ETV Bharat / state

Allegation against Youth : কুপ্রস্তাবের প্রতিবাদ করে ক্যানিংয়ে আক্রান্ত মা ও মেয়ে

অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই যুবক (Allegation against Youth) স্কুল যাওয়া আসার পথে নাবালিকা ও তার মাকে বিরক্ত করত, কুপ্রস্তাব দিত ৷

allegation against youth
কুপ্রস্তাবের প্রতিবাদ করে ক্যানিংয়ে আক্রান্ত মা ও মেয়ে
author img

By

Published : Apr 19, 2022, 6:48 PM IST

ক্যানিং, 19 এপ্রিল : কুপ্রস্তাবের প্রতিবাদ করায় আক্রান্ত মা,মেয়ে-সহ তিন মহিলা (allegation against youth of beating ladies) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানা এলাকায় । এই ঘটনায় অভিযোগ উঠেছে হানিব সর্দার নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ৷ লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে ওই যুবক ওই মহিলা ও তাঁর নাবালিকা মেয়েকে আক্রমণ করে বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়শই ওই যুবক তাদের কুপ্রস্তাব দিত ৷

আরও পড়ুন : মদ্যপ ছেলের হাতে খুন মদ্যপ বাবা, চাঞ্চল্য শিলিগুড়িতে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন স্কুল যাওয়ার পথে ফাঁকা জায়গায় রাস্তা আটকে ওই নাবালিকা ও তার মা'কে কুপ্রস্তাব দিত ওই যুবক ৷ একাধিকবার প্রতিবাদ করেও লাভ হয়নি ৷ মঙ্গলবার সকালে এই ঘটনার প্রতিবাদে ওই স্কুল ছাত্রী ও তার মা হানিব সর্দারের বাড়ি যান প্রতিবাদ জানাতে ৷ অভিযোগ, সেই সময় তাঁদের উপরে চড়াও হয় ওই যুবক । লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয় । ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযুক্ত হানিব সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ক্যানিং, 19 এপ্রিল : কুপ্রস্তাবের প্রতিবাদ করায় আক্রান্ত মা,মেয়ে-সহ তিন মহিলা (allegation against youth of beating ladies) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানা এলাকায় । এই ঘটনায় অভিযোগ উঠেছে হানিব সর্দার নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ৷ লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে ওই যুবক ওই মহিলা ও তাঁর নাবালিকা মেয়েকে আক্রমণ করে বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়শই ওই যুবক তাদের কুপ্রস্তাব দিত ৷

আরও পড়ুন : মদ্যপ ছেলের হাতে খুন মদ্যপ বাবা, চাঞ্চল্য শিলিগুড়িতে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন স্কুল যাওয়ার পথে ফাঁকা জায়গায় রাস্তা আটকে ওই নাবালিকা ও তার মা'কে কুপ্রস্তাব দিত ওই যুবক ৷ একাধিকবার প্রতিবাদ করেও লাভ হয়নি ৷ মঙ্গলবার সকালে এই ঘটনার প্রতিবাদে ওই স্কুল ছাত্রী ও তার মা হানিব সর্দারের বাড়ি যান প্রতিবাদ জানাতে ৷ অভিযোগ, সেই সময় তাঁদের উপরে চড়াও হয় ওই যুবক । লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয় । ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযুক্ত হানিব সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.