ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 5 এপ্রিল : রাত পোহালেই তৃতীয় দফা নির্বাচন। দক্ষিণ 24 পরগনা 15টি বিধানসভায় ভোট গ্রহণ হবে। ভোটের আগে কড়া নিরাপত্তার ছবি দেখা গেল সর্বত্রই। জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা।
আরও পড়ুয়া :রাত পোহালে দফা তিন, বিষ্ণুপুরে ব্যস্ত ভোটকর্মীরা
দক্ষিণ 24 পরগনার 15টি বিধানসভা কেন্দ্রে 6 এপ্রিল অর্থাৎ আগামীকাল নির্বাচন রয়েছে ৷ এই 15টি কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হল, ডায়মন্ডহারবার, রায়দিঘি, জয়নগর, কুলতলি, ফলতা, মগরাহাট, বারুইপুর, সাতগাছিয়া ও বিষ্ণুপুর বিধানসভা। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভায় তৃতীয় দফায় ভোট রয়েছে ৷ যার মধ্যে রয়েছে ডায়মন্ডহারবার, সাতগাছিয়া, ফলতা ও বিষ্ণপুর বিধানসভা কেন্দ্র ৷ ফলে এই কেন্দ্রগুলিতে মঙ্গলবার সব পক্ষের নজর থাকবে ৷