ETV Bharat / state

কোরোনার টিকা নিয়ে মহিলা স্বাস্থ্যকর্মী অসুস্থ ?

author img

By

Published : Jan 17, 2021, 10:14 PM IST

গা হাত পা ব্যাথা শুরু, মাথা ঘোরা দেখা দিয়েছে প্রতিষেধক নেওয়ার 12 ঘণ্টার মধ্যে । ব়্য়াশও বেরিয়েছে ত্বকে ।

কোরোনার টিকা নিয়ে মহিলা স্বাস্থ্যকর্মী অসুস্থ !
কোরোনার টিকা নিয়ে মহিলা স্বাস্থ্যকর্মী অসুস্থ !

ডায়মন্ড হারবার, 17 জানুয়ারি : কোরোনা প্রতিষেধক নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন এক স্বাস্থ্যকর্মী । টিকা দেওয়ার 12 ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর শরীরে দেখা দিল পার্শ্বপ্রতিক্রিয়া । মগরাহাট ব্লক হাসপাতালের কর্মরত ওই স্বাস্থ্যকর্মী । অসুস্থটার কারণ কোরোনার টিকা কি না, তা স্পষ্ট হয়নি ।

গতকাল দুপুর 1টা নাগাদ হাসপাতাল থেকে কোরোনার প্রতিষেধক নিয়েছিলেন ওই স্বাস্থ্যকর্মী । সারাদিন শরীরে কোনও সমস্যা দেখা না দিলেও রাত 12টায় তিনি অসুস্থ হয়ে পড়েন । গা হাত পায়ে ব্যাথা শুরু হয় । পাশাপাশি মাথা ঘুরতে থাকে ।

আরও পড়ুন : টিকা নিয়েই অসুস্থ ? দিল্লিতে 52 জনের শরীরে বিরূপ প্রতিক্রিয়া

তাঁকে সঙ্গেসঙ্গেই মগরাহাট ব্লক হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতালে নিয়ে গেলে দেহে ব়্যাশ দেখা দিতে শুরু করে । ভোরের দিকে তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে সকাল থেকে চিকিৎসা শুরু হয় । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ।

ডায়মন্ড হারবার, 17 জানুয়ারি : কোরোনা প্রতিষেধক নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন এক স্বাস্থ্যকর্মী । টিকা দেওয়ার 12 ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর শরীরে দেখা দিল পার্শ্বপ্রতিক্রিয়া । মগরাহাট ব্লক হাসপাতালের কর্মরত ওই স্বাস্থ্যকর্মী । অসুস্থটার কারণ কোরোনার টিকা কি না, তা স্পষ্ট হয়নি ।

গতকাল দুপুর 1টা নাগাদ হাসপাতাল থেকে কোরোনার প্রতিষেধক নিয়েছিলেন ওই স্বাস্থ্যকর্মী । সারাদিন শরীরে কোনও সমস্যা দেখা না দিলেও রাত 12টায় তিনি অসুস্থ হয়ে পড়েন । গা হাত পায়ে ব্যাথা শুরু হয় । পাশাপাশি মাথা ঘুরতে থাকে ।

আরও পড়ুন : টিকা নিয়েই অসুস্থ ? দিল্লিতে 52 জনের শরীরে বিরূপ প্রতিক্রিয়া

তাঁকে সঙ্গেসঙ্গেই মগরাহাট ব্লক হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতালে নিয়ে গেলে দেহে ব়্যাশ দেখা দিতে শুরু করে । ভোরের দিকে তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে সকাল থেকে চিকিৎসা শুরু হয় । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.