ETV Bharat / state

নির্বাচনের আগে ভাঙড় থেকে উদ্ধার বোমা ও বারুদ

বোমা উদ্ধার ভাঙড়ে ৷ সেখানকার একটি বাগান থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়৷ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি ৷

Bomb
উদ্ধার বোমা
author img

By

Published : Mar 22, 2021, 12:49 PM IST

ভাঙড়, 22 মার্চ : রাজ্যে ফের বোমা উদ্ধারের ঘটনা। গতকাল দুপুরে ভাঙড়ের কাবিলডাঙার একটি বাগান থেকে বোমা বানানোর সামগ্রী উদ্ধার হয় ৷ এরপর গতকাল মাঝরাতে চালতাবেড়িয়া থেকে ফের উদ্ধার করা হয় তাজা বোমা। কাশীপুর থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছেে, গোপন সূত্রে তাদের কাছে বোমার খবর পৌঁছয় ৷ এরপর চালতাবেড়িয়া এলাকার একটি বাঁশবাগানে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে ২১টি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমা উদ্ধারের পর রাতেই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পুলিশ ৷

আরও পড়ুন- কাশীপুর-বেলগাছিয়ার ভোটার তালিকায় মিঠুন, এ বার কি প্রার্থী ?

উল্লেখ্য গতকালই কাবিলডাঙা এলাকার মাঠের মধ্যে পরিত্যক্ত আমবাগান থেকে বোমা বানানোর নানা সামগ্রী উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ। তবে পুলিশ অভিযান চালানোর আগেই ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷

বিধানসভা ভোটের আগে ভাঙড় কাশীপুর থানা এলাকায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অপর দিকে ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হল বারুইপুরে।

গতরাতে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির কর্মীরা ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা মহম্মদ রহিম আলি লস্কর নামে এক যুবককে বেতবেড়িয়া রেল কলোনি এলাকা থেকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কী কারণে সেই অস্ত্র মজুত করা হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাঙড়, 22 মার্চ : রাজ্যে ফের বোমা উদ্ধারের ঘটনা। গতকাল দুপুরে ভাঙড়ের কাবিলডাঙার একটি বাগান থেকে বোমা বানানোর সামগ্রী উদ্ধার হয় ৷ এরপর গতকাল মাঝরাতে চালতাবেড়িয়া থেকে ফের উদ্ধার করা হয় তাজা বোমা। কাশীপুর থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছেে, গোপন সূত্রে তাদের কাছে বোমার খবর পৌঁছয় ৷ এরপর চালতাবেড়িয়া এলাকার একটি বাঁশবাগানে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে ২১টি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমা উদ্ধারের পর রাতেই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পুলিশ ৷

আরও পড়ুন- কাশীপুর-বেলগাছিয়ার ভোটার তালিকায় মিঠুন, এ বার কি প্রার্থী ?

উল্লেখ্য গতকালই কাবিলডাঙা এলাকার মাঠের মধ্যে পরিত্যক্ত আমবাগান থেকে বোমা বানানোর নানা সামগ্রী উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ। তবে পুলিশ অভিযান চালানোর আগেই ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷

বিধানসভা ভোটের আগে ভাঙড় কাশীপুর থানা এলাকায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অপর দিকে ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হল বারুইপুরে।

গতরাতে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির কর্মীরা ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা মহম্মদ রহিম আলি লস্কর নামে এক যুবককে বেতবেড়িয়া রেল কলোনি এলাকা থেকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কী কারণে সেই অস্ত্র মজুত করা হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.