ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত নোদাখালি, পুলিশকে লক্ষ্য করে বোমা - Nodakhali

দক্ষিণ 24 পরগনার নোদাখালির দক্ষিণ রায়পুরের তৃণমূল-BJP সংঘর্ষ । দফায় দফায় চলল বোমাবাজি । বোমার আঘাতে জখম হন নোদাখালি থানার SI কৃষ্ণেন্দু ঘোষ ।

তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Jul 6, 2019, 7:36 PM IST

Updated : Jul 6, 2019, 9:41 PM IST

নোদাখালি, 6 জুলাই : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । দফায় দফায় বোমাবাজি । দক্ষিণ 24 পরগনার নোদাখালির দক্ষিণ রায়পুরের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নোদাখালি থানার পুলিশ । অভিযোগ, পুলিশ লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । বোমার আঘাতে জখম হন নোদাখালি থানার SI কৃষ্ণেন্দু ঘোষ । তাঁর ডান পায়ের একটি আঙুল বাদ যায় । তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

ভিডিয়োয় শুনুন শ্যামল মণ্ডলের বক্তব্য

এ বিষয়ে, BJP-র অঞ্চল সভাপতি শ্যামল মণ্ডল বলেন , "গতরাতে স্থানীয় তৃণমূল কর্মীরা আমাকে তুলে নিয়ে গিয়ে হুঁমকি দেয় । বিষয়টি নিয়ে নোদাখালি থানার অভিযোগ দায়ের করি । এরপরও ওরা আমার বাড়িতে হামলা চালায় । ওরাই বোমাবাজি করেছে ।" অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজকুমার প্রামাণিক বলেন, "এলাকা দখল করতে চাইছে BJP । সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে । ওরা নিজেরা হামলা চালিয়ে তৃণমূলের উপর দোষারোপ করছে ।"

পুলিশের এক আধিকারিক বলেন, "দুই রাজনৈতিক দল থেকেই বোমাবাজি করা হয়েছে ।" পুলিশ অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

নোদাখালি, 6 জুলাই : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । দফায় দফায় বোমাবাজি । দক্ষিণ 24 পরগনার নোদাখালির দক্ষিণ রায়পুরের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নোদাখালি থানার পুলিশ । অভিযোগ, পুলিশ লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । বোমার আঘাতে জখম হন নোদাখালি থানার SI কৃষ্ণেন্দু ঘোষ । তাঁর ডান পায়ের একটি আঙুল বাদ যায় । তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

ভিডিয়োয় শুনুন শ্যামল মণ্ডলের বক্তব্য

এ বিষয়ে, BJP-র অঞ্চল সভাপতি শ্যামল মণ্ডল বলেন , "গতরাতে স্থানীয় তৃণমূল কর্মীরা আমাকে তুলে নিয়ে গিয়ে হুঁমকি দেয় । বিষয়টি নিয়ে নোদাখালি থানার অভিযোগ দায়ের করি । এরপরও ওরা আমার বাড়িতে হামলা চালায় । ওরাই বোমাবাজি করেছে ।" অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজকুমার প্রামাণিক বলেন, "এলাকা দখল করতে চাইছে BJP । সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে । ওরা নিজেরা হামলা চালিয়ে তৃণমূলের উপর দোষারোপ করছে ।"

পুলিশের এক আধিকারিক বলেন, "দুই রাজনৈতিক দল থেকেই বোমাবাজি করা হয়েছে ।" পুলিশ অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

New Delhi, July 05 (ANI): Reacting on Union budget 2019, Bhatatiya Janata Party's (BJP) Member of Parliament from Uttar Pradesh's Mathura said, "It felt great that a woman presented the budget." Actor- turned- politician Hema Malini further quoted the phrase used by Finance Minister Nirmala Sitharaman in her maiden speech in Lok Sabha, and said, 'If the people of India will understand that "Naari is Narayani", then the violence which is happening against women will definitely stop.'
Last Updated : Jul 6, 2019, 9:41 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.