়ার বিষয়টি পুলিশ-সহ বিভিন্ন জায়গায় জানানো হয়েছে বলে জানান তিনি ৷ কুরবান মণ্ডল নামে স্থানীয় আরেকজন জানিয়েছেন, এটা খুনও হতে পারে আবার নেশা করেও কেউ পড়েও যেতে পারে জলে ৷

আরও পড়ুন: জেল ফেরত আসামীর গাড়ি লক্ষ্য করে গুলি, আহত 4

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর মোফাজ্জেল হোসেন ৷ এই ঘটনায় সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷ পুলিশ তদন্তে নেমে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে ৷

নরেন্দ্রপুর, 6 সেপ্টেম্বর: কানে হেডফোন দেওয়া অবস্থায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ায় নরেন্দ্রপুরে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে ৷ তাঁর মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গিয়েছে ৷ তবে ঘটনাটি খুনের নাকি দুর্ঘটনার তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা ৷ তবে মৃত ব্যক্তির নাম জানা যায়নি ৷

জানা গিয়েছে, রাজপুর সোনারপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের শিমুলতলায় মেন রোডের পাশে একটি জলাশয়ে এদিন সকালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় ৷ এদিন সকালে যাঁরা সবজি বিক্রি করতে বেরিয়েছিলেন তারাই প্রথমে দেখতে পান ওই দৃশ্য ৷ তারাই বিষয়টি এলাকার বাসিন্দাদের জানান ৷ এরপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷ খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷

স্থানীয় বাসিন্দা অমর হালদার জানান, এই এলাকায় প্রতিদিন বহিরাগতদের আনাগোনা বাড়ছে ৷ সামনেই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও স্কুলও রয়েছে ৷ এলাকায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বাড়ার বিষয়টি পুলিশ-সহ বিভিন্ন জায়গায় জানানো হয়েছে বলে জানান তিনি ৷ কুরবান মণ্ডল নামে স্থানীয় আরেকজন জানিয়েছেন, এটা খুনও হতে পারে আবার নেশা করেও কেউ পড়েও যেতে পারে জলে ৷

আরও পড়ুন: জেল ফেরত আসামীর গাড়ি লক্ষ্য করে গুলি, আহত 4

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর মোফাজ্জেল হোসেন ৷ এই ঘটনায় সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷ পুলিশ তদন্তে নেমে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.