ETV Bharat / state

Crocodile Fear: গোসাবায় কুমির আতঙ্ক, সন্ত্রস্ত এলাকাবাসী - South 24 Parganas

লোকালয়ে ঢুকে পড়ল কুমির ৷ দক্ষিণ 24 পরগনার গোসাবা থানার বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের মন্মথ নগরের ঘটনা । কুমির দেখতে ভিড় কৌতূহলী গ্রামবাসীরা ভিড় জমিয়েছেন পুকুর পাড়ে ৷

Etv Bharat
লোকালয়ে কুমির
author img

By

Published : May 22, 2023, 3:36 PM IST

গোসাবা, 22 মে: কুমির আতঙ্কে গোসাবাবাসী ৷ দক্ষিণ 24 পরগনার গোসাবা থানার বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের মন্মথ নগরে স্থানীয় সন্তোষ বর্মন নামে এক ব্যক্তির পুকুরে রবিবার রাতে দেখা গিয়েছে বিশালাকৃতির সরিসৃপটিকে ৷ জনবসতি পূর্ণ এলাকার পুকুরে কুমির দেখা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷

রবিবার রাতে গ্রামবাসীদেরই কয়েকজন স্থানীয় বাসিন্দা সন্তোষ বর্মনের বাড়ির পুকুর পাড়ে একটি কুমির লক্ষ্য করেন। আতঙ্কে শিউরে ওঠেন তাঁরা ৷ গ্রামবাসীদের হট্টগোলে একটু পরেই কুমিরটি পুকুরের জলে নেমে যায় । স্থানীয়রাই গোসাবা রেঞ্জের বন দফতরের খবর দেন । খবর পেয়ে গোসাবা রেঞ্জের বনকর্মীরা পৌঁছন সেখানে । কুমিরটিকে উদ্ধার করার চেষ্টা করছেন ।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন লোকালয়ে কুমির ঢুকে পড়ার ঘটনা ঘটেছ ৷ যা ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ কয়েকমাস আগে স্থানীয়রা পাথরপ্রতিমার দিগম্বরপুর অঞ্চলের পঞ্চমের বাজার এলাকায় বাসুদেব ঘড়ার পুকুরে একটি কুমির দেখা গিয়েছিল ৷ খবরটি এলাকায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। রামগঙ্গা রেঞ্জের বনদফতরের কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করেন ৷ বনকর্মীদের মতে, পাশেই জগদ্দল নদী ৷ সেখান থেকেই হয়ত কুমিরটি পুকুরে ঢুকে পড়েছিল। এমনকী গত বছর অক্টোবর মাসেও রায়দিঘি এলাকায় এক ব্যক্তির বাড়িতে কুমির ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল । বন দফতরের কর্মীরা কুমিরটিকে ধরে নিয়ে যান। সেটিকে ছাড়া হয় একটু দূরের একটি খালে। জনবসতি পূর্ণ এলাকায় বারবার কুমির ঢুকে পড়ার ঘটনায় এলাকাবাসীরাও আতঙ্কিত হয়ে পড়েন ৷

কিন্তু এভাবে বারবার বাড়ির পুকুরে কুমির ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ এই সমস্ত এলাকার পুকুর স্থানীয় বাসিন্দারা ব্যবহার করেন ৷ কখন কুমিরের আক্রমণের মুখে পড়তে পারেন, তা নিয়ে তটস্থ থাকতে হয় বাসিন্দাদের ৷

আরও পড়ুন: পুকুরে ভাসছে কুমির, বনদফতরের কয়েকঘণ্টার চেষ্টায় বাগে আসে সরীসৃপটি

গোসাবা, 22 মে: কুমির আতঙ্কে গোসাবাবাসী ৷ দক্ষিণ 24 পরগনার গোসাবা থানার বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের মন্মথ নগরে স্থানীয় সন্তোষ বর্মন নামে এক ব্যক্তির পুকুরে রবিবার রাতে দেখা গিয়েছে বিশালাকৃতির সরিসৃপটিকে ৷ জনবসতি পূর্ণ এলাকার পুকুরে কুমির দেখা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷

রবিবার রাতে গ্রামবাসীদেরই কয়েকজন স্থানীয় বাসিন্দা সন্তোষ বর্মনের বাড়ির পুকুর পাড়ে একটি কুমির লক্ষ্য করেন। আতঙ্কে শিউরে ওঠেন তাঁরা ৷ গ্রামবাসীদের হট্টগোলে একটু পরেই কুমিরটি পুকুরের জলে নেমে যায় । স্থানীয়রাই গোসাবা রেঞ্জের বন দফতরের খবর দেন । খবর পেয়ে গোসাবা রেঞ্জের বনকর্মীরা পৌঁছন সেখানে । কুমিরটিকে উদ্ধার করার চেষ্টা করছেন ।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন লোকালয়ে কুমির ঢুকে পড়ার ঘটনা ঘটেছ ৷ যা ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ কয়েকমাস আগে স্থানীয়রা পাথরপ্রতিমার দিগম্বরপুর অঞ্চলের পঞ্চমের বাজার এলাকায় বাসুদেব ঘড়ার পুকুরে একটি কুমির দেখা গিয়েছিল ৷ খবরটি এলাকায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। রামগঙ্গা রেঞ্জের বনদফতরের কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করেন ৷ বনকর্মীদের মতে, পাশেই জগদ্দল নদী ৷ সেখান থেকেই হয়ত কুমিরটি পুকুরে ঢুকে পড়েছিল। এমনকী গত বছর অক্টোবর মাসেও রায়দিঘি এলাকায় এক ব্যক্তির বাড়িতে কুমির ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল । বন দফতরের কর্মীরা কুমিরটিকে ধরে নিয়ে যান। সেটিকে ছাড়া হয় একটু দূরের একটি খালে। জনবসতি পূর্ণ এলাকায় বারবার কুমির ঢুকে পড়ার ঘটনায় এলাকাবাসীরাও আতঙ্কিত হয়ে পড়েন ৷

কিন্তু এভাবে বারবার বাড়ির পুকুরে কুমির ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ এই সমস্ত এলাকার পুকুর স্থানীয় বাসিন্দারা ব্যবহার করেন ৷ কখন কুমিরের আক্রমণের মুখে পড়তে পারেন, তা নিয়ে তটস্থ থাকতে হয় বাসিন্দাদের ৷

আরও পড়ুন: পুকুরে ভাসছে কুমির, বনদফতরের কয়েকঘণ্টার চেষ্টায় বাগে আসে সরীসৃপটি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.