ETV Bharat / state

নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত দক্ষিণ 24 পরগনার গণনা কেন্দ্রগুলি - গণনা কেন্দ্র

রবিবারে গণনাকে কেন্দ্র করে করা নিরাপত্তা দক্ষিণ 24 পরগনার গণনা কেন্দ্রগুলিতে ৷ শনিবার সকাল থেকেই গণনা কেন্দ্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে । করোনা মহামারির কথা মাথায় রেখে প্রতি মুহূর্তে গণনা কেন্দ্র স্যানিটাইজ করা হচ্ছে ।

Counting centers of South 24 Parganas ready with impeccable security
নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত দক্ষিণ 24 পরগনার গণনা কেন্দ্রগুলি
author img

By

Published : May 1, 2021, 7:16 PM IST

দক্ষিণ 24 পরগনা, 1 মে : 2 মে রাজ্য বিধানসভা নির্বাচনের গণনা । আর তার আগে শনিবার গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ছবি দেখা দেখা গেল । ডায়মন্ড হারবার মহকুমার 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে । শনিবার সকাল থেকেই গণনা কেন্দ্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে । করোনার কথা মাথায় রেখে প্রতি মুহূর্তে গণনা কেন্দ্র স্যানিটাইজ করা হচ্ছে । প্রার্থী-সহ দলীয় এজেন্টদের ভোটগণনা কেন্দ্রে প্রবেশের জন্য করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক । আর তা না হলে করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ় নেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন ৷ তাই মহকুমাজুড়ে প্রার্থী সহ এজেন্টদের কোভিড পরীক্ষা করানো হচ্ছে ।

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রে ডায়মন্ড হারবার, কুলপি, ফলতা, মন্দিরবাজার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম এবং রায়দিঘি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে ৷ পাশাপাশি একই ছবি জেলার অন্যান্য গণনা কেন্দ্রগুলিতে ।

গণনা কেন্দ্র- ক্যানিং বঙ্কিম সরদার কলেজ

বিধানসভা কেন্দ্র- গোসাবা, বাসন্তী, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব

গণনা কেন্দ্র- বারুইপুরের গোবিন্দপুর জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুল

বিধানসভা কেন্দ্র- কুলতলি, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম

গণনা কেন্দ্র- সোনারপুর মহাবিদ্যালয়

বিধানসভা কেন্দ্র- সোনারপুর দক্ষিণ, ভাঙড়, সোনারপুর উত্তর

গণনা কেন্দ্র- কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়

বিধানসভা কেন্দ্র- পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর

গণনা কেন্দ্র- জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ

বিধানসভা কেন্দ্র- সাতগাছিয়া ও বিষ্ণুপুর

আরও পড়ুন : রবিবার রাজ্য বিধানসভা নির্বাচনের গণনা, নিশ্ছিদ্র নিরাপত্তা হাওড়ার গণনা কেন্দ্রগুলিতে

অন্যদিকে যাদবপুর কেন্দ্রের গণনা হবে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ৷ বজবজ ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের গণনা হবে সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লসে । বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের গণনা হবে ব্রতচারী বিদ্যাশ্রম উচ্চ বিদ্যালয়ে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে বিবেকানন্দ কলেজে । মহেশতলা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে ।

দক্ষিণ 24 পরগনা, 1 মে : 2 মে রাজ্য বিধানসভা নির্বাচনের গণনা । আর তার আগে শনিবার গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ছবি দেখা দেখা গেল । ডায়মন্ড হারবার মহকুমার 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে । শনিবার সকাল থেকেই গণনা কেন্দ্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে । করোনার কথা মাথায় রেখে প্রতি মুহূর্তে গণনা কেন্দ্র স্যানিটাইজ করা হচ্ছে । প্রার্থী-সহ দলীয় এজেন্টদের ভোটগণনা কেন্দ্রে প্রবেশের জন্য করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক । আর তা না হলে করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ় নেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন ৷ তাই মহকুমাজুড়ে প্রার্থী সহ এজেন্টদের কোভিড পরীক্ষা করানো হচ্ছে ।

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রে ডায়মন্ড হারবার, কুলপি, ফলতা, মন্দিরবাজার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম এবং রায়দিঘি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে ৷ পাশাপাশি একই ছবি জেলার অন্যান্য গণনা কেন্দ্রগুলিতে ।

গণনা কেন্দ্র- ক্যানিং বঙ্কিম সরদার কলেজ

বিধানসভা কেন্দ্র- গোসাবা, বাসন্তী, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব

গণনা কেন্দ্র- বারুইপুরের গোবিন্দপুর জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুল

বিধানসভা কেন্দ্র- কুলতলি, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম

গণনা কেন্দ্র- সোনারপুর মহাবিদ্যালয়

বিধানসভা কেন্দ্র- সোনারপুর দক্ষিণ, ভাঙড়, সোনারপুর উত্তর

গণনা কেন্দ্র- কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়

বিধানসভা কেন্দ্র- পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর

গণনা কেন্দ্র- জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ

বিধানসভা কেন্দ্র- সাতগাছিয়া ও বিষ্ণুপুর

আরও পড়ুন : রবিবার রাজ্য বিধানসভা নির্বাচনের গণনা, নিশ্ছিদ্র নিরাপত্তা হাওড়ার গণনা কেন্দ্রগুলিতে

অন্যদিকে যাদবপুর কেন্দ্রের গণনা হবে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ৷ বজবজ ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের গণনা হবে সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লসে । বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের গণনা হবে ব্রতচারী বিদ্যাশ্রম উচ্চ বিদ্যালয়ে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে বিবেকানন্দ কলেজে । মহেশতলা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.