ETV Bharat / state

"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না" - কান্তি গঙ্গোপাধ্যায়

"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না" গানে শাসক দল তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে ৷

parody-song-in-support-of-cpim-leader-kanti-ganguly-viral-in-social-media
parody-song-in-support-of-cpim-leader-kanti-ganguly-viral-in-social-media
author img

By

Published : Mar 19, 2021, 7:40 PM IST

Updated : Mar 19, 2021, 8:02 PM IST

রায়দিঘি, 19 মার্চ : এমন সুরেলা ভোট শেষ কবে দেখা গেছে ! প্যারোডির প্রতিযোগিতা লেগে গেছে । তাতে এখন এগিয়ে বামেরা ৷ ইতিমধ্যে হিট তাদের দু-দুটি 'টুম্পা গান' ৷ লুঙ্গি ডান্সের আদলে লাল ফেরাও, হাল ফেরাও-ও সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ এবার রায়দিঘির বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্যারোডি বাঁধল তরুণ বাম ব্রিগেড ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সে গানও---"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না" ৷

"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না"-তে শাসক দল তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে ৷ মমতা-দেবশ্রীর ভিজ়ুয়াল দেখিয়ে গানে বলা হয়েছে, "এমনি এমএলএ ছিল/ লুটে টাকার বখরা নিল" ৷ তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করেই প্যারোডিটি আবর্তিত ৷ সুবিধা-অসুবিধায় সুন্দরবনের সাধারণ মানুষের পাশে প্রবীণ বাম নেতাই যে দাঁড়ান, সেই কথা মনে করিয়ে দেওয়া হয়েছে গানের ছত্রে ছত্রে ৷ আমফানের সময় কীভাবে অসহায় মানুষের সুখ-দুঃখের সাথী হয়েছিলেন বর্ষীয়ান নেতা, সেই কথা বলা হয়েছে গানে । তুলে ধরা হয়েছে প্রাক্তন মন্ত্রীর সেই সময়ের ময়দানে নেমে কাজ করার ভিজ়ুয়াল, ত্রাণ সামগ্রী দানের ফুটেজ ৷ অতএব, "এবার কান্তি দা-ই, কান্তি দা-ই/ সব দরকারে কান্তি দা-ই, কান্তি দা-ই", বলছে গান ৷

ভাইরাল কান্তি গঙ্গোপাধ্যায়কে নিয়ে বামেদের প্যারোডি

আরও পড়ুন: ভোট দিতে পথে টুম্পা, বামেদের নতুন প্যারোডি

যাকে নিয়ে গান, সেই কান্তি গঙ্গোপাধ্যায় অবশ্য মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভোটের হারা-জিত নিয়ে ভাবিত নই ৷ আমি সুন্দরবনের মানুষের সুখ-দুঃখের সাথী ৷

সে কান্তি যাই বলুন, "ঝড়ের আগে কান্তি এল কেউ তো এল না" ইতিমধ্যে সাড়া ফেলেছে রায়দিঘিতে । সোশাল মিডিয়া মারফত গোটা রাজ্যের বাম সমর্থকদের মনও জিতে নিয়েছে নয়া প্যারোডি ৷

রায়দিঘি, 19 মার্চ : এমন সুরেলা ভোট শেষ কবে দেখা গেছে ! প্যারোডির প্রতিযোগিতা লেগে গেছে । তাতে এখন এগিয়ে বামেরা ৷ ইতিমধ্যে হিট তাদের দু-দুটি 'টুম্পা গান' ৷ লুঙ্গি ডান্সের আদলে লাল ফেরাও, হাল ফেরাও-ও সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ এবার রায়দিঘির বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্যারোডি বাঁধল তরুণ বাম ব্রিগেড ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সে গানও---"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না" ৷

"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না"-তে শাসক দল তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে ৷ মমতা-দেবশ্রীর ভিজ়ুয়াল দেখিয়ে গানে বলা হয়েছে, "এমনি এমএলএ ছিল/ লুটে টাকার বখরা নিল" ৷ তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করেই প্যারোডিটি আবর্তিত ৷ সুবিধা-অসুবিধায় সুন্দরবনের সাধারণ মানুষের পাশে প্রবীণ বাম নেতাই যে দাঁড়ান, সেই কথা মনে করিয়ে দেওয়া হয়েছে গানের ছত্রে ছত্রে ৷ আমফানের সময় কীভাবে অসহায় মানুষের সুখ-দুঃখের সাথী হয়েছিলেন বর্ষীয়ান নেতা, সেই কথা বলা হয়েছে গানে । তুলে ধরা হয়েছে প্রাক্তন মন্ত্রীর সেই সময়ের ময়দানে নেমে কাজ করার ভিজ়ুয়াল, ত্রাণ সামগ্রী দানের ফুটেজ ৷ অতএব, "এবার কান্তি দা-ই, কান্তি দা-ই/ সব দরকারে কান্তি দা-ই, কান্তি দা-ই", বলছে গান ৷

ভাইরাল কান্তি গঙ্গোপাধ্যায়কে নিয়ে বামেদের প্যারোডি

আরও পড়ুন: ভোট দিতে পথে টুম্পা, বামেদের নতুন প্যারোডি

যাকে নিয়ে গান, সেই কান্তি গঙ্গোপাধ্যায় অবশ্য মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভোটের হারা-জিত নিয়ে ভাবিত নই ৷ আমি সুন্দরবনের মানুষের সুখ-দুঃখের সাথী ৷

সে কান্তি যাই বলুন, "ঝড়ের আগে কান্তি এল কেউ তো এল না" ইতিমধ্যে সাড়া ফেলেছে রায়দিঘিতে । সোশাল মিডিয়া মারফত গোটা রাজ্যের বাম সমর্থকদের মনও জিতে নিয়েছে নয়া প্যারোডি ৷

Last Updated : Mar 19, 2021, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.