ETV Bharat / state

Arabul Islam: ভাঙড়ে ক্ষমতা ধরে রাখলেন আরাবুল ইসলাম, নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে - পঞ্চায়েত সমিতির সভাপতি

Arabul Islam Elected as president of Bhangar 2 Panchayat Samiti: ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম ।

Arabul Islam
আরাবুল ইসলাম
author img

By

Published : Aug 13, 2023, 2:32 PM IST

ভাঙড়, 13 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনের গণনা শেষের আগেই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি । সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছিলেন হারের কথা । নিজে জিতলেও দায়িত্ব থেকে সরতে চেয়েছিলেন ভাঙড়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম । এমনকী প্রকাশ্যেই এই ইচ্ছাপ্রকাশ করেন তিনি । আর এ বার একমাস পেরিয়ে 12 অগস্ট । ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সেই আরাবুল ইসলাম । সহ সভাপতি হলেন সোনালি বাছাড় ।

এর আগে, 2013 সালে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আরাবুল ইসলাম । সংরক্ষণের কারণে 2018 সালে আরাবুল সহ সভাপতি হয়েছিলেন আর সভাপতি ছিলেন বিশ্বজিৎ মণ্ডল । পাঁচ বছর পরে আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এলেন আরাবুল । শওকত মোল্লার উপস্থিতিতে আবদুর রহিম এ দিন তাঁর নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় । আরাবুল জানালেন আগামী দিনে যাতে সাধারণ মানুষকে বেশি করে পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যে তিনি কাজ করবেন ।

এই বিষয়ে তিনি বলেন, "আজকের দিনটা আমার কাছে বিশেষ । এই জয় আমি ভোটের সময় গুলির লড়াইয়ে শহিদ হওয়া দলীয় কর্মীদের উৎসর্গ করছি । আমি আজকের এই বিশেষ দিনে তাঁদের আত্মার শান্তি কামনা করি । দলীয় নেতৃত্ব আমাকে যোগ্য মনে করে এই পদে বসিয়েছেন । সেটার সম্পূর্ণ মান রাখার চেষ্টা আমি করব । এলাকার মানুষদের খুব ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব । সেই সঙ্গে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির 22 জন সদস্যকেও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য । দলমত নির্বিশেষে ভাঙড়ের সমস্ত মানুষ ভালো পরিষেবা পাবেন ।"

এ দিন শওকত মোল্লা বলেন, "আরাবুলদা অনেক যোগ্য নেতা । সেই বাম আমল থেকে তিনি দলের হয়ে লড়াই করছেন ।" এছাড়াও তিনি আরও বলেন, "পঞ্চায়েতের এই জয় মা মাটি মানুষের জয় । এই জয় উপভোগ করতে 13 অগস্ট আমরা বিজয় মিছিল করব । আর 15 অগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিনে আমরা একটি কর্মসূচি নিয়েছি, ‘চলো গ্রামে যাই’। সেই কর্মসূচি আমরা পালন করব ।"

আরও পড়ুন: ভাঙড়ে শওকত মোল্লা-আরাবুল ইসলামকে ঢুকতে বাধা পুলিশের

ভাঙড়, 13 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনের গণনা শেষের আগেই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি । সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছিলেন হারের কথা । নিজে জিতলেও দায়িত্ব থেকে সরতে চেয়েছিলেন ভাঙড়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম । এমনকী প্রকাশ্যেই এই ইচ্ছাপ্রকাশ করেন তিনি । আর এ বার একমাস পেরিয়ে 12 অগস্ট । ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সেই আরাবুল ইসলাম । সহ সভাপতি হলেন সোনালি বাছাড় ।

এর আগে, 2013 সালে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আরাবুল ইসলাম । সংরক্ষণের কারণে 2018 সালে আরাবুল সহ সভাপতি হয়েছিলেন আর সভাপতি ছিলেন বিশ্বজিৎ মণ্ডল । পাঁচ বছর পরে আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এলেন আরাবুল । শওকত মোল্লার উপস্থিতিতে আবদুর রহিম এ দিন তাঁর নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় । আরাবুল জানালেন আগামী দিনে যাতে সাধারণ মানুষকে বেশি করে পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যে তিনি কাজ করবেন ।

এই বিষয়ে তিনি বলেন, "আজকের দিনটা আমার কাছে বিশেষ । এই জয় আমি ভোটের সময় গুলির লড়াইয়ে শহিদ হওয়া দলীয় কর্মীদের উৎসর্গ করছি । আমি আজকের এই বিশেষ দিনে তাঁদের আত্মার শান্তি কামনা করি । দলীয় নেতৃত্ব আমাকে যোগ্য মনে করে এই পদে বসিয়েছেন । সেটার সম্পূর্ণ মান রাখার চেষ্টা আমি করব । এলাকার মানুষদের খুব ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব । সেই সঙ্গে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির 22 জন সদস্যকেও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য । দলমত নির্বিশেষে ভাঙড়ের সমস্ত মানুষ ভালো পরিষেবা পাবেন ।"

এ দিন শওকত মোল্লা বলেন, "আরাবুলদা অনেক যোগ্য নেতা । সেই বাম আমল থেকে তিনি দলের হয়ে লড়াই করছেন ।" এছাড়াও তিনি আরও বলেন, "পঞ্চায়েতের এই জয় মা মাটি মানুষের জয় । এই জয় উপভোগ করতে 13 অগস্ট আমরা বিজয় মিছিল করব । আর 15 অগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিনে আমরা একটি কর্মসূচি নিয়েছি, ‘চলো গ্রামে যাই’। সেই কর্মসূচি আমরা পালন করব ।"

আরও পড়ুন: ভাঙড়ে শওকত মোল্লা-আরাবুল ইসলামকে ঢুকতে বাধা পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.