ETV Bharat / state

পুজোর উপকরণ থেকে সংক্রমণ ! পুরোহিতদের সচেতনতার পাঠ - ডা :ইন্দ্রনীল বর্গী

করোনা সংক্রমণ নিয়ে সচেতন করতে টেলিফোনে পুরোহিতদের নিয়ে সচেতনতার পাঠ দিলেন চিকিৎসক ইন্দ্রনীল বর্গী ৷

The doctors trained
The doctors trained
author img

By

Published : May 21, 2021, 1:32 PM IST

বারুইপুর, 21 মে : যেখানে সেখানে ফেলে দেওয়া হয় পুজোর ফুল ৷ ফলে পুজোর ফুল ও অন্যান্য উপকরণ থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ ৷ এই বিষয়ে পুরোহিতদের নিয়ে ফোনের মাধ্যমে সচেতনমূলক শিবির করলেন চিকিৎসক ইন্দ্রনীল বর্গী ৷ 98 জন পুরোহিতকে নিয়ে এই শিবির করেছেন বারুইপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷

মন্দিরগুলিতে এখন ভক্তের সমাগম নিষিদ্ধ রয়েছে ৷ ভক্তরা না এলেও মন্দিরে পুজো করেছেন সেখানকার স্থায়ী পুরোহিতরা ৷ পুজাের উপকরণ যেখানে-সেখানে ফেলে দেওয়ার কারণে সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য পুরোহিতদের সচেতন করার প্রয়োজন ছিল ৷ পুজোর উপকরণ কোথায় ফেলবেন, কীভাবে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন পুরোহিতরা, এসব নিয়ে সচেতন করলেন বারুইপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল বর্গী ৷ বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডু এবং ভিশন ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্টের 98 জন পুরোহিতকে নিয়ে এই শিবির করা হয় ৷

পুরোহিতদের নিয়ে সচেতনমূলক শিবির চিকিৎসকদের

আরও পড়ুন : পরাচ্ছেন মাস্ক, করছেন মাইকিং; সুন্দরবনে করোনা সচেতনতার পাঠ শিক্ষকের

পুরোহিতদের সঠিক কোভিডবিধি মেনে পুজো করা এবং গ্লাভস ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ৷ পুজোর পর যাতে মন্দিরে স্যানিটাইজিংয়ের ব্যবস্থা থাকে সেই পরামর্শও দিয়েছেন । এবং পুরোহিতরা আক্রান্ত হলে কী কী ব্যবস্থা গ্রহণ করবেন তাও জানান । এই মুহূর্তে পুরোহিতদের ইমিউনিটি বৃদ্ধির জন্য কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত তা বলা হয়েছে ৷ টিকাকরণ নিয়ে সরকারি নির্দেশ বোঝানো হয়েছে ।

বারুইপুর, 21 মে : যেখানে সেখানে ফেলে দেওয়া হয় পুজোর ফুল ৷ ফলে পুজোর ফুল ও অন্যান্য উপকরণ থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ ৷ এই বিষয়ে পুরোহিতদের নিয়ে ফোনের মাধ্যমে সচেতনমূলক শিবির করলেন চিকিৎসক ইন্দ্রনীল বর্গী ৷ 98 জন পুরোহিতকে নিয়ে এই শিবির করেছেন বারুইপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷

মন্দিরগুলিতে এখন ভক্তের সমাগম নিষিদ্ধ রয়েছে ৷ ভক্তরা না এলেও মন্দিরে পুজো করেছেন সেখানকার স্থায়ী পুরোহিতরা ৷ পুজাের উপকরণ যেখানে-সেখানে ফেলে দেওয়ার কারণে সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য পুরোহিতদের সচেতন করার প্রয়োজন ছিল ৷ পুজোর উপকরণ কোথায় ফেলবেন, কীভাবে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন পুরোহিতরা, এসব নিয়ে সচেতন করলেন বারুইপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল বর্গী ৷ বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডু এবং ভিশন ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্টের 98 জন পুরোহিতকে নিয়ে এই শিবির করা হয় ৷

পুরোহিতদের নিয়ে সচেতনমূলক শিবির চিকিৎসকদের

আরও পড়ুন : পরাচ্ছেন মাস্ক, করছেন মাইকিং; সুন্দরবনে করোনা সচেতনতার পাঠ শিক্ষকের

পুরোহিতদের সঠিক কোভিডবিধি মেনে পুজো করা এবং গ্লাভস ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ৷ পুজোর পর যাতে মন্দিরে স্যানিটাইজিংয়ের ব্যবস্থা থাকে সেই পরামর্শও দিয়েছেন । এবং পুরোহিতরা আক্রান্ত হলে কী কী ব্যবস্থা গ্রহণ করবেন তাও জানান । এই মুহূর্তে পুরোহিতদের ইমিউনিটি বৃদ্ধির জন্য কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত তা বলা হয়েছে ৷ টিকাকরণ নিয়ে সরকারি নির্দেশ বোঝানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.