ETV Bharat / state

Crack Found in Rail Track : বিদ্যাধরপুর স্টেশনের কাছে লাইনে ফাটল, যাত্রীদের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা লোকালের - Sealdah South Section

যাত্রী এবং স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং-সোনারপুর লোকাল (Up Canning-Sonarpur Local) ৷ এদিন সকালে বিদ্যাধরপুর স্টেশনের কাছে আপ লাইনে ফাটল দেখা দেয় (Crack Found in Rail Track Near Vidyadharpur Station) ৷ স্থানীয়রা এবং প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা চালককে সতর্ক করে ট্রেন আটকায় (Crack Found in Rail Track) ৷ পরে রেললাইন মেরামতি করা হলে পরিষেবা স্বাভাবিক হয় ক্যানিং শাখায় ৷

Crack Found in Rail Track
Crack Found in Rail Track
author img

By

Published : Dec 13, 2021, 12:57 PM IST

সোনারপুর, 13 ডিসেম্বর : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং-সোনারপুর লোকাল ৷ এদিন সকালে শিয়ালদা দক্ষিণ শাখার (Sealdah South Section) বিদ্যাধরপুর স্টেশনের কাছে আপ লাইনে ফাটল ধরে ৷ স্থানীয়রা লাইনে সেই ফাটল দেখতে পান ৷ সেই সময় আপ ক্যানিং-সোনারপুর লোকাল (Up Canning-Sonarpur Local) কালিকাপুর স্টেশন ছেড়ে বিদ্যাধরপুর স্টেশনে ঢুকছিল ৷ স্থানীয়রাই লাইনে উপর দাঁড়িয়ে পড়েন এবং হাত নাড়িয়ে ট্রেনটিকে দাঁড় করান ৷

প্রচুর লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে চালকও ট্রেন থামিয়ে দেন ৷ এর পর কী হয়েছে দেখতে চালক ট্রেন থেকে নামেন ৷ স্থানীয়রাই চালককে জানান, লাইনে ফাটল রয়েছে ৷ চালক এবং ট্রেনের গার্ড গিয়ে লাইনে ফাটল (Crack Found in Rail Track) দেখতে পান ৷ তাঁরাই ওয়্যারলেসে রেল কর্তৃপক্ষের কাছে খবর পাঠান ৷ খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামতির কাজ শুরু করেন ৷

আরও পড়ুন : রেললাইনে ফাটল, অল্পের জন্য এড়াল দুর্ঘটনা

জানা গিয়েছে, বিদ্যাধরপুর স্টেশনে 8টা 15 মিনিটের আপ ট্রেন বেরিয়ে যাওয়ার পর স্থানীয় এক মহিলা লাইনে ফাটল দেখতে পান (Crack Found in Rail Track Near Vidyadharpur Station) ৷ তিনিই চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন সেখানে ছুটে যান ৷ দেখা যায়, লাইনের মাঝে বিশাল বড় একটি ফাটল এবং লাইন আলাদা হয়ে গিয়েছে ৷ স্টেশনে থাকা যাত্রীরাও ততক্ষণে বিষয়টি জানতে পেরে গিয়েছিলেন ৷ কিন্তু, ততক্ষণে আপ ক্যানিং-সোনারপুর লোকাল স্টেশনের অনেক কাছে চলে এসেছিল ৷ তখন যাত্রী এবং স্থানীয়রা রেললাইনে নেমে হাত নেড়ে আবার কেউ আশপাশ থেকে লাল কাপড় জোগাড় করে চালককে সতর্ক করতে থাকেন ৷ এই ঘটনার জেরে বেশ কয়েক ঘণ্টা সোনারপুর থেকে ক্যানিং ট্রেন চলাচল বন্ধ ছিল ৷

সোনারপুর, 13 ডিসেম্বর : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং-সোনারপুর লোকাল ৷ এদিন সকালে শিয়ালদা দক্ষিণ শাখার (Sealdah South Section) বিদ্যাধরপুর স্টেশনের কাছে আপ লাইনে ফাটল ধরে ৷ স্থানীয়রা লাইনে সেই ফাটল দেখতে পান ৷ সেই সময় আপ ক্যানিং-সোনারপুর লোকাল (Up Canning-Sonarpur Local) কালিকাপুর স্টেশন ছেড়ে বিদ্যাধরপুর স্টেশনে ঢুকছিল ৷ স্থানীয়রাই লাইনে উপর দাঁড়িয়ে পড়েন এবং হাত নাড়িয়ে ট্রেনটিকে দাঁড় করান ৷

প্রচুর লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে চালকও ট্রেন থামিয়ে দেন ৷ এর পর কী হয়েছে দেখতে চালক ট্রেন থেকে নামেন ৷ স্থানীয়রাই চালককে জানান, লাইনে ফাটল রয়েছে ৷ চালক এবং ট্রেনের গার্ড গিয়ে লাইনে ফাটল (Crack Found in Rail Track) দেখতে পান ৷ তাঁরাই ওয়্যারলেসে রেল কর্তৃপক্ষের কাছে খবর পাঠান ৷ খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামতির কাজ শুরু করেন ৷

আরও পড়ুন : রেললাইনে ফাটল, অল্পের জন্য এড়াল দুর্ঘটনা

জানা গিয়েছে, বিদ্যাধরপুর স্টেশনে 8টা 15 মিনিটের আপ ট্রেন বেরিয়ে যাওয়ার পর স্থানীয় এক মহিলা লাইনে ফাটল দেখতে পান (Crack Found in Rail Track Near Vidyadharpur Station) ৷ তিনিই চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন সেখানে ছুটে যান ৷ দেখা যায়, লাইনের মাঝে বিশাল বড় একটি ফাটল এবং লাইন আলাদা হয়ে গিয়েছে ৷ স্টেশনে থাকা যাত্রীরাও ততক্ষণে বিষয়টি জানতে পেরে গিয়েছিলেন ৷ কিন্তু, ততক্ষণে আপ ক্যানিং-সোনারপুর লোকাল স্টেশনের অনেক কাছে চলে এসেছিল ৷ তখন যাত্রী এবং স্থানীয়রা রেললাইনে নেমে হাত নেড়ে আবার কেউ আশপাশ থেকে লাল কাপড় জোগাড় করে চালককে সতর্ক করতে থাকেন ৷ এই ঘটনার জেরে বেশ কয়েক ঘণ্টা সোনারপুর থেকে ক্যানিং ট্রেন চলাচল বন্ধ ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.