ETV Bharat / state

তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে গুলি চলল মগরাহাট পশ্চিম বিধানসভায় - বোমাবাজি

তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলি চলল মগরাহাট পশ্চিম বিধানসভার দেউলায় ৷ অভিযোগ, তৃণমূলের কয়েকজন কর্মী আইএসএফ কর্মীদের কটুক্তি করে ৷ তা নিয়েই প্রথমে বচসা থেকে পরে হাতাহাতি শুরু হয়ে যায় । অভিযোগ, সাময়িকভাবে ব্যাপারটি মিটে গেলেও কিছুক্ষণ পরই তৃণমূল কর্মীরা এসে আইএসএফ সমর্থকদের উপর চড়াও হয় ।

bengal election 2021 Trinamool and ISF clashes erupted in the Mograhat pashchim Assembly
তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে গুলি চলল মগরাহাট পশ্চিম বিধানসভায়
author img

By

Published : Apr 25, 2021, 8:07 PM IST

ডায়মন্ড হারবার, 25 এপ্রিল : ভোট মিটলেও অব্যাহত রাজনৈতিক সংঘর্ষ । তৃণমূল এবং আইএসএফ-এর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায় । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের দেউলায় । সংঘর্ষ চলাকালীন বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় গুরুতর জখম হয়েছে উভয় পক্ষের 5 জন । এই ঘটনায় দু'পক্ষই উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার সকালে । কয়েকজন আইএসএফ সমর্থক স্থানীয় গাজীর মোড় এলাকায় গেলে, তৃণমূলের কয়েকজন কর্মী তাঁদের কটুক্তি করে বলে অভিযোগ । তা নিয়েই প্রথমে বচসা থেকে পরে হাতাহাতি শুরু হয়ে যায় । অভিযোগ, সাময়িকভাবে ব্যাপারটি মিটে গেলেও কিছুক্ষণ পরই তৃণমূল কর্মীরা এসে আইএসএফ সমর্থকদের উপর চড়াও হয় । এমনকি ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আক্রমণ করা হয় বলেও অভিযোগ । এরপর হঠাৎই বোমাবাজি শুরু হয় এলাকায় । শূন্যে কয়েক রাউন্ড গুলিও চলে । আইএসএফ সমর্থকদের অভিযোগ, তাঁদের লক্ষ্য করেই বোমা ছোড়ে তৃণমূল কর্মীরা । যদিও অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এই ঘটনায় উভয় পক্ষের 5 জন গুরুতর জখম হয়েছে । তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন : কাঁচরাপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি

ঘটনার পর উভয় পক্ষই উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এ বিষয়ে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম বলেন, ‘‘ভোটের সময় থেকেই এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল । আমাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা । আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে চড়াও হয় তারা । থানায় বিষয়টি জানানো হয়েছে । আমি চাই অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হোক ।’’ তবে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব । পাল্টা আইএসএফ-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে মগরাহাট 1নং ব্লকের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান বলেন, ‘‘তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে সংযুক্ত মোর্চার সমর্থকরা । উল্টে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করছে । এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে ওরাই ৷’’

ডায়মন্ড হারবার, 25 এপ্রিল : ভোট মিটলেও অব্যাহত রাজনৈতিক সংঘর্ষ । তৃণমূল এবং আইএসএফ-এর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায় । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের দেউলায় । সংঘর্ষ চলাকালীন বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় গুরুতর জখম হয়েছে উভয় পক্ষের 5 জন । এই ঘটনায় দু'পক্ষই উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার সকালে । কয়েকজন আইএসএফ সমর্থক স্থানীয় গাজীর মোড় এলাকায় গেলে, তৃণমূলের কয়েকজন কর্মী তাঁদের কটুক্তি করে বলে অভিযোগ । তা নিয়েই প্রথমে বচসা থেকে পরে হাতাহাতি শুরু হয়ে যায় । অভিযোগ, সাময়িকভাবে ব্যাপারটি মিটে গেলেও কিছুক্ষণ পরই তৃণমূল কর্মীরা এসে আইএসএফ সমর্থকদের উপর চড়াও হয় । এমনকি ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আক্রমণ করা হয় বলেও অভিযোগ । এরপর হঠাৎই বোমাবাজি শুরু হয় এলাকায় । শূন্যে কয়েক রাউন্ড গুলিও চলে । আইএসএফ সমর্থকদের অভিযোগ, তাঁদের লক্ষ্য করেই বোমা ছোড়ে তৃণমূল কর্মীরা । যদিও অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এই ঘটনায় উভয় পক্ষের 5 জন গুরুতর জখম হয়েছে । তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন : কাঁচরাপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি

ঘটনার পর উভয় পক্ষই উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এ বিষয়ে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম বলেন, ‘‘ভোটের সময় থেকেই এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল । আমাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা । আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে চড়াও হয় তারা । থানায় বিষয়টি জানানো হয়েছে । আমি চাই অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হোক ।’’ তবে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব । পাল্টা আইএসএফ-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে মগরাহাট 1নং ব্লকের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান বলেন, ‘‘তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে সংযুক্ত মোর্চার সমর্থকরা । উল্টে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করছে । এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে ওরাই ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.