মগরাহাট, 7 অক্টোবর : মগরাহাটের নিহত বিজেপি নেতার বাড়িতে পৌঁছালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh), বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal), দেবজিৎ সরকার, মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি উমেশ দাস, রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজ্য নেতা গৌতম চৌধুরী । বুধবার ভোট পরবর্তী হিংসার কারণে মৃত 3 জন বিজেপি কর্মী-সমর্থকদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হয় ।
প্রসঙ্গত 2 মে বিধানসভা নির্বাচনে ভোট গণনার সময় গণনাকেন্দ্রের সামনে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস সাহা । 22 সেপ্টেম্বর ঠাকুরপুকুরে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি । এরপর তাঁর মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকরা ৷ 24 সেপ্টেম্বর মৃত বিজেপি নেতা মানস সাহার বাড়িতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ।
বিজেপির অভিযোগ, ভোটগণনা কেন্দ্রের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী মানস সাহা । অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শাসকদল । গতকাল উস্থিতে মানস সাহার স্মৃতিতে আয়োজিত স্মরণসভায় তাঁর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা টিবরেওয়াল, অর্জুন সিং-সহ বাকিরা ৷
আরও পড়ুন : BJP Protest : মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে দলীয় নেতার মরদেহ রাস্তায় রেখে বিক্ষোভ বিজেপির
পরিবারের সঙ্গে দেখা করার পর বিজেপি যুবমোর্চার রাজ্য সহ-সভাপতি প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, "ভোট-পরবর্তী হিংসা নিয়ে আপনারা আমার লড়াই দেখেছেন ৷ সেই জন্যে আজ এখানে এসেছি ৷" তিনি আশ্বাস দেন প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবেন ৷ এই প্রসঙ্গে বিজেপি নেত্রী বলেন, "একদিকে একজন অন্যায় করে যাচ্ছেন, আরেকদিকে আমি ন্যায়ের জন্য লড়ছি ৷ যত খেলা করার ওরা করে নিয়েছে ৷ এবার বিচার হবে ৷" তিনি হুঁশিয়ারি দেন শুধু রাজনৈতিক লড়াই নয়, আইনি লড়াইও চলবে ৷ তাঁকে কোর্টেও দেখা যাবে বলে জানালেন প্রিয়াঙ্কা ৷
বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, "নিশ্চিত ভাবে সিবিআই তদন্ত হবে ৷ আইনের মাধ্যমে আসামীদের সঠিক জায়গায় পৌঁছাবার ব্যবস্থা করা হবে ৷" ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী ও সমর্থকদের পাশে সব সময় ভারতীয় জনতা পার্টি আছে বলে জানান তিনি । ভোট-পরবর্তী হিংসা যে সব বিজেপি কর্মী-সমর্থকেরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের একজন সদস্য যাতে চাকরি পায়, সে বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে বলে জানালেন বিজেপি সাংসদ ৷
মৃত মানস সাহার মেয়ে স্বাতী সাহা জানান, তাঁরা আর্থিক সহায়তা কতটা পাবেন জানেন না ৷ কিন্তু এদিন বিজেপি নেতারা তাঁদের মানস সাহার খুনে সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন ৷ তিনি বলেন, "রাজ্য সরকারের উপর আস্থা নেই ৷ আমার বাবাকে মারার ভিডিয়ো সব মিডিয়াতে দেখানো হয়েছে ৷ কিন্তু এখন সেই ভিডিয়ো ক্লিপগুলো হয়তো তুলে নিয়েছে শাসকদল ৷"