ETV Bharat / state

57 Years Old Weightlifter: নেপালের ভারোত্তোলন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি 57 বছরের তপন - জয়নগর

দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর পৌরসভা এলাকার বাসিন্দা 57 বছরের তপন বিশ্বাস ৷ পেশায় কৃষক হলেও নেশায় তিনি ভারোত্তোলক (57 Years Old Weight Lifter Tapan Biswas) ৷ নেপালে আয়োজিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন তপন ৷

57 Years Old Weight Lifter from Jaynagar going to Nepal for an International Competition
তপন বিশ্বাস
author img

By

Published : Mar 9, 2023, 7:25 PM IST

নেপালের ভারোত্তোলন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি

জয়নগর, 9 মার্চ: প্রধান সম্বল অদম্য জেদ আর হার না-মানা অধ্যাবসায় ৷ এই দু'য়ে ভর করেই নেপাল যাচ্ছেন ভারোত্তোলক তপন বিশ্বাস ৷ 57 বছরের তপন (57 Years Old Weight Lifter Tapan Biswas) দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর পৌরসভা এলাকার বাসিন্দা ৷ 10 মার্চ থেকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতাতেই ভারতের প্রতিনিধিত্ব করবেন তপন ৷ প্রতিযোগিতা চলবে আগামী 13 মার্চ পর্যন্ত ৷

কৃষক পরিবারের সন্তান তপনের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় ৷ তাঁদের জরাজীর্ণ বাড়ি দেখলেই অনটন স্পষ্ট হয়ে যায় ৷ সামান্য কিছু জমি রয়েছে তপনের ৷ সেখানেই চাষাবাদ করে সংসার চালান ৷ বাড়িতে স্ত্রী রয়েছেন ৷ দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন ৷ অভাব তাঁদের নিত্যসঙ্গী ৷ তার উপর বয়সও বাড়ছে ৷ তবু নিজের অনুশীলন বন্ধ করেননি তপন ৷ এই তপস্যার ফলও মিলেছে ৷ রাজ্যস্তরের প্রতিযোগিতায় 12 বার প্রথম হয়েছেন তিনি ! ঝুলিতে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নের পদক ৷ পাশাপাশি, 2018 সালের 22 এপ্রিল জাতীয় চ্যাম্পিয়নও হন তপন ৷ তারপরও অবশ্য সরকারিভাবে এই ভারোত্তোলক তেমন কোনও আর্থিক সাহায্য পাননি ৷

গহেরপুর বিবেকানন্দ সমিতির ব্যায়ামাগারে নিয়মিত শরীরচর্চা তপন বাবুর ৷ এই সমিতিরই সদস্য প্রতাপ নাইয়া জানালেন, এর আগেও বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন তপন ৷ কিন্তু, অর্থের জোগান না-মেলায় সেবার তাঁকে বিদেশে পাঠানো যায়নি ৷ কিন্তু, এবার আর সুযোগ হাতছাড়া করতে হয়নি ৷ তপনকে নেপালে পাঠাতে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা ৷ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গহেরপুর বিবেকানন্দ সমিতিও ৷ সকলে মিলে তপনের নেপালযাত্রার খরচ জোগাড় করা হয়েছে ৷ সকলেরই আশা, বিদেশের মাটিতে ভারতের মাথা উঁচু করে ফিরবেন জয়নগরের এই 57 বছরের 'তরুণ' !

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় মীরাবাঈ চানুর

তপনের প্রতিবেশী রথীনকুমার মণ্ডল স্থানীয় পৌরসভার উপপ্রধান ৷ তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তপন তাঁদের অত্যন্ত প্রিয় মানুষ ৷ দারিদ্র্য ও বয়স উপেক্ষা করে তপন যেভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজেকে তৈরি করছেন, তাঁর সেই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন রথীন ৷ তাঁর আশা, নেপালের মাটিতে সফল হয়েই ফিরবেন তপন ৷

নেপালের ভারোত্তোলন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি

জয়নগর, 9 মার্চ: প্রধান সম্বল অদম্য জেদ আর হার না-মানা অধ্যাবসায় ৷ এই দু'য়ে ভর করেই নেপাল যাচ্ছেন ভারোত্তোলক তপন বিশ্বাস ৷ 57 বছরের তপন (57 Years Old Weight Lifter Tapan Biswas) দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর পৌরসভা এলাকার বাসিন্দা ৷ 10 মার্চ থেকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতাতেই ভারতের প্রতিনিধিত্ব করবেন তপন ৷ প্রতিযোগিতা চলবে আগামী 13 মার্চ পর্যন্ত ৷

কৃষক পরিবারের সন্তান তপনের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় ৷ তাঁদের জরাজীর্ণ বাড়ি দেখলেই অনটন স্পষ্ট হয়ে যায় ৷ সামান্য কিছু জমি রয়েছে তপনের ৷ সেখানেই চাষাবাদ করে সংসার চালান ৷ বাড়িতে স্ত্রী রয়েছেন ৷ দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন ৷ অভাব তাঁদের নিত্যসঙ্গী ৷ তার উপর বয়সও বাড়ছে ৷ তবু নিজের অনুশীলন বন্ধ করেননি তপন ৷ এই তপস্যার ফলও মিলেছে ৷ রাজ্যস্তরের প্রতিযোগিতায় 12 বার প্রথম হয়েছেন তিনি ! ঝুলিতে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নের পদক ৷ পাশাপাশি, 2018 সালের 22 এপ্রিল জাতীয় চ্যাম্পিয়নও হন তপন ৷ তারপরও অবশ্য সরকারিভাবে এই ভারোত্তোলক তেমন কোনও আর্থিক সাহায্য পাননি ৷

গহেরপুর বিবেকানন্দ সমিতির ব্যায়ামাগারে নিয়মিত শরীরচর্চা তপন বাবুর ৷ এই সমিতিরই সদস্য প্রতাপ নাইয়া জানালেন, এর আগেও বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন তপন ৷ কিন্তু, অর্থের জোগান না-মেলায় সেবার তাঁকে বিদেশে পাঠানো যায়নি ৷ কিন্তু, এবার আর সুযোগ হাতছাড়া করতে হয়নি ৷ তপনকে নেপালে পাঠাতে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা ৷ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গহেরপুর বিবেকানন্দ সমিতিও ৷ সকলে মিলে তপনের নেপালযাত্রার খরচ জোগাড় করা হয়েছে ৷ সকলেরই আশা, বিদেশের মাটিতে ভারতের মাথা উঁচু করে ফিরবেন জয়নগরের এই 57 বছরের 'তরুণ' !

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় মীরাবাঈ চানুর

তপনের প্রতিবেশী রথীনকুমার মণ্ডল স্থানীয় পৌরসভার উপপ্রধান ৷ তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তপন তাঁদের অত্যন্ত প্রিয় মানুষ ৷ দারিদ্র্য ও বয়স উপেক্ষা করে তপন যেভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজেকে তৈরি করছেন, তাঁর সেই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন রথীন ৷ তাঁর আশা, নেপালের মাটিতে সফল হয়েই ফিরবেন তপন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.