ETV Bharat / state

ফল প্রকাশ হতেই উত্তপ্ত ভাঙড়, সংঘর্ষে আহত 30

author img

By

Published : May 2, 2021, 8:03 PM IST

ভাঙড়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি । সেই ঘটনা জানাজানি হতেই আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় । ব্যাপক মারধর করে তৃণমূল কর্মী ও সমর্থকদের । ঘটনায় কুড়ি জন তৃণমূল কর্মী আহত হয় । তৃণমূলের পালটা হামলায় আইএসএফ-এর প্রায় 10 জন আহত হয় ।

ভোটের ফল প্রকাশ হতেই উত্তপ্ত ভাঙড়
ভোটের ফল প্রকাশ হতেই উত্তপ্ত ভাঙড়

ভাঙড়, 2 মে : ভোটের ফল প্রকাশ হতেই উত্তপ্ত ভাঙড় । আহত আইএসএফ ও তৃণমূলের প্রায় 30 জন । 10 জনের অবস্থা গুরুতর । তাদের উদ্ধার করে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । । বাকি 20 জন আহতকে উদ্ধার করে পুলিশ নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে । ঘটনাটি ভাঙড়ের মৌলমুকুন্দি গ্রামের । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

ভাঙড়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি । সেই ঘটনা জানাজানি হতেই আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় । ব্যাপক মারধর করে তৃণমূল কর্মী ও সমর্থকদের । ঘটনায় কুড়ি জন তৃণমূল কর্মী আহত হয় । তৃণমূলের পালটা জবাবে আইএসএফ-এর প্রায় 10 জন আহত হয় ।

আরও পড়ুন : ভাঙড়ে দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ

গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । উভয়পক্ষের আহতদের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় । আহতদের যে সমস্ত আইএসএফ কর্মীরা হাসপাতালে আনে, হাসপাতাল চত্বর থেকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ । যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ ।

ভাঙড়, 2 মে : ভোটের ফল প্রকাশ হতেই উত্তপ্ত ভাঙড় । আহত আইএসএফ ও তৃণমূলের প্রায় 30 জন । 10 জনের অবস্থা গুরুতর । তাদের উদ্ধার করে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । । বাকি 20 জন আহতকে উদ্ধার করে পুলিশ নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে । ঘটনাটি ভাঙড়ের মৌলমুকুন্দি গ্রামের । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

ভাঙড়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি । সেই ঘটনা জানাজানি হতেই আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় । ব্যাপক মারধর করে তৃণমূল কর্মী ও সমর্থকদের । ঘটনায় কুড়ি জন তৃণমূল কর্মী আহত হয় । তৃণমূলের পালটা জবাবে আইএসএফ-এর প্রায় 10 জন আহত হয় ।

আরও পড়ুন : ভাঙড়ে দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ

গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । উভয়পক্ষের আহতদের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় । আহতদের যে সমস্ত আইএসএফ কর্মীরা হাসপাতালে আনে, হাসপাতাল চত্বর থেকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ । যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.