ETV Bharat / state

দিদি-ভাইয়ের সম্পর্ক থেকে ভোট ময়দানে প্রতিপক্ষ ফিরদৌসী এবং রঞ্জন

সোনারপুর উত্তর বিধানসভায় যুযুধান এক সময়ে রাজনৈতিক ময়দানে একসঙ্গে লড়াই করা ফিরদৌসী বেগম এবং রঞ্জন বৈদ্য ৷ ফিরদৌসী বেগম এবারেও তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যাওয়ার পর গেরুয়া শিবিরে ওই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন রঞ্জন বৈদ্য ৷ রবিবার প্রচারের ময়দানে ঝড় তুললেন দুই প্রার্থী ৷

bengal-election-2021-tmcs-firdousi-begam-and-bjps-ranjan-baidya-at-election-campaign-in-sonarpur-north
দিদি-ভাইয়ের সম্পর্ক থেকে ভোট ময়দানে প্রতিপক্ষ ফিরদৌসী এবং রঞ্জন
author img

By

Published : Mar 21, 2021, 6:08 PM IST

দক্ষিণ 24 পরগনা, 21 মার্চ : একসময়ের দিদি ভাইয়ের সম্পর্ক এখন অতীত। বর্তমানে একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। সোনারপুর উত্তর বিধানসভায় এবার দিদি বনাম ভাইয়ের লড়াই জমজমাট । একদিকে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তথা গত দু’বারের বিধায়ক ফিরদৌসী বেগম ৷ অন্যদিকে, বিজেপির প্রার্থী তথা এক সময় ফিরদৌসী বেগমের ছায়াসঙ্গী রঞ্জন বৈদ্য।

দিদি-ভাইয়ের সম্পর্ক থেকে ভোট ময়দানে প্রতিপক্ষ ফিরদৌসী এবং রঞ্জন

কখনও সিপিআইএম আবার কখনও বিজেপিকে আটকাতে একসাথে লড়াই করেছেন ফিরদৌসী বেগম এবং রঞ্জন বৈদ্য। একসাথে এই লড়াইয়ে করাকে হাতিয়ার করেই সুবক্তা রঞ্জন বৈদ্য দিদির বিশেষ আস্থাভাজন হয়ে ওঠেন। একসময় দলের জেলা সভাপতির অনিচ্ছা সত্ত্বেও তাঁকে জেলা পরিষদ আসনের দাঁড় করান ফিরদৌসী এবং জয়ী করেন। তবে, 2020 সালের শুরুর দিক থেকে দু’জনের সম্পর্কের অবনতি হতে শুরু করে। বারবার চেষ্টা করেও সম্পর্কের বরফ আর গলানো যায়নি। শুভেন্দু অধিকারীর হাত ধরে একই দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন রঞ্জন বৈদ্য। বিজেপিতে যোগদানের আগে অবশ্য দল ছাড়ার বিষয়টি মেসেজ করে জানিয়ে ছিলেন ফিরদৌসী বেগমকে ।

পেশায় শিক্ষক রঞ্জন বৈদ্য। অন্যদিকে একজন গৃহবধূ ফেরদৌসী বেগম। একে অপরের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নামলেও কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে রাজি নন। দুজনেই ভোট ময়দান উতরাতে চাইছেন উন্নয়নকে হাতিয়ার করে। রবিবার সকাল থেকে খেয়াদহ এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য। বিগত নির্বাচনগুলোতে এই অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস করার অভিযোগ আনলেন তিনি। এলাকায় সন্ত্রাস রুখতে এবং উন্নয়নের স্বার্থে তাঁকে জয়ী করার আবেদন জানাচ্ছেন এলাকাবাসীর কাছে।

