ফলতা, 14 মে: হুগলি নদীতে দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারল পণ্যবাহী বিদেশি জাহাজ । নদীর স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে ধাক্কা মারে ওই পণ্যবাহী জাহাজটি । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ফলতার 1 নম্বর সেক্টরে । কোটা রাজিন নামের এই সিঙ্গাপুরের জাহাজটি শুক্রবার হলদিয়া থেকে রওনা দিয়েছিল । তবে এই ঘটনায় হতাহতের খবর নেই । ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ।
এদিন সকালে হলদিয়া বন্দর থেকে পণ্য বোঝাই করে গার্ডেনরিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সিঙ্গাপুরের জাহাজ কোটা রাজিন । হুগলি নদীর অতিরিক্ত স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারায় জাহাজটি । দুপুর বারোটা নাগাদ ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন 1 নম্বর সেক্টরের কাছে হুগলি নদীর পাড়ে ধাক্কা মারে জাহাজটি । এরপর সেখানেই আটকে পড়ে সেটি । স্থানীয়দের সহযোগীতায় তড়িঘড়ি নাবিক সহ ক্রু মেম্বারদের উদ্ধার করা হয় ।
খবর পেয়ে ফলতা থানার পুলিশ আসে ঘটনাস্থলে । পোর্ট ট্রাস্টের আধিকারিকরাও এসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন । আপতত জাহাজটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ ।