ETV Bharat / state

খেলতে খেলতে শিশু গিলল ১ টাকার কয়েন

খেলতে গিয়ে গলায় আটকে গেছিল এক টাকার কয়েন। নাম আমন সর্দার (৩)। বারুইপুর থানার সীতাকুণ্ড এলাকার ঘটনা। আমনের আব্বা আজিজুল সর্দার জানিয়েছেন, এক্স–রে রিপোর্টে ওই কয়েনকে পাঁজরের নীচে আটকে থাকতে দেখেন বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। এরপরই আমনকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে।

এক্স–রে রিপোর্টে কয়েন
author img

By

Published : Mar 5, 2019, 4:51 AM IST

বারুইপুর, ৫ মার্চ : খেলতে গিয়ে গলায় আটকে গেছিল এক টাকার কয়েন। নাম আমন সর্দার (৩)। বারুইপুর থানার সীতাকুণ্ড এলাকার ঘটনা। আমনের আব্বা আজিজুল সর্দার জানিয়েছেন, এক্স–রে রিপোর্টে ওই কয়েনকে পাঁজরের নীচে আটকে থাকতে দেখেন বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। এরপরই আমনকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে।

আজিজুল জানান, ভাড়াটিয়ার ঘরে বিছানায় বসে খেলছিল আমন। বিছানার উপর পড়েছিল এক টাকার কয়েন। খেলতে খেলতে আমনের গলায় আটকে যায় ওই কয়েনটি। এরপরই হইচই পড়ে যায় বাড়িতে। আমনকে পরিবারের লোকজন বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে শিশুটির বুকের এক্স–রে করেন। রিপোর্ট দেখে চিকিৎসকরা ছেলেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে কলা খাইয়ে ওই কয়েন বের করার চেষ্টা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় আমনকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বারুইপুর, ৫ মার্চ : খেলতে গিয়ে গলায় আটকে গেছিল এক টাকার কয়েন। নাম আমন সর্দার (৩)। বারুইপুর থানার সীতাকুণ্ড এলাকার ঘটনা। আমনের আব্বা আজিজুল সর্দার জানিয়েছেন, এক্স–রে রিপোর্টে ওই কয়েনকে পাঁজরের নীচে আটকে থাকতে দেখেন বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। এরপরই আমনকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে।

আজিজুল জানান, ভাড়াটিয়ার ঘরে বিছানায় বসে খেলছিল আমন। বিছানার উপর পড়েছিল এক টাকার কয়েন। খেলতে খেলতে আমনের গলায় আটকে যায় ওই কয়েনটি। এরপরই হইচই পড়ে যায় বাড়িতে। আমনকে পরিবারের লোকজন বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে শিশুটির বুকের এক্স–রে করেন। রিপোর্ট দেখে চিকিৎসকরা ছেলেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে কলা খাইয়ে ওই কয়েন বের করার চেষ্টা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় আমনকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


Ahmedabad (Gujarat), Mar 04 (ANI): Prime Minister Narendra Modi on Monday laid the foundation stone for Vishwa Umiya Dham Temple Complex in Gujarat's Jaspur area. PM Modi is on a two-day visit to the state to launch various projects ahead of the upcoming Lok Sabha elections. Earlier in the day, the Prime Minister attended the inauguration event of a hospital building in a medical college campus in Jamnagar.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.