ETV Bharat / state

সাতগাছিয়ায় ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মীরা, অভিযুক্ত তৃণমূল - অভিযুক্ত তৃণমূল

বিজেপি কর্মীদের অভিযোগ, এই ঘটনায় 6 জন বিজেপি কর্মী আহত হয়েছেন ৷ তাদের মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

bjp-supporters-attacked-on-their-way-back-of-voting-in-satgachhia
bjp-supporters-attacked-on-their-way-back-of-voting-in-satgachhia
author img

By

Published : Apr 6, 2021, 10:35 AM IST

সাতগাছিয়া, 6 এপ্রিল : সাতগাছিয়ায় ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মীরা ৷ অভিযুক্ত তৃণমূল ৷ উঠল বোমাবাজিরও অভিযোগ ৷

ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত নোদাখালি থানার আইমারি প্রাথমিক বিদ্যালয়ের 205 নম্বর বুথে ৷ বিজেপি কর্মীরা অভিযোগ করেন, এদিন সকালে তাঁরা যখন ভোট দিয়ে ফিরছিলেন সেই সময় তাঁদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা ৷ বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়, বোমাবাজি হয় বলেও অভিযোগ ৷ বিজেপি কর্মীদের অভিযোগ, এই ঘটনায় দলের 6 জন কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন: মগরাহাটে বুথ জ্যামের অভিযোগ, ধর্নায় আইএসএফ প্রার্থী

ভোট দিয়ে ফেরার পথে মার খাওয়া সমীর প্রামাণিক বলেন, ভোট দিয়ে ফেরার পথে আমাকে বেধড়ক মারধর করেছে তৃণমূলের লোকেরা ৷ আমি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ হওয়ায় ওদের ধারণা আমি বিজেপিকে ভোট দিয়েছি, তৃণমূল বিরোধী, তাই মারধর করেছে ৷

সাতগাছিয়ায় আক্রান্ত বিজেপি কর্মী

তৃণমূল-বিজেপি সংঘর্ষের পরেও কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নোদাখালি থানার আইমারি প্রাথমিক বিদ্যালয়ের 205 নম্বর বুথে ভোট গ্রহণ অব্যাহত রয়েছে ৷

সাতগাছিয়া, 6 এপ্রিল : সাতগাছিয়ায় ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মীরা ৷ অভিযুক্ত তৃণমূল ৷ উঠল বোমাবাজিরও অভিযোগ ৷

ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত নোদাখালি থানার আইমারি প্রাথমিক বিদ্যালয়ের 205 নম্বর বুথে ৷ বিজেপি কর্মীরা অভিযোগ করেন, এদিন সকালে তাঁরা যখন ভোট দিয়ে ফিরছিলেন সেই সময় তাঁদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা ৷ বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়, বোমাবাজি হয় বলেও অভিযোগ ৷ বিজেপি কর্মীদের অভিযোগ, এই ঘটনায় দলের 6 জন কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন: মগরাহাটে বুথ জ্যামের অভিযোগ, ধর্নায় আইএসএফ প্রার্থী

ভোট দিয়ে ফেরার পথে মার খাওয়া সমীর প্রামাণিক বলেন, ভোট দিয়ে ফেরার পথে আমাকে বেধড়ক মারধর করেছে তৃণমূলের লোকেরা ৷ আমি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ হওয়ায় ওদের ধারণা আমি বিজেপিকে ভোট দিয়েছি, তৃণমূল বিরোধী, তাই মারধর করেছে ৷

সাতগাছিয়ায় আক্রান্ত বিজেপি কর্মী

তৃণমূল-বিজেপি সংঘর্ষের পরেও কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নোদাখালি থানার আইমারি প্রাথমিক বিদ্যালয়ের 205 নম্বর বুথে ভোট গ্রহণ অব্যাহত রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.