ETV Bharat / state

College Student Death: বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত কলেজ ছাত্রী - বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত ছাত্রী

নরেন্দ্রপুর থানা এলাকার নতুনদিয়ারায় মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয় পারমিতা সাঁপুই নামে এক কলেজ ছাত্রীর (College Student Death) ৷ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটরবাইকের চালকও ৷

College Student Death news
বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত ছাত্রী
author img

By

Published : Jul 17, 2022, 1:55 PM IST

নরেন্দ্রপুর, 17 জুলাই: সাইকেল চেপে বাড়ি ফেরার পথে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল একুশ বছরের তরুণীর। নরেন্দ্রপুর থানা এলাকার নতুনদিয়ারায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে । পুলিশ জানিয়েছে, মৃতার নাম পারমিতা সাঁপুই । তিনি স্থানীয় বাসিন্দা । গুরুতর জখম হয়েছেন মোটরবাইকের চালকও (College Student Death)। সুদীপ্ত পাল নামে উনিশ বছরের ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । সোনারপুরের বাসিন্দা ওই তরুণের মাথায় এবং মুখে গুরতর আঘাত লেগেছে । এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে তাঁর ।
পরিবার সূত্রে জানা গিয়েছে,পারমিতার বাবা অধিকাংশ সময়েই শয্যাশায়ী থাকেন । বিবাহিত দিদিও অসুস্থ । বাড়ি বাড়ি রান্নার কাজ করেন মা গীতা সাঁপুই । তাঁর আয়েই মূলত সংসার চলে । তাই নিজের পড়াশোনার খরচ জোগাড় করতে কাজে যোগ দিয়েছিলেন প্রথম বর্ষের ওই পড়ুয়া । কর্মস্থলে যাতায়াতের জন্য স্টেশন পর্যন্ত পৌঁছতে ভরসা ছিল সাইকেল। পারমিতার জেঠতুতো দাদা বাবুসোনা সাঁপুই জানান, ঢাকুরিয়ার একটি নার্সিংহোমের ল্যাবরেটরিতে কাজে যোগ দেন তরুণী । সেই আয়েই পড়াশোনা করতেন পাশাপাশি সংসার চালাতে মাকেও সাহায্য করতেন । রোজ সকালে সাইকেল নিয়ে গড়িয়া স্টেশনে যেতেন পারমিতা । সেখান থেকে ট্রেনে ঢাকুরিয়া । রাতে ফের স্টেশন থেকে সাইকেলে বাড়ি ফিরতেন । পারমিতার আত্মীয় রামনারায়ণ সাঁপুই জানান, শুক্রবার রাতেও সে ভাবেই ফিরছিলেন তরুণী । প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ে রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল দু’টি মোটরবাইক । বাড়ির কাছে বড় রাস্তা থেকে নিচু রাস্তায় নামার আগেই একটি মোটরবাইক ধাক্কা মারে পারমিতার সাইকেলে । ছিটকে কয়েক ফুট দূরে রাস্তার ধারের ইটের স্তূপে গিয়ে পড়েন তরুণী । পারমিতাকে ধাক্কা মেরে বাইকচালকও পড়ে যান । দু'জনকেই দু'টি অটোয় তুলে স্থানীয়েরা ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পারমিতাকে মৃত ঘোষণা করেন ।

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় মৃত সাইকেল আরোহী, আহত 4
সুদীপ্ত পাল নামে ওই মোটরবাইক চালককে প্রথমে ওই বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয় । বাড়ির লোকজন তাঁকে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান । পরে সুদীপ্তকে কালীঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । সূত্রের খবর, ওই যুবকের শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে । তাঁর মাথা এবং মুখের আঘাত গুরুতর ৷ বাইকচালক তরুণের শারীরিক অবস্থা দেখে আইনানুগ ব্যবস্থা নেবে নরেন্দ্রপুর থানা। এদিকে এদিন এলাকায় পারমিতার দেহ পৌঁছতেই বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । স্থানীয়দের দাবি, রাতে গতির প্রতিযোগিতায় নেমেছিল দু’টি মোটরবাইক । তারই একটি দুর্ঘটনা ঘটিয়েছে । অন্যটি পালিয়ে গিয়েছে । এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ ৷

