ETV Bharat / state

নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত - sentenced accused to death for raping

Death Sentenced: সাড়ে চার বছর পর নাবালিকাকে ধর্ষণ করে খুনে অভিযুক্তকে ফাঁসি ও যাবজ্জীবন সাজা দিল বারুইপুর পকসো আদালত ৷ এই রায় ঘোষণা করলেন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ও সেশন বিচারক সন্দীপ কুমার মান্না । কী হয়েছিল 2019 সালের 15 জুলাই ?

Etv Bharat
নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 10:24 PM IST

নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা

বারুইপুর, 6 ডিসেম্বর: নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে বুধবার ফাঁসির আদেশ দিল বারুইপুর আদালত । এই প্রথম বারুইপুর আদলতে পকসো মামলায় অভিযুক্ত কাউকে ফাঁসির নির্দেশ দেওয়া হল বলে জানা গিয়েছে । অভিযুক্তের নাম আজগর আলি খাদি মুনসারী ৷ বয়স 38 ৷ এই রায় ঘোষণা করলেন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ও সেশন বিচারক সন্দীপ কুমার মান্না । এই রায়ে 363 ও 365 ধারার উপর 7 বছরের জেল হয়েছে অভিযুক্তের । সঙ্গে 5 হাজার টাকা জরিমানা ৷ অনাদায়ে আরও 6 মাসের জেল । পকসো এর উপর 1 লাখ টাকা ফাইন ও যাবজ্জীবন । 302-এর উপর মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা । এছাড়াও মৃতের পরিবারকে 2 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় ।

2019 সালের 15 জুলাই ৷ নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের ঘটনা । বাবার কাছে নিয়ে যাবে বলে নাবালিকাকে কোলে করে পাঁচিল টপকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় অভিযুক্ত । তারপর 6 বছরের নাবালিকাকে একটি সংস্থার পাঁচিল দেওয়া জমির ভিতর নিয়ে গিয়ে মুখ চেপে ধরে যৌন নির্যাতন করে ৷ এমনকি লাগাতার ধর্ষণ করা হয় বলেও অভিযোগ ৷ তারপর তাকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে দেয় । ঘটনার 6 দিন পর 21 জুলাই নাবালিকার দেহ উদ্ধার হয় ।

অভিযুক্ত নাবালিকার বাবার সঙ্গে কাজ করত । সেই সূত্রেই নাবালিকার বাড়িতে যাতায়াত ছিল অভিযুক্তের ৷ দীর্ঘদিন থেকেই তাকে চিনত নাবালিকা । তাই ঘটনার দিন অভিযুক্ত যখন তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাতে সন্দেহ হয়নি নাবালিকার । এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা । ঘটনায় ব্যাপক উত্তেজনাও তৈরি হয় এলাকায় । দোষীর কঠোর শাস্তির দাবি ওঠে । অবশেষে আদালতের তরফে ফাঁসির সাজা মেলায় খানিকটা হলেও স্বস্তিতে নির্যাতিতার পরিবার ।

আরও পড়ুন :

1 মা ও মেয়ের খুনে আসামী 'সাধু'র ফাঁসির সাজা শোনালেন বিচারক

2 পাঁচ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, 2 অভিযুক্তের ফাঁসি

3 স্বাধীনতা আন্দোলনে কতজন বাঙালি জেল খেটেছিলেন, কতজনের হয়েছিল ফাঁসি, জানেন কি ?

নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা

বারুইপুর, 6 ডিসেম্বর: নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে বুধবার ফাঁসির আদেশ দিল বারুইপুর আদালত । এই প্রথম বারুইপুর আদলতে পকসো মামলায় অভিযুক্ত কাউকে ফাঁসির নির্দেশ দেওয়া হল বলে জানা গিয়েছে । অভিযুক্তের নাম আজগর আলি খাদি মুনসারী ৷ বয়স 38 ৷ এই রায় ঘোষণা করলেন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ও সেশন বিচারক সন্দীপ কুমার মান্না । এই রায়ে 363 ও 365 ধারার উপর 7 বছরের জেল হয়েছে অভিযুক্তের । সঙ্গে 5 হাজার টাকা জরিমানা ৷ অনাদায়ে আরও 6 মাসের জেল । পকসো এর উপর 1 লাখ টাকা ফাইন ও যাবজ্জীবন । 302-এর উপর মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা । এছাড়াও মৃতের পরিবারকে 2 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় ।

2019 সালের 15 জুলাই ৷ নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের ঘটনা । বাবার কাছে নিয়ে যাবে বলে নাবালিকাকে কোলে করে পাঁচিল টপকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় অভিযুক্ত । তারপর 6 বছরের নাবালিকাকে একটি সংস্থার পাঁচিল দেওয়া জমির ভিতর নিয়ে গিয়ে মুখ চেপে ধরে যৌন নির্যাতন করে ৷ এমনকি লাগাতার ধর্ষণ করা হয় বলেও অভিযোগ ৷ তারপর তাকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে দেয় । ঘটনার 6 দিন পর 21 জুলাই নাবালিকার দেহ উদ্ধার হয় ।

অভিযুক্ত নাবালিকার বাবার সঙ্গে কাজ করত । সেই সূত্রেই নাবালিকার বাড়িতে যাতায়াত ছিল অভিযুক্তের ৷ দীর্ঘদিন থেকেই তাকে চিনত নাবালিকা । তাই ঘটনার দিন অভিযুক্ত যখন তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাতে সন্দেহ হয়নি নাবালিকার । এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা । ঘটনায় ব্যাপক উত্তেজনাও তৈরি হয় এলাকায় । দোষীর কঠোর শাস্তির দাবি ওঠে । অবশেষে আদালতের তরফে ফাঁসির সাজা মেলায় খানিকটা হলেও স্বস্তিতে নির্যাতিতার পরিবার ।

আরও পড়ুন :

1 মা ও মেয়ের খুনে আসামী 'সাধু'র ফাঁসির সাজা শোনালেন বিচারক

2 পাঁচ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, 2 অভিযুক্তের ফাঁসি

3 স্বাধীনতা আন্দোলনে কতজন বাঙালি জেল খেটেছিলেন, কতজনের হয়েছিল ফাঁসি, জানেন কি ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.