ETV Bharat / state

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে কলঙ্কময় অধ্যায় : বিকাশ - bjp

"মোদি ও মমতা রাজনীতিটাকে খেলো করার চেষ্টা করছে। এরা দুজনে রাজনীতিটাকে পাড়ার খিস্তি খেউড়ে পরিণত করে দিয়েছে।" আজ একথা বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বিকাশরঞ্জন ভট্টাচার্য
author img

By

Published : Apr 21, 2019, 12:49 PM IST

Updated : Apr 21, 2019, 1:25 PM IST

ভাঙড়( দক্ষিণ 24 পরগনা), 21 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে একটা চূড়ান্ত কলঙ্কময় অধ্যায়। বাংলার সংস্কৃতি, সভ্যতা, রুচি এই সব তিনি বিসর্জন দিয়েছেন। কেন্দ্রেও মোদি একই ধরনের। এরা দু'জনেই RSS-এর স্কুলিং থেকে বড় হয়েছেন।" আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে একথা বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

ভিডিয়োয় শুনুন বিকাশরঞ্জনের বক্তব্য

আজ সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ভাঙড় থানা থেকে রোড শো শুরু করেন বিকাশবাবু। ভাঙড়ের প্রাণগঞ্জ এবং জগুলগাছি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রোড শো করেন । পাশাপাশি কাশীপুর থানা এলাকায় আজ একটি সভাও করবেন তিনি। আজ প্রচারে গিয়ে বিকাশবাবু বলেন, "মোদি ও মমতা রাজনীতিটাকে খেলো করার চেষ্টা করছেন। রাজনীতি একটা সম্মানজনক জায়গা। এখানে মানুষ আত্মত্যাগ করার জন্য আসেন। কিন্তু, এরা দু'জনে রাজনীতিটাকে পাড়ার খিস্তি খেউড়ে পরিণত করে দিয়েছে। এদের এই কালচারের বিরুদ্ধে আমাদের জেহাদ ঘোষণা করতে হবে।"

এই সংক্রান্ত আরও খবর : "কোনও বুথে যেন বিরোধী এজেন্ট বসতে না পারে"

বিকাশবাবু আরও বলেন, "যারা গুন্ডামি করছে তারা সাবধান হয়ে যাও, নাহলে বিপদ বাড়বে। কারণ তোমরাই গ্রেপ্তার হবে।" ভাঙড়ের তৃণমূল নেতা মোদ্দাসের হোসেনের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বিকাশবাবু বলেন, "এটা ওদের সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর কর্মীদের কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ মানতে নিষেধ করেছেন। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে বলছেন আপনাদের নিয়ম ভুলে গিয়ে আমার কথা শুনুন। একজন মুখ্যমন্ত্রী যখন এই রকম মন্তব্য করেন তাহলে বুঝতে হবে তিনি এবং তাঁর দলের ছেলেরা চূড়ান্ত আসামাজিক ও বেআইনি কাজ করছে। ওঁরা যত বেআইনি কাজ করবে তত আমরা ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। "

ভাঙড়( দক্ষিণ 24 পরগনা), 21 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে একটা চূড়ান্ত কলঙ্কময় অধ্যায়। বাংলার সংস্কৃতি, সভ্যতা, রুচি এই সব তিনি বিসর্জন দিয়েছেন। কেন্দ্রেও মোদি একই ধরনের। এরা দু'জনেই RSS-এর স্কুলিং থেকে বড় হয়েছেন।" আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে একথা বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

ভিডিয়োয় শুনুন বিকাশরঞ্জনের বক্তব্য

আজ সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ভাঙড় থানা থেকে রোড শো শুরু করেন বিকাশবাবু। ভাঙড়ের প্রাণগঞ্জ এবং জগুলগাছি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রোড শো করেন । পাশাপাশি কাশীপুর থানা এলাকায় আজ একটি সভাও করবেন তিনি। আজ প্রচারে গিয়ে বিকাশবাবু বলেন, "মোদি ও মমতা রাজনীতিটাকে খেলো করার চেষ্টা করছেন। রাজনীতি একটা সম্মানজনক জায়গা। এখানে মানুষ আত্মত্যাগ করার জন্য আসেন। কিন্তু, এরা দু'জনে রাজনীতিটাকে পাড়ার খিস্তি খেউড়ে পরিণত করে দিয়েছে। এদের এই কালচারের বিরুদ্ধে আমাদের জেহাদ ঘোষণা করতে হবে।"

