ETV Bharat / state

Student Died by Suicide: বাবা তুমি ভালো থেকো ! মেসেজ করে আত্মঘাতী দ্বাদশের ছাত্র - মেসেজ করে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্র

ফোনে মেসেজ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণির এক ছাত্র (Student Died by Suicide)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার রাখালঠাকুর তলায় ।

Class XI student died by suicide in Diamond Harbour
Died by Suicide
author img

By

Published : Jul 4, 2022, 1:50 PM IST

ডায়মন্ড হারবার, 4 জুলাই: বাবাকে ফোনে মেসেজ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণির এক ছাত্র । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার রাখালঠাকুর তলায় (Class XI student died by suicide in Diamond Harbour)। মৃত দ্বাদশ শ্রেণির ছাত্রের নাম অনিকেত গোস্বামী ।

জানা গিয়েছে, রবিবার বিকালে অনিকেত গোস্বামী তার বাবার ফোনে একটি মেসেজ পাঠায় । তাতে সে লেখে, বাবা তুমি ভালো থেকো । ছেলের এমন মেসেজ পাঠানোয় হতভম্ব হয়ে পড়ে বাবা । তড়িঘড়ি বাড়ি ফিরে দেখেন অনিকেতের পড়ার ঘর বন্ধ রয়েছে । বন্ধ ঘর খুলে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে অনিকেত গোস্বামী । পরে তাকে তড়িঘড়ি উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

মেসেজ করে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্র

আরও পড়ুন: ভাটপাড়া-শ্যামনগরের পর নরেন্দ্রপুরে চলল গুলি, মৃত 1

বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল অনিকেত গোস্বামী । অনিকেতের চাহিদামত মোবাইল, মোটরসাইকেল-সহ নানা জিনিস তাকে কিনে দিয়েছিলেন তাঁরা । কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটাল ছেলে তা বুঝে উঠতে পারছে না অনিকেতের বাবা মা । অন্যদিকে এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।

ডায়মন্ড হারবার, 4 জুলাই: বাবাকে ফোনে মেসেজ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণির এক ছাত্র । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার রাখালঠাকুর তলায় (Class XI student died by suicide in Diamond Harbour)। মৃত দ্বাদশ শ্রেণির ছাত্রের নাম অনিকেত গোস্বামী ।

জানা গিয়েছে, রবিবার বিকালে অনিকেত গোস্বামী তার বাবার ফোনে একটি মেসেজ পাঠায় । তাতে সে লেখে, বাবা তুমি ভালো থেকো । ছেলের এমন মেসেজ পাঠানোয় হতভম্ব হয়ে পড়ে বাবা । তড়িঘড়ি বাড়ি ফিরে দেখেন অনিকেতের পড়ার ঘর বন্ধ রয়েছে । বন্ধ ঘর খুলে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে অনিকেত গোস্বামী । পরে তাকে তড়িঘড়ি উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

মেসেজ করে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্র

আরও পড়ুন: ভাটপাড়া-শ্যামনগরের পর নরেন্দ্রপুরে চলল গুলি, মৃত 1

বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল অনিকেত গোস্বামী । অনিকেতের চাহিদামত মোবাইল, মোটরসাইকেল-সহ নানা জিনিস তাকে কিনে দিয়েছিলেন তাঁরা । কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটাল ছেলে তা বুঝে উঠতে পারছে না অনিকেতের বাবা মা । অন্যদিকে এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.