ETV Bharat / state

পাঁচ বছরে মুড়িগঙ্গার উপরে ব্রিজ করে দেব, সাগরে কল্পতরু মমতা

এদিন পাথর প্রতিমায় সভা শেষ করে সাগরে উড়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে জনসভা করেন ।

author img

By

Published : Mar 25, 2021, 11:05 PM IST

i-will-build-a-bridge-over-muriganga-river-within-next-five-years-said-mamata-banerjee
i-will-build-a-bridge-over-muriganga-river-within-next-five-years-said-mamata-banerjee

সাগর, 25 মার্চ: আগামী পাঁচ বছরে সাগরে মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ তৈরি করে দেব ৷ সাগরে প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন ফের অমিত শাহকে হোদোল কুতকুত বলে কটাক্ষ করলেন ৷ কুম্ভমেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার তুলনা করে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন ৷

এদিন পাথর প্রতিমায় সভা শেষ করে সাগরে উড়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে জনসভা করেন । সাগরের সভামঞ্চ থেকে বিজেপিকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো । বলেন, কেন্দ্র কুম্ভমেলার জন্য যে টাকা বরাদ্দ করে সাগর মেলার জন্য সেই টাকা বরাদ্দ করে না । কুম্ভ যদি দেশের এক নম্বর মেলা হয় তাহলে সাগরও দেশের এক নম্বর মেলা জায়গায় পৌঁছাতে পারে ।

আরও পড়ুন: জঙ্গলমহল-মেদিনীপুরে আস্থা ফেরাতে কি পারবে তৃণমূল ?

সম্প্রতি গোসাবায় জনসভা থেকে অমিত শাহ বলেন, সুন্দরবনকে আলাদা জেলার আখ্যা দেওয়া হবে । সেই প্রসঙ্গে টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুন্দরবনকে জেলার স্বীকৃতি দেয়ার কাজ শুরু হয়ে গিয়েছে । মমতার দাবি, আগের তুলনায় গঙ্গাসাগরে উন্নয়ন হয়েছে ৷ এদিন ফের নাম না করে অমিত শাহকে "হোদল কুতকুত "বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো । শাহকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লি কা গাদ্দার কোনোদিন তো সাগরে তো আসনি, কোনদিন দেখনি, কোনদিন এক টাকাও দেয়নি । মমতা অভিযোগ করেন, কেন্দ্র কুম্ভমেলার জন্য অনুদান দিলেও সাগরমেলার জন্য অনুদান দেয় না । সাগর মেলার জন্য কোটি টাকা খরচা করে রাজ্য সরকার ।

সাগরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মেলার তীর্থযাত্রী ও সাগরবাসীর স্বার্থে কেন্দ্রের কাছে বারবার আবেদন করেছিলাম, মুড়িগঙ্গা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করে দিন । কেন্দ্রে আমার কথায় সাড়া দেয়নি ৷ বলেছিলাম, আপনারা সাগর একটা বন্দর করুন ৷ তার পরিবর্তে আমাকে একটি ব্রিজ তৈরি করে দিতে হবে । করেনি ৷ তাই বলে রাজ্য সরকার বসে থাকবে না ৷ আগামী পাঁচ বছরের মধ্যে আমি সাগরে ব্রিজ তৈরি করে দেব ।

সাগর, 25 মার্চ: আগামী পাঁচ বছরে সাগরে মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ তৈরি করে দেব ৷ সাগরে প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন ফের অমিত শাহকে হোদোল কুতকুত বলে কটাক্ষ করলেন ৷ কুম্ভমেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার তুলনা করে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন ৷

এদিন পাথর প্রতিমায় সভা শেষ করে সাগরে উড়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে জনসভা করেন । সাগরের সভামঞ্চ থেকে বিজেপিকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো । বলেন, কেন্দ্র কুম্ভমেলার জন্য যে টাকা বরাদ্দ করে সাগর মেলার জন্য সেই টাকা বরাদ্দ করে না । কুম্ভ যদি দেশের এক নম্বর মেলা হয় তাহলে সাগরও দেশের এক নম্বর মেলা জায়গায় পৌঁছাতে পারে ।

আরও পড়ুন: জঙ্গলমহল-মেদিনীপুরে আস্থা ফেরাতে কি পারবে তৃণমূল ?

সম্প্রতি গোসাবায় জনসভা থেকে অমিত শাহ বলেন, সুন্দরবনকে আলাদা জেলার আখ্যা দেওয়া হবে । সেই প্রসঙ্গে টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুন্দরবনকে জেলার স্বীকৃতি দেয়ার কাজ শুরু হয়ে গিয়েছে । মমতার দাবি, আগের তুলনায় গঙ্গাসাগরে উন্নয়ন হয়েছে ৷ এদিন ফের নাম না করে অমিত শাহকে "হোদল কুতকুত "বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো । শাহকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লি কা গাদ্দার কোনোদিন তো সাগরে তো আসনি, কোনদিন দেখনি, কোনদিন এক টাকাও দেয়নি । মমতা অভিযোগ করেন, কেন্দ্র কুম্ভমেলার জন্য অনুদান দিলেও সাগরমেলার জন্য অনুদান দেয় না । সাগর মেলার জন্য কোটি টাকা খরচা করে রাজ্য সরকার ।

সাগরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মেলার তীর্থযাত্রী ও সাগরবাসীর স্বার্থে কেন্দ্রের কাছে বারবার আবেদন করেছিলাম, মুড়িগঙ্গা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করে দিন । কেন্দ্রে আমার কথায় সাড়া দেয়নি ৷ বলেছিলাম, আপনারা সাগর একটা বন্দর করুন ৷ তার পরিবর্তে আমাকে একটি ব্রিজ তৈরি করে দিতে হবে । করেনি ৷ তাই বলে রাজ্য সরকার বসে থাকবে না ৷ আগামী পাঁচ বছরের মধ্যে আমি সাগরে ব্রিজ তৈরি করে দেব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.