কাকদ্বীপ, 17 ফেব্রুয়ারি: অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় বাংলাদেশি তিনটি ট্রলার-সহ মোট 88 জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে (Fisherman Detain At Fraserganj)। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ যখন ভারত-বাংলাদেশ জলসীমায় টহলদারি চালাচ্ছিল সেই সময় বিষয়টি নজরে আসে তাদের। এরপর ওই তিনটি ট্রলার-সহ ট্রলারে থাকা 88 জন মৎস্যজীবীকে আটক করে উপকূলরক্ষী বাহিনী। 88 জন বাংলাদেশি মৎস্যজীবীর মধ্যে 5 জন নাবালক শিশুও ছিল।
এই তিনটি বাংলাদেশের ট্রলারকে আনা হয় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। বর্তমানে ওই তিনটি ট্রলার রয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই তিনটি ট্রলারে থাকা মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়। বুধবার রাতে ওই 88 জন মৎস্যজীবীকে উপকূলরক্ষী বাহিনী দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেয়। বৃহস্পতিবার তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।
আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় জোড়া খুন, আতঙ্ক ডায়মন্ড হারবারে
মৎস্যজীবীদের কাছ থেকে বাংলাদেশি মোবাইল সিম ও টাকা উদ্ধার করা হয়। তিনটি ট্রলার থেকে চিংড়ি-সহ বিভিন্ন ধরনের প্রায় 370 কেজি মাছ উদ্ধার করা হয়। আজ মৎস্যজীবীদের কাকদ্বীপ মহাকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।