ETV Bharat / state

কোরোনা আতঙ্কে ফুল-আয়ুর্বেদিক আবির দিয়ে ভাঙড়ে বসন্ত উৎসব - bhangore celebrating basanta utsav with flower and ayurvedic colour

কোরোনার সংক্রমণ আটকাতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য হাত পরিষ্কার করতে বলা হয়েছে ঘন ঘন ৷

bhangore celebrating basanta utsav with flower and ayurvedic colour
বসন্ত উৎসব
author img

By

Published : Mar 8, 2020, 6:06 PM IST

Updated : Mar 8, 2020, 11:10 PM IST

ভাঙড়, 8 মার্চ : COVID-19 বা কোরোনা ভাইরাস আতঙ্কে এবার ভাঙড়ে বসন্ত উৎসব পালিত হল ফুল ও আয়ুর্বেদিক আবির দিয়ে ৷ প্রথমে প্রভাতফেরি এবং পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব পালিত হয় ৷

বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকা ভাঙড়কে ধীরে ধীরে ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে ৷ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার চিত্র পালটানোর চেষ্টা হচ্ছে ৷ আগামীকাল দোল ৷ আজ এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভাঙড়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয় ৷ তবে COVID-19 বা কোরোনা ভাইরাসের আতঙ্কে ফুল ও আয়ুর্বেদিক রঙ দিয়ে বসন্ত উৎসব পালন করা হয় ৷ COVID-19-এর ছড়িয়ে পড়া আটকাতে এবছর হোলি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু রঙের উৎসবকে বাদ দিচ্ছেন না ভাঙড়বাসী ৷ তাই সাবধানতা বজায় রেখেই বসন্ত উৎসবে মাতলেন তাঁরা ৷

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এক সদস্য বলেন, ‘‘গত তিন বছর ধরে ভাঙড়ে বসন্ত উৎসব পালন করছি আমরা ৷ এবার চতুর্থবারে পড়ল ৷ ভাঙড় সম্পর্কে মানুষের চিরাচরিত ধারণা আমরা পাল্টে দিতে চাই ৷ এখানে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই বসন্ত উৎসবে মেতে ওঠেন ৷ কোরোনার ভয় একটু রয়েছে ৷ তাই ফুল, আয়ুর্বেদিক আবির ও মেকআপের ফেব্রিক ব্যবহার করা হয়েছে উৎসবে ৷’’ কলকাতা থেকে অনেক পড়ুয়া আজ বসন্ত উৎসবে যোগ দেন ৷ তাঁরা জানান, ভাঙড়বাসী বসন্ত উৎসব পালন করছেন দেখে ভালো লাগছে ৷ প্রতি বছর যোগ দিতে পেরে তাঁরা প্রত্যেকে খুশি বলে জানান ৷ সবসময় দূরে কোথাও গিয়ে বসন্ত উৎসবে যোগ দেওয়া সম্ভব হয় না স্থানীয় মানুষজনের ৷ তাই এলাকায় এই উৎসব পালন হওয়ায় তাঁরা অত্য়ন্ত খুশি ৷ শান্তিনিকেতনের মতো ভাঙড়েও বসন্ত উৎসব পালন হলে ভালো লাগবে বলে জানান তাঁরা ৷

কোরোনা আতঙ্কে ভাঙড়ে ফুল ও আয়ুর্বেদিক রঙ দিয়ে পালন বসন্ত উৎসব

ভাঙড়, 8 মার্চ : COVID-19 বা কোরোনা ভাইরাস আতঙ্কে এবার ভাঙড়ে বসন্ত উৎসব পালিত হল ফুল ও আয়ুর্বেদিক আবির দিয়ে ৷ প্রথমে প্রভাতফেরি এবং পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব পালিত হয় ৷

বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকা ভাঙড়কে ধীরে ধীরে ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে ৷ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার চিত্র পালটানোর চেষ্টা হচ্ছে ৷ আগামীকাল দোল ৷ আজ এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভাঙড়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয় ৷ তবে COVID-19 বা কোরোনা ভাইরাসের আতঙ্কে ফুল ও আয়ুর্বেদিক রঙ দিয়ে বসন্ত উৎসব পালন করা হয় ৷ COVID-19-এর ছড়িয়ে পড়া আটকাতে এবছর হোলি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু রঙের উৎসবকে বাদ দিচ্ছেন না ভাঙড়বাসী ৷ তাই সাবধানতা বজায় রেখেই বসন্ত উৎসবে মাতলেন তাঁরা ৷

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এক সদস্য বলেন, ‘‘গত তিন বছর ধরে ভাঙড়ে বসন্ত উৎসব পালন করছি আমরা ৷ এবার চতুর্থবারে পড়ল ৷ ভাঙড় সম্পর্কে মানুষের চিরাচরিত ধারণা আমরা পাল্টে দিতে চাই ৷ এখানে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই বসন্ত উৎসবে মেতে ওঠেন ৷ কোরোনার ভয় একটু রয়েছে ৷ তাই ফুল, আয়ুর্বেদিক আবির ও মেকআপের ফেব্রিক ব্যবহার করা হয়েছে উৎসবে ৷’’ কলকাতা থেকে অনেক পড়ুয়া আজ বসন্ত উৎসবে যোগ দেন ৷ তাঁরা জানান, ভাঙড়বাসী বসন্ত উৎসব পালন করছেন দেখে ভালো লাগছে ৷ প্রতি বছর যোগ দিতে পেরে তাঁরা প্রত্যেকে খুশি বলে জানান ৷ সবসময় দূরে কোথাও গিয়ে বসন্ত উৎসবে যোগ দেওয়া সম্ভব হয় না স্থানীয় মানুষজনের ৷ তাই এলাকায় এই উৎসব পালন হওয়ায় তাঁরা অত্য়ন্ত খুশি ৷ শান্তিনিকেতনের মতো ভাঙড়েও বসন্ত উৎসব পালন হলে ভালো লাগবে বলে জানান তাঁরা ৷

কোরোনা আতঙ্কে ভাঙড়ে ফুল ও আয়ুর্বেদিক রঙ দিয়ে পালন বসন্ত উৎসব
Last Updated : Mar 8, 2020, 11:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.