ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী - তৃণমূল কর্মীর দেহ পাওয়া গেল একটি পুকুরে

শনিবার রাতে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বুথ দখলের ঘটনা ঘটল কুলতলিতে ৷ সেখানে এলাকারই এক তৃণমূল কর্মীর দেহ পাওয়া গেল একটি পুকুরে ৷ দক্ষিণ 24 পরগনার কুলতলির পশ্চিম গাবতলা 90 নম্বর বুথে ওই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন
author img

By

Published : Jul 9, 2023, 7:03 AM IST

Updated : Jul 9, 2023, 7:39 AM IST

দক্ষিণ 24 পরগনার কুলতলিতে খুন তৃণমূল কর্মী

কুলতলি, 9 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের বলি আরও এক। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে পিটিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার কুলতলির পশ্চিম গাবতলা 90 নম্বর বুথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷ আবু সালেম খাঁ নামে ওই ব্যক্তি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ৷ তাঁর বাড়ি পূর্ব গাবতলায় ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ গতকাল রাত পর্যন্ত পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা ছিল কমপক্ষে 18 ৷ এই মৃত্যুতে তা বেড়ে দাঁড়াল 19 ৷

ওই বুথের ভোটকর্মী আব্দুল হালিম হালদার শনিবার রাতে বলেন, "বিকেলে হঠাৎ বুথ অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ 2-4টে বোমা পড়ার আওয়াজ পাই ৷ ভোটারদের সরিয়ে দেওয়া হয় ৷ বোমা ফেলে, লাঠি, বন্দুক নিয়ে সব ভেঙেচুরে দিয়েছে ৷ এই সব নিয়ে পোলিং বুথে ঢুকে বুথটা দখল করে নেয় ৷ দুষ্কৃতীরা ছাপ্পা মারতে চেয়েছিল ৷"

আতঙ্কিত ওই ভোটকর্মী আরও জানান, তখন ওই বুথের মধ্যেই ভোট করাচ্ছিলেন তাঁরা ৷ তখন তাঁদের ওই বুথ থেকে স্থানীয়রা উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে আসেন ৷ তাঁদের আশ্রয়ে ছিলেন ওই ভোটকর্মী ৷ এর পাশপাশি এলাকায় বোমাবাজি হয় বলেও জানা গিয়েছে বিভিন্ন সূত্রে ৷ স্থানীয় এক বাসিন্দাও জানান, বুথে ভোট চলাকালীন বোমা পড়তে থাকে ৷ তাঁরা সবাই প্রাণ হাতে করে পালিয়ে যান ৷ কোনওরকমে বাড়িতে এসে পৌঁছন ৷

আরও পড়ুন: 18 লাশে সাঙ্গ হল পঞ্চায়েত ভোট!

আতঙ্কিত এক পুলিশ কনস্টেবলও ৷ তিনি জানান, বোমাবাজি শুরু হতেই পুলিশরা সবাই পালিয়ে যায় ৷ ওই কনস্টেবল পালাতে না পেরে বুথের মধ্যেই লুকিয়ে ছিলেন ৷ তিনিও ভয়ে ভয়ে বলেন, "বোমা পড়ছে, গুলি চলছে ৷ আর কেউ এসে বলতে পারছে না ৷ শুধু মারপিট হচ্ছে ৷ অফিসাররা লুকিয়ে ছিল ৷ তারা পালাতে পারেনি ৷" ওই পুলিশকর্মী এতটাই ভয়ে ছিলেন যে, ঠিক কখন ঘটনাটি ঘটেছে তাও মনে রাখতে পারেননি ৷ কনস্টেবল আরও জানান, কন্ট্রোলরুমে ফোন করলেও কেউ তখনও পর্যন্ত আসেনি ৷ থানাতেও তিনি ফোন করেছেন ৷ কেউ ফোন ধরছে না ৷

দক্ষিণ 24 পরগনার কুলতলিতে খুন তৃণমূল কর্মী

কুলতলি, 9 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের বলি আরও এক। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে পিটিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার কুলতলির পশ্চিম গাবতলা 90 নম্বর বুথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷ আবু সালেম খাঁ নামে ওই ব্যক্তি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ৷ তাঁর বাড়ি পূর্ব গাবতলায় ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ গতকাল রাত পর্যন্ত পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা ছিল কমপক্ষে 18 ৷ এই মৃত্যুতে তা বেড়ে দাঁড়াল 19 ৷

ওই বুথের ভোটকর্মী আব্দুল হালিম হালদার শনিবার রাতে বলেন, "বিকেলে হঠাৎ বুথ অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ 2-4টে বোমা পড়ার আওয়াজ পাই ৷ ভোটারদের সরিয়ে দেওয়া হয় ৷ বোমা ফেলে, লাঠি, বন্দুক নিয়ে সব ভেঙেচুরে দিয়েছে ৷ এই সব নিয়ে পোলিং বুথে ঢুকে বুথটা দখল করে নেয় ৷ দুষ্কৃতীরা ছাপ্পা মারতে চেয়েছিল ৷"

আতঙ্কিত ওই ভোটকর্মী আরও জানান, তখন ওই বুথের মধ্যেই ভোট করাচ্ছিলেন তাঁরা ৷ তখন তাঁদের ওই বুথ থেকে স্থানীয়রা উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে আসেন ৷ তাঁদের আশ্রয়ে ছিলেন ওই ভোটকর্মী ৷ এর পাশপাশি এলাকায় বোমাবাজি হয় বলেও জানা গিয়েছে বিভিন্ন সূত্রে ৷ স্থানীয় এক বাসিন্দাও জানান, বুথে ভোট চলাকালীন বোমা পড়তে থাকে ৷ তাঁরা সবাই প্রাণ হাতে করে পালিয়ে যান ৷ কোনওরকমে বাড়িতে এসে পৌঁছন ৷

আরও পড়ুন: 18 লাশে সাঙ্গ হল পঞ্চায়েত ভোট!

আতঙ্কিত এক পুলিশ কনস্টেবলও ৷ তিনি জানান, বোমাবাজি শুরু হতেই পুলিশরা সবাই পালিয়ে যায় ৷ ওই কনস্টেবল পালাতে না পেরে বুথের মধ্যেই লুকিয়ে ছিলেন ৷ তিনিও ভয়ে ভয়ে বলেন, "বোমা পড়ছে, গুলি চলছে ৷ আর কেউ এসে বলতে পারছে না ৷ শুধু মারপিট হচ্ছে ৷ অফিসাররা লুকিয়ে ছিল ৷ তারা পালাতে পারেনি ৷" ওই পুলিশকর্মী এতটাই ভয়ে ছিলেন যে, ঠিক কখন ঘটনাটি ঘটেছে তাও মনে রাখতে পারেননি ৷ কনস্টেবল আরও জানান, কন্ট্রোলরুমে ফোন করলেও কেউ তখনও পর্যন্ত আসেনি ৷ থানাতেও তিনি ফোন করেছেন ৷ কেউ ফোন ধরছে না ৷

Last Updated : Jul 9, 2023, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.