নরেন্দ্রপুর, 17 জুলাই: সাইকেল চেপে বাড়ি ফেরার পথে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল একুশ বছরের তরুণীর। নরেন্দ্রপুর থানা এলাকার নতুনদিয়ারায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে । পুলিশ জানিয়েছে, মৃতার নাম পারমিতা সাঁপুই । তিনি স্থানীয় বাসিন্দা । গুরুতর জখম হয়েছেন মোটরবাইকের চালকও (College Student Death)। সুদীপ্ত পাল নামে উনিশ বছরের ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । সোনারপুরের বাসিন্দা ওই তরুণের মাথায় এবং মুখে গুরতর আঘাত লেগেছে । এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে তাঁর ।
পরিবার সূত্রে জানা গিয়েছে,পারমিতার বাবা অধিকাংশ সময়েই শয্যাশায়ী থাকেন । বিবাহিত দিদিও অসুস্থ । বাড়ি বাড়ি রান্নার কাজ করেন মা গীতা সাঁপুই । তাঁর আয়েই মূলত সংসার চলে । তাই নিজের পড়াশোনার খরচ জোগাড় করতে কাজে যোগ দিয়েছিলেন প্রথম বর্ষের ওই পড়ুয়া । কর্মস্থলে যাতায়াতের জন্য স্টেশন পর্যন্ত পৌঁছতে ভরসা ছিল সাইকেল। পারমিতার জেঠতুতো দাদা বাবুসোনা সাঁপুই জানান, ঢাকুরিয়ার একটি নার্সিংহোমের ল্যাবরেটরিতে কাজে যোগ দেন তরুণী । সেই আয়েই পড়াশোনা করতেন পাশাপাশি সংসার চালাতে মাকেও সাহায্য করতেন । রোজ সকালে সাইকেল নিয়ে গড়িয়া স্টেশনে যেতেন পারমিতা । সেখান থেকে ট্রেনে ঢাকুরিয়া । রাতে ফের স্টেশন থেকে সাইকেলে বাড়ি ফিরতেন । পারমিতার আত্মীয় রামনারায়ণ সাঁপুই জানান, শুক্রবার রাতেও সে ভাবেই ফিরছিলেন তরুণী । প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ে রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল দু’টি মোটরবাইক । বাড়ির কাছে বড় রাস্তা থেকে নিচু রাস্তায় নামার আগেই একটি মোটরবাইক ধাক্কা মারে পারমিতার সাইকেলে । ছিটকে কয়েক ফুট দূরে রাস্তার ধারের ইটের স্তূপে গিয়ে পড়েন তরুণী । পারমিতাকে ধাক্কা মেরে বাইকচালকও পড়ে যান । দু'জনকেই দু'টি অটোয় তুলে স্থানীয়েরা ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পারমিতাকে মৃত ঘোষণা করেন ।

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় মৃত সাইকেল আরোহী, আহত 4
সুদীপ্ত পাল নামে ওই মোটরবাইক চালককে প্রথমে ওই বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয় । বাড়ির লোকজন তাঁকে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান । পরে সুদীপ্তকে কালীঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । সূত্রের খবর, ওই যুবকের শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে । তাঁর মাথা এবং মুখের আঘাত গুরুতর ৷ বাইকচালক তরুণের শারীরিক অবস্থা দেখে আইনানুগ ব্যবস্থা নেবে নরেন্দ্রপুর থানা। এদিকে এদিন এলাকায় পারমিতার দেহ পৌঁছতেই বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । স্থানীয়দের দাবি, রাতে গতির প্রতিযোগিতায় নেমেছিল দু’টি মোটরবাইক । তারই একটি দুর্ঘটনা ঘটিয়েছে । অন্যটি পালিয়ে গিয়েছে । এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.