মগরাহাট, 7 এপ্রিল : তৃতীয় দফার ভোটে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে হিংসার ছবি সামনে এসেছে ৷ এমন কি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বচসা, হাতাহাতি, রক্ত ঝরা, মাথা ফাটা কিছুই বাদ যায়নি ৷ এরই মধ্যে অভিযোগ উঠল, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী মইদুল ইসলামকে বুথে প্রবেশে বাধা দেয় তৃণমূল ৷ তারই প্রতিবাদে ধরনায় বসতে দেখা গেল তাঁকে ৷
গতকাল তৃতীয় দফা নির্বাচনে মগরাহাট পশ্চিমে 190 ও 192 নম্বর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলতে থাকে ৷ অভিযোগ, প্রার্থী মইদুল ইসলাম সরেজমিনে তদারকি করতে বুথে প্রবেশ করতে যায় ৷ সেই সময় বুথের ভিতরে থাকা কিছু তৃণমূল কর্মীরা তাঁকে ঢুকতে বাধা দেয়, হুমকি দেয় ৷ তার পরিবর্তে নিরাপত্তারক্ষী কোনওরকম সাহায্য করেনি ৷ বরং সেই সময় নিরাপত্তারক্ষী এসেও তাঁকে বুথে প্রবেশে বাধা দেয় ৷
আরও পড়ুন : তৃতীয় দফাতেই জমে গেল খেলা
এদিকে প্রবেশে বাধা দিলে প্রতিবাদে বেশ কিছুক্ষণ বুথের মাঠে বসে ধরনা দেন মইদুল ৷ তাঁর বক্তব্য, "বুথ পরিদর্শন করতে আসায় আমাকে বাধা দেওয়া হয় ৷ তৃণমূলের কর্মীরা আমাকে হুমকি দেয় ৷ সোমবার থেকে তৃণমূলকর্মীরা আমাদের এজেন্টদের হুমকি দিচ্ছে ৷ এলাকায় বোমাবাজি করে সন্ত্রাস ছড়াচ্ছে ৷ যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারে তার তদারকি করতে আমার এখানে আসা ৷ নির্বাচন কমিশনকে জানিয়েছি ৷"
তিনি আরও বলেন, "বয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সন্ত্রাস রুখতে দু'ঘণ্টা বুথের বাইরে বসেছিলেন ৷ সেভাবে আমিও অপেক্ষা করছি ৷ আমি কোনও আইন-শৃঙ্খলা ভঙ্গ করিনি ৷ তৃণমূলের কর্মীরা আইন ভাঙছে ৷ হুমকি দিচ্ছে ৷"