বারুইপুর, 5 নভেম্বর: পঞ্চায়েত ভোটের আগে এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার (Arms Recovered at Baruipur) । পাচারের আগেই জীবন মণ্ডলের হাট থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল দুই যুবক । উদ্ধার হয়েছে তিনটি ওয়ান শটার, একটি ছয়-চেম্বার যুক্ত আগ্নেয়াস্ত্র, দু'টি স্মার্টফোন এবং একটি মোটরসাইকেল ।
বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পায়, বকুলতলা থানার অন্তর্গত জীবন মণ্ডলের হাটে একটি মোটরসাইকেলে চেপে দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে । এরপরই বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং বকুলতলা থানার পুলিশ যৌথ অভিযান চালায় জীবন মণ্ডলের হাট এলাকায় । মুহূর্তের মধ্যে ওই মোটর বাইকটিকে শনাক্ত করে দুই যুবককে ধরে ফেলে । তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও 5টি তাজা কার্তুজ । উদ্ধার হয় দু'টি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল । ধৃত দুই যুবকের নাম অজয় কয়াল ও রাজা গায়েন ।
আরও পড়ুন: বিজেপি নেতার গাড়ি থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতারের দাবি তৃণমূলের
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, 21 বছর বয়সি অজয় কয়ালের বাড়ি বকুলতলা থানার মায়া হাউরি গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে এবং 22 বছর বয়সি রাজা গায়েনের বাড়ি বকুলতলা থানার মায়াহাউড়ি অঞ্চলের গায়েন পাড়ায় । ধৃতরা এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় সরবরাহ করতে এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।
পাশাপাশি তাদের সঙ্গে কোনও অবৈধ অস্ত্র কারবারীর যোগাযোগ আছে কি না বা তাদের কাছে আরও অস্ত্র মজুত আছে কি না সে বিষয়েও তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ । আজ ধৃত দুই যুবককে বারুইপুর আদালতে পাঠানো হয়েছে ।