ETV Bharat / state

দীপক হালদারের উপর হামলার ঘটনায় অবরোধ-বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

author img

By

Published : Apr 2, 2021, 1:34 PM IST

Updated : Apr 2, 2021, 2:20 PM IST

আজ প্রচারে বেরিয়ে আক্রান্ত হন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার ৷ পাশাপাশি আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন । এরপরেই ওই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা ৷ পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার জন্য বলে । অবরোধ তুলে না নেওয়ায় বিজেপি কর্মীদের উপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ ৷

দীপক হালদারের উপর হামলার ঘটনায় অবরোধ-বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের
দীপক হালদারের উপর হামলার ঘটনায় অবরোধ-বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

ডায়মন্ডহারবার, 2 এপ্রিল : রাস্তা অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডায়মন্ডহারবারে । অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের উপর হামলার ঘটনায় আগে থেকেই উত্তপ্ত ছিল এলাকা । হামলার পর বিজেপি কর্মীরা দোষীদের শাস্তির দাবিতে ডায়মন্ডহারবার হাসপাতাল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান । 117 নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় ডায়মন্ডহারবার থানার পুলিশ ৷ অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করে পুলিশ । কিন্তু, অবরোধকারীরা তা মানতে না চাইলে তাঁদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

আজ প্রচারে বেরিয়ে আক্রান্ত হন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার ৷ পারুলিয়া কোষ্টাল থানার হরিদেবপুরে প্রচারে গেলে তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মহিলাদের সামনে রেখে হামলা চালায় বলে অভিযোগ ৷ বিজেপি সূত্রে দাবি, তৃণমূলের বাইক বাহিনী এসে হামলা চালায়। দীপক হালদারের পাশাপাশি আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন । এরপরেই ওই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা ৷ প্রাথমিকভাবে, পুলিশকে সেখান গেলে তাদের বিজেপি কর্মীরা কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বলে অভিযোগ । পরে আরও পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার জন্য বলে । অবরোধ তুলে না নেওয়ায় বিজেপি কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে অবরোধ তুলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় 10 জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে ।

দীপক হালদারের উপর হামলার ঘটনায় অবরোধ-বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

আরও পড়ুন, প্রচারে বেরিয়ে আক্রান্ত ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার

এদিকে, ডায়মন্ডহারবার হাসপাতাল মোড় অবরুদ্ধ হয়ে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । পরে অবশ্য অবরোধ তুলে দিয়ে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ । অন্যদিকে, হাসপাতালে দীপকবাবুর চিকিৎসা চলছে ।

ডায়মন্ডহারবার, 2 এপ্রিল : রাস্তা অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডায়মন্ডহারবারে । অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের উপর হামলার ঘটনায় আগে থেকেই উত্তপ্ত ছিল এলাকা । হামলার পর বিজেপি কর্মীরা দোষীদের শাস্তির দাবিতে ডায়মন্ডহারবার হাসপাতাল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান । 117 নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় ডায়মন্ডহারবার থানার পুলিশ ৷ অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করে পুলিশ । কিন্তু, অবরোধকারীরা তা মানতে না চাইলে তাঁদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

আজ প্রচারে বেরিয়ে আক্রান্ত হন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার ৷ পারুলিয়া কোষ্টাল থানার হরিদেবপুরে প্রচারে গেলে তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মহিলাদের সামনে রেখে হামলা চালায় বলে অভিযোগ ৷ বিজেপি সূত্রে দাবি, তৃণমূলের বাইক বাহিনী এসে হামলা চালায়। দীপক হালদারের পাশাপাশি আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন । এরপরেই ওই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা ৷ প্রাথমিকভাবে, পুলিশকে সেখান গেলে তাদের বিজেপি কর্মীরা কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বলে অভিযোগ । পরে আরও পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার জন্য বলে । অবরোধ তুলে না নেওয়ায় বিজেপি কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে অবরোধ তুলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় 10 জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে ।

দীপক হালদারের উপর হামলার ঘটনায় অবরোধ-বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

আরও পড়ুন, প্রচারে বেরিয়ে আক্রান্ত ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার

এদিকে, ডায়মন্ডহারবার হাসপাতাল মোড় অবরুদ্ধ হয়ে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । পরে অবশ্য অবরোধ তুলে দিয়ে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ । অন্যদিকে, হাসপাতালে দীপকবাবুর চিকিৎসা চলছে ।

Last Updated : Apr 2, 2021, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.