বারুইপুর, 12 মার্চ : একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলের হামলার শিকার হয়েছিল বলে বারবার অভিযোগ করেছে গেরুয়া শিবির ৷ সেই অভিযোগের তদন্ত চলছে ৷ আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই ও সিট ৷ কিন্তু সেই সময় দলীয় কর্মীরা আক্রান্ত হলেও বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে তাঁদের পাশে দাঁড়ানোয় খামতি ছিল ৷ শনিবার এই কথা মেনে নিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder Reaction on Post Poll Violence) ৷
এদিন তিনি হাজির হয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ৷ সেখানে দলের এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বঙ্গ বিজেপির সভাপতি (Sukanta Attends BJP Meeting at Baruipur) ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর কথায়, ‘‘এই হিংসা কীভাবে মোকাবিলা করা যাবে, তা অনেকেই বুঝতে উঠতে পারেননি । তবে আমরা পরবর্তী সময়ে প্রত্যেক কর্মী-সমর্থকদের পাশে আছি । সাধ্যমতো তাঁদেরকেও সাহায্যও করব ।’’
অন্যদিকে এদিন তিনি বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সমালোচনা করেন ৷ তোলেন সাম্প্রতি পৌরনির্বাচনের (Bengal Civic Polls 2022) প্রসঙ্গও ৷ তাঁর বক্তব্য, ‘‘পুরসভা নির্বাচনের নামে যা হয়েছে, তা প্রহসন । আমরা এই ফলকে মানি না । পুরসভা নির্বাচনে যে ইভিএম ব্যবহার করা হয়েছে, তা বাতিল করা হয়েছে আগেই । ভারতবর্ষের কোথাও আর এই ইভিএমে ভোট হয় না ।’’
শনিবার বারুইপুরে বিজেপির সাংগঠনিক সভায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Bengal BJP President Sukanta Majumder) সঙ্গে বারুইপুর সাংগঠনিক জেলার সভাপতি উত্তম কর-সহ জেলার অন্যান্য নেতানেত্রীরা উপস্থিত ছিলেন ৷ হাজির ছিলেন বহু কর্মী ৷ তাঁদের সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই সরকারের হাতে টাকা নেই । সব বেচে দিচ্ছে । পেনশন দিতে পারছে না । আগামিদিনে মাইনে বন্ধ হয়ে যাবে । তবুও দুয়ারে সরকারের নামে ফর্ম ভর্তি করতে বলছে । কাউকে টাকা দিতে পারবে না এই সরকার ।’’
আরও পড়ুন : Sukanta On WB Budget : রাজ্য বাজেট শুধু তৃণমূলের লোকেদের মুখে হাসি ফোটাবে, কটাক্ষ সুকান্তের