দক্ষিণ 24 পরগনা, 4 জুন: শুক্রবার রাতে ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 275 ৷ বেড়েছে মৃতের সংখ্যা। আহত হাজার জনেরও বেশি ৷ চারিদিকে স্বজনহারাদের কান্নার আওয়াজ ৷ তারমধ্যেই দেহ সনাক্তকরণ করে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রিয়জনের দেহ ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই ট্রেন দুর্ঘটনায় শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার 27 জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন 19 জন। পাশাপাশি দুর্ঘটনার মুখ থেকে বেঁচে বাড়ি ফিরে এসেছেন 102 জন পরিযায়ী শ্রমিকও ৷ প্রশাসনের তরফে তাঁদের নিরাপদে বাড়ি ফেরানো হয়েছে ৷
ঘটনায় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এক এক করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দিচ্ছে রাজ্য সরকার। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত চারজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এনারা সকলেই ভিন্ন রাজ্যে কাজের জন্য বেরিয়েছিলেন বাড়ি থেকে। ক্যানিং বিধানসভার অন্তর্গত তিন জনের মৃত্যু হয়েছে ৷ কুলপি বিধানসভার চার জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিশাখাপত্তনামে কাজের জন্য এই চারজন অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন ৷ চারজনই মারা গিয়েছেন ৷ এই এলাকারই বাসিন্দা সুকান্ত হালদার নিখোঁজ রয়েছেন এখনও।
অন্যদিকে, এলাকার বাসিন্দা বুদ্ধদেব হালদারকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৷ বর্তমানে তিনি ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বাসন্তী বিধানসভার মোট সাতজন প্রাণ হারিয়েছে এই দুর্ঘটনায়। তারমধ্যে রয়েছেন একই পরিবারের তিনজন ৷ পাশাপাশি, মগরাহাট পশ্চিম বিধানসভায় এই ভয়ানক দুর্ঘটনায় 21 বছরের আসিক আলী গাজীর মৃত্যু হয়েছে ৷ বারুইপুরের ধপধপির বাসিন্দা সৌরভ রায়েরও (22) মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় ৷ তাঁর পরিবারের কাছে সমবেদনা জানাতে পৌঁছেছিলেন বারুইপুরের বিধায়ক তথা রাজ্যসভার অধ্যাপক বিমান বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরাও গিয়েছিলেন স্বজনহারাদের সঙ্গে দেখা করতে ৷
মৃত ব্যক্তিরা কমবেশি সকলেই ছিলেন পরিযায়ী শ্রমিক। তাঁরা প্রত্যেকেই ভিন্ন রাজ্যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ যাচ্ছিলেন কাজে যোগদান করতে আবার কেউ কাজ থেকে বাড়ি ফিরছিলেন। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবন বাজি রেখে ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তাঁরা। বাড়ি ফেরা হল না আর ৷
নিহতদের তালিকা নিম্নলিখিত-
কাকদ্বীপ বিধানসভাঃ
মিরাজ উদ্দিন শেখ (29),
হালিম মোল্লা (24),
আনোয়ার হোসেন মোল্লা (21)
বুদ্ধদেব বাগ (32)
ক্যানিং বিধানসভাঃ
শামসুদ্দিন সরদার (50)
শফিউদ্দিন সরদার (53)
মুসিবুর মোল্লা (18)
কুলপি বিধানসভাঃ
অভিজিৎ হালদার (17)
কুমার হালদার (20)
অনিমেষ হালদার (29)
শুভাশিস ব্যানার্জি (23)
বাসন্তী বিধানসভাঃ
প্রভাস বৈদ্য (24),
হারান গায়েন (50),
নিশিকান্ত গায়েন (43)
বিকাশ হালদার (26),
দিবাকর গায়েন (31)
সঞ্জয় হালদার (33)
আবু তাহের শেখ (31)
মগরাহাট পশ্চিম বিধানসভাঃ
আসিক আলী গাজী (21)
সৌরভ রায় (22)
জয়নগরঃ
আজিজুল মোল্লা (36)
মহেশতলা পৌরসভাঃ
দেবেন্দ্র সিং (38)
গোসাবাঃ
সনদ কর্মকার (31)
বিষ্ণুপুরঃ
বিশ্বনাথ চক্রবর্তী (38)
আরও পড়ুন: সিগনালিং-এ সমস্যা ছিল, জানাল রেল বোর্ড; দেওয়া হল হেল্পলাইন নম্বর
পাশাপাশি, রবিবার সন্ধের দিকে মোট 102 জন পরিযায়ী শ্রমিকদের নিরাপদে বাড়ি ফেরানো হয়েছে ৷ তারমধ্যে বারুইপুর পুলিশ জেলার 74 জন, সুন্দরবন পুলিশ জেলার 22 জন ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার 6 জন বাড়ি ফিরেছেন ৷