ETV Bharat / state

লড়াইয়ের ময়দানে সৌজন্য, তৃণমূল প্রার্থীকে প্রণাম বিজেপি প্রার্থীর - অগ্নিশ্বর নস্কর

দুই প্রার্থী একযোগে দাবি করলেন, বিষ্ণুপুরে ভালো ভোট হচ্ছে ৷ কোথাও অশান্তি নেই ৷

bjp-candidate-dilip-mondal-bows-to-tmc-candidate-agnishwar-naskar
bjp-candidate-dilip-mondal-bows-to-tmc-candidate-agnishwar-naskar
author img

By

Published : Apr 6, 2021, 4:36 PM IST

কলকাতা, 6 এপ্রিল : বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে তৃতীয় দফার ভোট ৷ এর মধ্যে মঙ্গলবার সবচেয়ে বেশি উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা ৷ তার মধ্যেও রাজনীতিকে ছাপিয়ে দেখা গেল সৌজন্য ৷ বয়সে বড় তৃণমূল প্রতিদ্বন্দ্বীকে প্রণাম করলেন বিজেপি প্রার্থী ৷

এদিন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রেও চলছে নির্বাচন ৷ তার মধ্যে হঠাৎই দুই প্রার্থী মুখোমুখি হলেন ৷ আর দেখা হতেই বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্কর তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ৷ তৃণমূল প্রার্থীও কাছে টেনে নিলেন প্রতিদ্বন্দ্বীকে ৷ দুই প্রার্থীরই দাবি, ভালো ভোট হচ্ছে ৷

আরও পড়ুন: দ্বন্দ্বেও সৌজন্য, ভোটপ্রচারে দেখা হতেই বাম প্রার্থীকে প্রণাম তৃণমূল প্রার্থীর

বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্কর দাবি করলেন, কোথাও গন্ডগোল নেই। শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ বিক্ষিপ্ত অশান্তি সব ভোটেই হয় ৷

তৃণমূল প্রার্থীকে প্রণাম বিজেপি প্রার্থীর

তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল বলেন, এই সম্প্রীতি, ঐক্য, সমন্বয় আমরা বিষ্ণুপুর রাখতে পেরেছি ৷ যে যার নীতি নিয়ে লড়াই করবে ৷ ভোট একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ৷

কলকাতা, 6 এপ্রিল : বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে তৃতীয় দফার ভোট ৷ এর মধ্যে মঙ্গলবার সবচেয়ে বেশি উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা ৷ তার মধ্যেও রাজনীতিকে ছাপিয়ে দেখা গেল সৌজন্য ৷ বয়সে বড় তৃণমূল প্রতিদ্বন্দ্বীকে প্রণাম করলেন বিজেপি প্রার্থী ৷

এদিন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রেও চলছে নির্বাচন ৷ তার মধ্যে হঠাৎই দুই প্রার্থী মুখোমুখি হলেন ৷ আর দেখা হতেই বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্কর তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ৷ তৃণমূল প্রার্থীও কাছে টেনে নিলেন প্রতিদ্বন্দ্বীকে ৷ দুই প্রার্থীরই দাবি, ভালো ভোট হচ্ছে ৷

আরও পড়ুন: দ্বন্দ্বেও সৌজন্য, ভোটপ্রচারে দেখা হতেই বাম প্রার্থীকে প্রণাম তৃণমূল প্রার্থীর

বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্কর দাবি করলেন, কোথাও গন্ডগোল নেই। শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ বিক্ষিপ্ত অশান্তি সব ভোটেই হয় ৷

তৃণমূল প্রার্থীকে প্রণাম বিজেপি প্রার্থীর

তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল বলেন, এই সম্প্রীতি, ঐক্য, সমন্বয় আমরা বিষ্ণুপুর রাখতে পেরেছি ৷ যে যার নীতি নিয়ে লড়াই করবে ৷ ভোট একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.