বারুইপুর, ৫ মার্চ : খেলতে গিয়ে গলায় আটকে গেছিল এক টাকার কয়েন। নাম আমন সর্দার (৩)। বারুইপুর থানার সীতাকুণ্ড এলাকার ঘটনা। আমনের আব্বা আজিজুল সর্দার জানিয়েছেন, এক্স–রে রিপোর্টে ওই কয়েনকে পাঁজরের নীচে আটকে থাকতে দেখেন বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। এরপরই আমনকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে।
আজিজুল জানান, ভাড়াটিয়ার ঘরে বিছানায় বসে খেলছিল আমন। বিছানার উপর পড়েছিল এক টাকার কয়েন। খেলতে খেলতে আমনের গলায় আটকে যায় ওই কয়েনটি। এরপরই হইচই পড়ে যায় বাড়িতে। আমনকে পরিবারের লোকজন বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে শিশুটির বুকের এক্স–রে করেন। রিপোর্ট দেখে চিকিৎসকরা ছেলেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে কলা খাইয়ে ওই কয়েন বের করার চেষ্টা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় আমনকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।