বারুইপুর, 23 নভেম্বর : বারুইপুর পুলিশ সুপারের দফতরের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ (BJP Demonstration in Baruipur SP Office) ৷ অভিযোগ গতকাল তৃণমূলের প্রতিবাদ মিছিল বেরিয়েছিল বারুইপুরে ৷ অভিযোগ সেই মিছিল থেকে বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার পার্টি অফিসে হামলা চালানো হয় ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বারুইপুরের পুলিশ সুপারের অফিসে সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি ৷ বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে তর্কাতর্কি হয় ৷ অভিযোগ পুলিশ সুপারের দফতরের বাইরে যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল ৷ সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের দিকে এগিয়ে যায় ৷ সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বিজেপিকর্মী সমর্থকদের আটক করে পুলিশ ৷
ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যায়, ত্রিপুরায় তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে বারুইপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় ৷ বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাসে অভিযোগ, সেই প্রতিবাদ মিছিল চলাকালীন বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা (Vandalism at Baruipur BJP Party Office) ৷ বিজেপির দলীয় কার্যালয় পুলিশের সামনে ভেঙে দেয়া হয় বলে অভিযোগ ৷
সুনীপ দাসের অভিযোগ, এ নিয়ে চারবারের বেশি বারুইপুরের বিজেপির পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূল ৷ প্রতিবারই পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও কোনরকম সুরাহা হয়নি ৷ তিনি আরও জানান, আজ যখন বিজেপির কর্মী-সমর্থকেরা শান্তিপূর্ণভাবে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করছিল ৷ সেই সময় পুলিশকর্মীরা এসে তাদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলতে থাকে ৷