ETV Bharat / state

Sujan Slams TMC: রাজ্য়ের নিরাপত্তার হাল স্পষ্ট হচ্ছে, নিশীথের উপর হামলা প্রসঙ্গে মন্তব্য সুজনের - তৃণমূল

বৃহস্পতিবার কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) উপর হামলা হয় বলে অভিযোগ ৷ সেই নিয়ে তৃণমূল কংগ্রেসকেই (Trinamool Congress) নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷

cpim-leader-sujan-chakraborty-slams-trinamool-congress-and-bjp-on-various-issue
Sujan Slams TMC: রাজ্য়ের নিরাপত্তার হাল স্পষ্ট হচ্ছে, নিশীথের উপর হামলা প্রসঙ্গে মন্তব্য সুজনের
author img

By

Published : Nov 3, 2022, 8:15 PM IST

বারুইপুর (দক্ষিণ 24 পরগনা), 3 নভেম্বর: রাজ্যের নিরাপত্তার হাল কী সেটা স্পষ্ট হচ্ছে, রাজ্যের শাসক দলের অনুগামীরা হামলা করেছে, না বোঝার কারণ নেই । সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন বর্ষীয়ান সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনা নিয়ে তিনি এই কথা বলেন ৷

অন্যদিকে গুজরাতে বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections 2022) দিন ঘোষণা প্রসঙ্গে তিনি জানান, গুজরাত ও হিমাচল প্রদেশে এক সঙ্গে ভোট হবে ৷ কিন্তু গুজরাতে ভোট পিছিয়ে রাখা হল ভয়ে । ভোটের দিন ঘোষণা না করে প্রকল্প ঘোষণা করছে । আর নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর মন্তব্য, দালালরা টাকা তুলেছে সব জায়গা থেকে । বিভিন্ন এলাকায় দালাল নিদিষ্ট করা ছিল । ধাপে ধাপে টাকা উঠেছে ।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যাকে ইডি-র তলব প্রসঙ্গে জানান, গরুপাচারের টাকা, বেআইনি টাকা, সবাই ভাগ করেছে, কালো কাঁচের গাড়িতে কলকাতায় 75/25 ভাগ হয়েছে । কাউকে ইডি, কাউকে সিবিআই ডাকছে । ধরা পড়বেই, এরা হিসাব দেবে কী করে বেআইনি সম্পদ হয়েছে ।

ডেঙ্গি নিয়ে বিজেপির (BJP) অভিযান প্রসঙ্গ সুজন চক্রবর্তীর মন্তব্য, ডেঙ্গি (Dengue) ভয়ানক আকার নিচ্ছে ৷ মানুষকে সচেতন ভাবে তার প্রতিরোধে রুখে দাঁড়াতে হবে । গোটা রাজ্য জুড়ে মানুষ এর প্রতিবাদ করছে । এসব ক্ষেত্রে পুলিশ লাঠি উঁচাচ্ছে কেন ? মাথা নিচু করে রাখুক ।

অন্যদিকে তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) অসন্তুষ্ট করতে চান না ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে কেন মুখ্যমন্ত্রী ভয় পান, সেই প্রসঙ্গও তুলেছেন তিনি ৷ একই সঙ্গে তৃণমূলকে (Trinamool Congress) কটাক্ষ করে তাঁর আরও বক্তব্য, তৃণমূলের যে যত বড় নেতা, সে তত বড় চোর । দুর্নীতির রমরমা, পাচারের চক্র ৷

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের অবস্থানের 600 দিন, শুক্রে কলকাতায় মিছিল বামফ্রন্টের

বারুইপুর (দক্ষিণ 24 পরগনা), 3 নভেম্বর: রাজ্যের নিরাপত্তার হাল কী সেটা স্পষ্ট হচ্ছে, রাজ্যের শাসক দলের অনুগামীরা হামলা করেছে, না বোঝার কারণ নেই । সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন বর্ষীয়ান সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনা নিয়ে তিনি এই কথা বলেন ৷

অন্যদিকে গুজরাতে বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections 2022) দিন ঘোষণা প্রসঙ্গে তিনি জানান, গুজরাত ও হিমাচল প্রদেশে এক সঙ্গে ভোট হবে ৷ কিন্তু গুজরাতে ভোট পিছিয়ে রাখা হল ভয়ে । ভোটের দিন ঘোষণা না করে প্রকল্প ঘোষণা করছে । আর নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর মন্তব্য, দালালরা টাকা তুলেছে সব জায়গা থেকে । বিভিন্ন এলাকায় দালাল নিদিষ্ট করা ছিল । ধাপে ধাপে টাকা উঠেছে ।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যাকে ইডি-র তলব প্রসঙ্গে জানান, গরুপাচারের টাকা, বেআইনি টাকা, সবাই ভাগ করেছে, কালো কাঁচের গাড়িতে কলকাতায় 75/25 ভাগ হয়েছে । কাউকে ইডি, কাউকে সিবিআই ডাকছে । ধরা পড়বেই, এরা হিসাব দেবে কী করে বেআইনি সম্পদ হয়েছে ।

ডেঙ্গি নিয়ে বিজেপির (BJP) অভিযান প্রসঙ্গ সুজন চক্রবর্তীর মন্তব্য, ডেঙ্গি (Dengue) ভয়ানক আকার নিচ্ছে ৷ মানুষকে সচেতন ভাবে তার প্রতিরোধে রুখে দাঁড়াতে হবে । গোটা রাজ্য জুড়ে মানুষ এর প্রতিবাদ করছে । এসব ক্ষেত্রে পুলিশ লাঠি উঁচাচ্ছে কেন ? মাথা নিচু করে রাখুক ।

অন্যদিকে তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) অসন্তুষ্ট করতে চান না ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে কেন মুখ্যমন্ত্রী ভয় পান, সেই প্রসঙ্গও তুলেছেন তিনি ৷ একই সঙ্গে তৃণমূলকে (Trinamool Congress) কটাক্ষ করে তাঁর আরও বক্তব্য, তৃণমূলের যে যত বড় নেতা, সে তত বড় চোর । দুর্নীতির রমরমা, পাচারের চক্র ৷

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের অবস্থানের 600 দিন, শুক্রে কলকাতায় মিছিল বামফ্রন্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.