ভাঙড়, 13 জুন: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড় । মনোনয়ন পেশকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড় এলাকা। এরই মাঝে দুপুরের দিকে মাঠে রাখা আরাবুল ইসলামের ছেলের গাড়ি থেকে উদ্ধার হল বোমা। ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়।
প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে অশান্তি চলে । এদিন দুপুরের দিকে বিধায়ক আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি থেকে উদ্ধার হয় একটি বোমা। বিষয়টি সামনে আসতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ হাকিমুল। গোটা ঘটনার দায় আইএসএফের উপরই চাপিয়েছেন তিনি। হাকিমুল অভিযোগ করে বলেন, "দু ঘণ্টা ধরে এলাকায় তাণ্ডব চালিয়েছে নওশাদ সিদ্দিকির লোকেরা। কম করে 5 হাজার লোক এনে সন্ত্রাস চালানো হয়েছে। আমাদের কমপক্ষে 100 জন কর্মী আহত হয়েছেন। কারও কারও গুলি লেগেছে । ওরা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে সকাল থেকে।" যদিও প্রশাসনের তরফে দাবি, অশান্তির মাঝেও মনোনয়ন পেশ হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার নওশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ কর্মী-সমর্থকদের নিয়ে ভাঙড়ের 2 নম্বর ব্লকের বিডিও কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে 144 ধারা উপেক্ষা করে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে মেলার মাঠে সংঘর্ষ বেঁধে যায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। আইএসএফের অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। বিজয়গঞ্জ বাজার, কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে মুড়ি-মুড়কির মতো চলে বোমাবাজি। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। তৃণমূলের গুন্ডাবাহিনী এই কাজ করেছে বলেই দাবি আইএসএফ কর্মী-সমর্থকদের। ভাঙচুর করা হয় গাড়ি-মোটরবাইক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
আরও পড়ুন: নওশাদের নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী
পালটা একই দাবি করে তৃণমূল। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দু’পক্ষই অভিযোগ তুলেছে একে অপরের বিরুদ্ধে। উল্লেখ্য, মঙ্গলবার ভাঙড় 1 নম্বর ব্লক থেকে শুরু হতে চলেছে দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার যাত্রা’ কর্মসূচি। তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' সেখানে পৌঁছানোর আগেই উত্তপ্ত ভাঙড় ৷