আরও পড়ুন : ব্যাট হাতেই প্রচারে ফিরদৌসী বেগম

অন্যদিকে, গড়িয়া বোড়াল এলাকায় নির্বাচনী প্রচারের নামলেন ফিরদৌসী বেগম । তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বাড়িতে বাড়িতে প্রচার চালাচ্ছেন তিনি। তুলে ধরছেন বিগত 10 বছরের উন্নয়নের খতিয়ান। যে কাজ বাকি আছে তা ফের ক্ষমতায় এলে দ্রুত শেষ করার আশ্বাসও দিচ্ছেন। বিরোধী প্রার্থী রঞ্জন বৈদ্য সম্পর্কে ফিরদৌসীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই লড়াই তৃণমূলের সাথে বিজেপির। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তাঁর বক্তব্য ফের তৃণমূল জিতবে।

দক্ষিণ 24 পরগনা, 21 মার্চ : একসময়ের দিদি ভাইয়ের সম্পর্ক এখন অতীত। বর্তমানে একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। সোনারপুর উত্তর বিধানসভায় এবার দিদি বনাম ভাইয়ের লড়াই জমজমাট । একদিকে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তথা গত দু’বারের বিধায়ক ফিরদৌসী বেগম ৷ অন্যদিকে, বিজেপির প্রার্থী তথা এক সময় ফিরদৌসী বেগমের ছায়াসঙ্গী রঞ্জন বৈদ্য।

দিদি-ভাইয়ের সম্পর্ক থেকে ভোট ময়দানে প্রতিপক্ষ ফিরদৌসী এবং রঞ্জন

কখনও সিপিআইএম আবার কখনও বিজেপিকে আটকাতে একসাথে লড়াই করেছেন ফিরদৌসী বেগম এবং রঞ্জন বৈদ্য। একসাথে এই লড়াইয়ে করাকে হাতিয়ার করেই সুবক্তা রঞ্জন বৈদ্য দিদির বিশেষ আস্থাভাজন হয়ে ওঠেন। একসময় দলের জেলা সভাপতির অনিচ্ছা সত্ত্বেও তাঁকে জেলা পরিষদ আসনের দাঁড় করান ফিরদৌসী এবং জয়ী করেন। তবে, 2020 সালের শুরুর দিক থেকে দু’জনের সম্পর্কের অবনতি হতে শুরু করে। বারবার চেষ্টা করেও সম্পর্কের বরফ আর গলানো যায়নি। শুভেন্দু অধিকারীর হাত ধরে একই দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন রঞ্জন বৈদ্য। বিজেপিতে যোগদানের আগে অবশ্য দল ছাড়ার বিষয়টি মেসেজ করে জানিয়ে ছিলেন ফিরদৌসী বেগমকে ।

পেশায় শিক্ষক রঞ্জন বৈদ্য। অন্যদিকে একজন গৃহবধূ ফেরদৌসী বেগম। একে অপরের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নামলেও কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে রাজি নন। দুজনেই ভোট ময়দান উতরাতে চাইছেন উন্নয়নকে হাতিয়ার করে। রবিবার সকাল থেকে খেয়াদহ এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য। বিগত নির্বাচনগুলোতে এই অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস করার অভিযোগ আনলেন তিনি। এলাকায় সন্ত্রাস রুখতে এবং উন্নয়নের স্বার্থে তাঁকে জয়ী করার আবেদন জানাচ্ছেন এলাকাবাসীর কাছে।

আরও পড়ুন : ব্যাট হাতেই প্রচারে ফিরদৌসী বেগম

অন্যদিকে, গড়িয়া বোড়াল এলাকায় নির্বাচনী প্রচারের নামলেন ফিরদৌসী বেগম । তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বাড়িতে বাড়িতে প্রচার চালাচ্ছেন তিনি। তুলে ধরছেন বিগত 10 বছরের উন্নয়নের খতিয়ান। যে কাজ বাকি আছে তা ফের ক্ষমতায় এলে দ্রুত শেষ করার আশ্বাসও দিচ্ছেন। বিরোধী প্রার্থী রঞ্জন বৈদ্য সম্পর্কে ফিরদৌসীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই লড়াই তৃণমূলের সাথে বিজেপির। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তাঁর বক্তব্য ফের তৃণমূল জিতবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.