ডায়মন্ড হারবার, 23 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে । প্রতিদিনই কয়েক লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন । মৃতের সংখ্যা দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে । করোনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে লাগাম টানল প্রশাসন । আজ সকালে ডায়মন্ড হারবার মহকুমা শাসক ও ডায়মন্ড হারবার থানার উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে ব়্যালি বের করে ডায়মন্ড হারবার থানার পুলিশকর্মীরা ।
ডায়মন্ড হারবার পৌরসভা থেকে নতুন পোল পর্যন্ত রাস্তার সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় পুলিশ প্রশাসনকে । ডায়মন্ড হারবার স্টেশন, বাজার চত্বরে যে সকল দোকান রয়েছে সেই সব দোকানে মহকুমার শাসক নিজে কোভিড স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে তা নিজেই খতিয়ে দেখলেন । মাক্স না পরলে ক্রেতা ও বিক্রেতাদের ধমক দিতেও দেখা গেল মহকুমা শাসককে ।
আরও পড়ুন : করোনা সামলাতে শহরে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, চালু হেল্পলাইন
রাস্তার দুইধারে যে সব ব্যবসায়ী ও সাধারণ মানুষ রয়েছেন তাঁদের অনুরোধ করেন কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা জন্য । ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়, মাক্স না পরলে পরবর্তী সময়ে মোটা টাকা জরিমানা হতে পারে ।