এই সংক্রান্ত আরও খবর : "কোনও বুথে যেন বিরোধী এজেন্ট বসতে না পারে"

বিকাশবাবু আরও বলেন, "যারা গুন্ডামি করছে তারা সাবধান হয়ে যাও, নাহলে বিপদ বাড়বে। কারণ তোমরাই গ্রেপ্তার হবে।" ভাঙড়ের তৃণমূল নেতা মোদ্দাসের হোসেনের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বিকাশবাবু বলেন, "এটা ওদের সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর কর্মীদের কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ মানতে নিষেধ করেছেন। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে বলছেন আপনাদের নিয়ম ভুলে গিয়ে আমার কথা শুনুন। একজন মুখ্যমন্ত্রী যখন এই রকম মন্তব্য করেন তাহলে বুঝতে হবে তিনি এবং তাঁর দলের ছেলেরা চূড়ান্ত আসামাজিক ও বেআইনি কাজ করছে। ওঁরা যত বেআইনি কাজ করবে তত আমরা ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। "

Intro:মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে একটা কলঙ্কময় অধ্যায়। এমনই ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দাগলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরই পাশাপাশি তিনি বলেন যারা গুন্ডামি করছেন তারা সাবধান হয়ে যান না হলে আপনাদের এই বিপদ।Body:মোদি এবং মমতা আরএসএস এর স্কুল থেকে বড় হয়েছে বলে দাবি করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ভাঙ্গড় থানা থেকে রোড শো শুরু করেন বিকাশবাবু। ভাঙড়ের প্রানগঞ্জ এবং জগুলগাছি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রোড শো করবে তারা। ভাঙড়ের সিপিআইএম নেতৃত্ব কে পাশে নিয়ে বিকাশ বাবু মমতা এবং মোদির বিরুদ্ধে তোপ দাগেন। ইতিমধ্যেই ভাঙ্গর বিধানসভা বিভিন্ন এলাকায় রোড শো এর পাশাপাশি পায়ে হেঁটেও ভোট প্রচার করেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় বিধানসভাকে পাখির চোখ করেছেন তিনি। এ দিন সকাল সকাল ভাঙ্গরের দুই পঞ্চায়েত এলাকায় রোড শো এর পাশাপাশি কাশিপুর থানা এলাকায় একটি সভা ও করবেন তিনি। এদিনের ভোট প্রচারে এসে তিনি বলেন 2011 সাল থেকে আমরা বলছি ভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলঙ্কময় অধ্যায়। বাঙালি সংস্কৃতি ও সভ্যতার রুচি সমস্ত তিনি বিসর্জন দিয়েছেন। কেন্দ্রে ও দেখতে পাচ্ছি মোদি একই ধরনের। এই দুজনেই আরএসএস এর যে স্কুলিং সেই স্কুলিং থেকেই বড় হয়েছে। এরই পাশাপাশি তিনি বলেন এরা দুজন রাজনীতিটাকে খেলো করার চেষ্টা করছে। রাজনীতি যে একটা সম্মানজনক জায়গা এখানে মানুষ আত্মত্যাগ করার জন্য আসেন কিন্তু এরা দুজনে রাজনীতিটাকে পাড়ার খিস্তি খেউড়ে পরিণত করে দিয়েছে। এদের এই কালচার এর বিরুদ্ধে আমাদের জেহাদ ঘোষণা করতে হবে।Conclusion:বিকাশ বাবুর এই মন্তব্য কে পাত্তা দিতে নারাজ ভাঙ্গড় তৃণমূল নেতৃত্ব। ভাঙ্গরে তৃণমূলেরই জয় হবে বলে দাবি তাদের।
Last Updated : Apr 21, 2019, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.