ETV Bharat / state

জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু মহিলার - কোম্পানির ঠেক

জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়ি যেতে গিয়ে মৃত্যু হল এক মহিলার ৷ আহত হন মহিলার ছেলেও ৷ দুর্ঘটনার তদন্তে নেমেছে রায়দিঘি থানার পুলিশ ৷

জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু মহিলার
জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু মহিলার
author img

By

Published : Jun 16, 2021, 10:54 PM IST

রায়দিঘি , 16 জুন : জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাচ্ছিলেন ৷ যাওয়ার পথে মৃত্যু হল এক মহিলার ৷ মৃতার নাম রিনা বৈদ্য (35) ৷ আজ সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে রায়দিঘি থানার কাশিনগর মোড়ের কাছে ৷

জামাই ষষ্ঠী উপলক্ষ্যে সকাল সকাল শ্বশুরবাড়ি কালিতলা থেকে বাপের বাড়ি কোম্পানির ঠেকে যাচ্ছিলেন রিনা ৷ ছেলের সঙ্গে মোটর সাইকেল করেই যাচ্ছিলেন তিনি ৷ হঠাৎ সামনে থেকে একটি লরিকে আসতে দেখেন রিনাদেবীর ছেলে ৷ সামলেও নেন সেই মুহূর্তে ৷ কিন্তু শেষে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় মোটর সাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান দুজনেই ৷ কিন্তু রিনা দেবীর ছেলের মাথায় হেলমেট থাকায় গুরুতর আহত তিনি ৷ কিন্তু রিনাদেবীর মাথায় হেলমেট না থাকায় মাথায় গুরুতর চোট পান তিনি ৷ সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান তিনি ৷

অন্যদিকে স্থানীয় সূত্রে খবর , সামনে থেকে আসা লরিটির গতি যথেষ্ট বেশি থাকায় বাইক চালক খানিক সামলে নিলেও পরে তা নিয়ন্ত্রণ হারায় ৷ সঙ্গে সঙ্গে লরিটির পিছু নেয় স্থানীয়রা ৷ কিন্তু লরিটিকে পাকড়াও করা যায়নি ৷

জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু মহিলার

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি, মৃত 1

স্থানীয়রাই দুজনকে উদ্ধার করে নিয়ে যান রায়দিঘি হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসকরা রিনাদেবীকে মৃত বলে ঘোষণা করেন ৷ অন্যদিকে হাসপাতালেই আপাতত চিকিৎসাধীন ছেলে ৷ শেষে রায়দিঘি থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ আসে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ৷ দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ পাশাপাশি লরিটির চালকের খোঁজও শুরু করেছে ৷

রায়দিঘি , 16 জুন : জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাচ্ছিলেন ৷ যাওয়ার পথে মৃত্যু হল এক মহিলার ৷ মৃতার নাম রিনা বৈদ্য (35) ৷ আজ সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে রায়দিঘি থানার কাশিনগর মোড়ের কাছে ৷

জামাই ষষ্ঠী উপলক্ষ্যে সকাল সকাল শ্বশুরবাড়ি কালিতলা থেকে বাপের বাড়ি কোম্পানির ঠেকে যাচ্ছিলেন রিনা ৷ ছেলের সঙ্গে মোটর সাইকেল করেই যাচ্ছিলেন তিনি ৷ হঠাৎ সামনে থেকে একটি লরিকে আসতে দেখেন রিনাদেবীর ছেলে ৷ সামলেও নেন সেই মুহূর্তে ৷ কিন্তু শেষে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় মোটর সাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান দুজনেই ৷ কিন্তু রিনা দেবীর ছেলের মাথায় হেলমেট থাকায় গুরুতর আহত তিনি ৷ কিন্তু রিনাদেবীর মাথায় হেলমেট না থাকায় মাথায় গুরুতর চোট পান তিনি ৷ সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান তিনি ৷

অন্যদিকে স্থানীয় সূত্রে খবর , সামনে থেকে আসা লরিটির গতি যথেষ্ট বেশি থাকায় বাইক চালক খানিক সামলে নিলেও পরে তা নিয়ন্ত্রণ হারায় ৷ সঙ্গে সঙ্গে লরিটির পিছু নেয় স্থানীয়রা ৷ কিন্তু লরিটিকে পাকড়াও করা যায়নি ৷

জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু মহিলার

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি, মৃত 1

স্থানীয়রাই দুজনকে উদ্ধার করে নিয়ে যান রায়দিঘি হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসকরা রিনাদেবীকে মৃত বলে ঘোষণা করেন ৷ অন্যদিকে হাসপাতালেই আপাতত চিকিৎসাধীন ছেলে ৷ শেষে রায়দিঘি থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ আসে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ৷ দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ পাশাপাশি লরিটির চালকের খোঁজও শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.