গোসাবা, 23 মার্চ : শাহি সভার আগেই ছন্দপতন । সভার মাঠে বাজল তৃণমূল কংগ্রেসের খেলা হবে গান । দক্ষিণ 24 পরগনার গোসাবায় আজ অমিত শাহর সভা ছিল ৷ জনসভাতে আচমকাই তারস্বরে বেজে উঠল খেলা হবে স্লোগান-গান । ভুল বুঝতে পেরে তড়িঘড়ি সেই গান বন্ধ করেন বিজেপি নেতারা । ঘটনায় প্রবল বিড়ম্বনায় গেরুয়া শিবির ।
মঙ্গলবার সকাল থেকেই গোসাবার কিষাণ মান্ডির মাঠে অমিত শাহের সভার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল । মাইক টেস্টিং থেকে শুরু করে সাউন্ড চেক, চেয়ার পাতা থেকে এলাকা স্যানিটাইজ় করার কাজ তখন জোরকদমে চলছে । শাহ প্রায় পৌঁছে গিয়েছেন সভা মঞ্চে । কিন্তু তখনই বিপত্তি । আচমকাই খেলা হবে স্লোগান বাজতে থাকে গেরুয়া মোড়া সভা মঞ্চে । সকলেই হতবাক ! মাইকে তখন তারস্বরে বাজছে, কন্যাশ্রীর বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার…
প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে বিজেপি নেতা কর্মীরা ছোটেন তৃণমূলের স্লোগান বন্ধ করতে । দ্রুত মাইকের কানেকশন বন্ধ করে স্লোগান থামানো হয় । ঘাম দিয়ে জ্বর ছাড়ে গেরুয়া শিবিরের । মাইক ঠিকঠাক কাজ করছে কিনা তা চেক করতে গান বাজানো দস্তুর । কোন গান বাজানো হবে তা ঠিক করেন সেখানে মাইকের দায়িত্বে থাকা কর্মীরা । তাঁদের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই, দাবি স্থানীয় নেতাদের । কিন্তু শাহের সভায় কীভাবে খেলা হবে গান বেজে উঠল, এই প্রশ্ন তুলছেন সাধারণ বিজেপি কর্মীরাই ।
আরও পড়ুন : বিজেপির ইস্তাহারে বাজি নারীকল্যাণ ?
বিজেপি সূত্রের খবর, মাইক সরবরাহকারী সংস্থার কর্মীরা মাইক ঠিক কাজ করছে কিনা জানতে একটি গান চালান । তাঁরা বোঝেননি সেই গানে এমন বিপত্তি হবে ।
এদিকে আজ গোসাবার মঞ্চ থেকেই সুন্দরবনকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান অমিত শাহ । মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "দিদি বলেছিলেন, সুন্দরবনকে জেলা ঘোষণা করবেন । আপনারাই বলুন, আজ পর্যন্ত সুন্দরবন জেলার মর্যাদা পেয়েছে কি ? আমি কথা দিচ্ছি, আপনারা শুধু বিজেপির মুখ্যমন্ত্রী নিয়ে আসুন । এক বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করার কাজ সম্পূর্ণ করব আমরা ।"