ETV Bharat / state

ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

author img

By

Published : Apr 6, 2021, 2:27 PM IST

Updated : Apr 6, 2021, 4:56 PM IST

ভোটারদের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুললেন সিপিএম প্রার্থী প্রতীক-উর-রহমান । যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস ৷

bengal election 2021
ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

ডায়মন্ড হারবার, 6 এপ্রিল : ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 159 ও 160 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এমনকি অনেক ভোটারকেই বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ । এমনটাই অভিযোগ করেছে সিপিএম প্রার্থী প্রতীক-উর-রহমান । যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল ।

সিপিএম প্রার্থী প্রতীক-উর-রহমান বলেন,"ভোটারদের বুথে ঢুকতে না দেওয়ার খবর পেয়ে ছুটে আসি ৷ প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানিয়েছি ৷ যারা ভোট দিতে পারেননি তাদের বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়া করিয়েছি ৷ তাঁরা এখনও আতঙ্কে রয়েছে ৷ কেন্দ্রীয় বাহিনীর সবরকম সাহায্য পেয়েছি ৷ তাঁদের কাজে আমরা সন্তুষ্ট ৷ তবে বুথের বাইরেও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বাড়াতে নির্বাচন কমিশনকে জানিয়েছি ৷"

আরও পড়ুন : জগৎবল্লভপুরে একাধিক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস ৷ তাঁর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঢুকছে বিজেপি প্রার্থী । তৃণমূল কর্মীদের ভয় দেখানো হচ্ছে ।

ডায়মন্ড হারবার, 6 এপ্রিল : ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 159 ও 160 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এমনকি অনেক ভোটারকেই বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ । এমনটাই অভিযোগ করেছে সিপিএম প্রার্থী প্রতীক-উর-রহমান । যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল ।

সিপিএম প্রার্থী প্রতীক-উর-রহমান বলেন,"ভোটারদের বুথে ঢুকতে না দেওয়ার খবর পেয়ে ছুটে আসি ৷ প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানিয়েছি ৷ যারা ভোট দিতে পারেননি তাদের বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়া করিয়েছি ৷ তাঁরা এখনও আতঙ্কে রয়েছে ৷ কেন্দ্রীয় বাহিনীর সবরকম সাহায্য পেয়েছি ৷ তাঁদের কাজে আমরা সন্তুষ্ট ৷ তবে বুথের বাইরেও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বাড়াতে নির্বাচন কমিশনকে জানিয়েছি ৷"

আরও পড়ুন : জগৎবল্লভপুরে একাধিক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস ৷ তাঁর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঢুকছে বিজেপি প্রার্থী । তৃণমূল কর্মীদের ভয় দেখানো হচ্ছে ।

Last Updated : Apr 6, 2021, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.