ETV Bharat / state

জরুরি ভিত্তিতে বাসন্তীতে 5 কিমি বেহাল নদীবাঁধের মেরামতের কাজ শুরু - super cyclone yaas

বাসন্তী ব্লকের 228 কিমি নদীবাঁধের মধ্যে 5 কিমি বাঁধের বেহাল অবস্থা । সোমবার সেইসব জায়গা পরিদর্শন করলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল । সঙ্গে ছিলেন সেচ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার-সহ অন্যান্যরা ৷ বিধায়কের নির্দেশে এদিনই নদীবাঁধের ক্ষতিগ্রস্ত জায়গাগুলি জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু হয়েছে ৷

বাসন্তীতে বাঁধ পরিদর্শন ৷
বাসন্তীতে বাঁধ পরিদর্শন ৷
author img

By

Published : May 24, 2021, 8:37 PM IST

ক্যানিং, 24 মে : দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা বাসন্তী ব্লকের বিভিন্ন অঞ্চলের 228 কিমি নদীবাঁধের মধ্যে 5 কিমি বাঁধের বেহাল অবস্থা । সুপার সাইক্লোন যশের ধাক্কায় এই বাঁধ ভেঙে যেকোনও সময় নোনা জল ঢুকে যেতে পারে লোকালয়ে । ফলে আতঙ্কিত গ্রামবাসী । সোমবার এই নদীবাঁধ পরিদর্শন করলেন বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল । বাঁধ পরিদর্শনে এসে বিধায়ক নদীর পাড়ে বসবাসকারীদের সঙ্গে কথাও বলেন ৷ ঝড়ের বিষয়ে সতর্ক করেন মানুষকে ৷ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান বিধায়ক ৷ বিপর্যয় মোকাবিলায় সরকারি ব্যবস্থাগুলির কথাও জানান ৷

এদিন বিধায়কের সঙ্গে বাঁধ পরিদর্শনে উপস্থিত ছিলেন বাসন্তী সেচ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার শাহনাজ খান, রামচন্দ্রখালি পঞ্চায়েতের উপপ্রধান হায়দার গাজি-সহ বিভিন্ন অঞ্চলের প্রধান, বিভিন্ন দফতরের আধিকারিকরা । বাসন্তীর বিধায়ক এদিন তাঁদের নিয়েই বৈঠক করেন এবং বাঁধ পরিদর্শন করেন । ক্ষতিগ্রস্ত সমস্ত বাঁধ সংস্কারের নির্দেশ দিয়েছেন বিধায়ক ৷ তড়িঘড়ি জরুরি ভিত্তিতে শুরু হয়েছে বাঁধ সংস্কারের কাজ । পঞ্চায়েতের 100 দিনের কাজের মাধ্যমে শুরু হয়েছে বাঁধে মাটি ফেলার কাজও ।

নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিরিঞ্চিবাড়ি, সোনাখালি 6 নম্বর ইটভাটা ও শ্মশানঘাট, চুনাখালির জানাপাড়া খেয়াঘাট, ভরতগড়ের 3 নম্বর গরাণবোস, উত্তর মোকামবেড়িয়া হাড়ভাঙ্গি, চড়াবিদ্যার 9 নম্বর কুমড়োখালি, ফুলমালঞ্চ, ঝড়খালি কেপি রায় সুইজগেট-সহ বেশ কিছু এলাকায় নদীবাঁধের অবস্থা বেহাল বলে অভিযোগ । আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা । তবে বিধায়কের নির্দেশে বাঁধের ক্ষতিগ্রস্ত জায়গাগুলি সংস্কারের কাজ শুরু হয়েছে এদিনই ৷

আরও পড়ুন : সুপার সাইক্লোন যশের মোকাবিলায় জেলাগুলিতে শুরু তৎপরতা

ক্যানিং, 24 মে : দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা বাসন্তী ব্লকের বিভিন্ন অঞ্চলের 228 কিমি নদীবাঁধের মধ্যে 5 কিমি বাঁধের বেহাল অবস্থা । সুপার সাইক্লোন যশের ধাক্কায় এই বাঁধ ভেঙে যেকোনও সময় নোনা জল ঢুকে যেতে পারে লোকালয়ে । ফলে আতঙ্কিত গ্রামবাসী । সোমবার এই নদীবাঁধ পরিদর্শন করলেন বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল । বাঁধ পরিদর্শনে এসে বিধায়ক নদীর পাড়ে বসবাসকারীদের সঙ্গে কথাও বলেন ৷ ঝড়ের বিষয়ে সতর্ক করেন মানুষকে ৷ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান বিধায়ক ৷ বিপর্যয় মোকাবিলায় সরকারি ব্যবস্থাগুলির কথাও জানান ৷

এদিন বিধায়কের সঙ্গে বাঁধ পরিদর্শনে উপস্থিত ছিলেন বাসন্তী সেচ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার শাহনাজ খান, রামচন্দ্রখালি পঞ্চায়েতের উপপ্রধান হায়দার গাজি-সহ বিভিন্ন অঞ্চলের প্রধান, বিভিন্ন দফতরের আধিকারিকরা । বাসন্তীর বিধায়ক এদিন তাঁদের নিয়েই বৈঠক করেন এবং বাঁধ পরিদর্শন করেন । ক্ষতিগ্রস্ত সমস্ত বাঁধ সংস্কারের নির্দেশ দিয়েছেন বিধায়ক ৷ তড়িঘড়ি জরুরি ভিত্তিতে শুরু হয়েছে বাঁধ সংস্কারের কাজ । পঞ্চায়েতের 100 দিনের কাজের মাধ্যমে শুরু হয়েছে বাঁধে মাটি ফেলার কাজও ।

নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিরিঞ্চিবাড়ি, সোনাখালি 6 নম্বর ইটভাটা ও শ্মশানঘাট, চুনাখালির জানাপাড়া খেয়াঘাট, ভরতগড়ের 3 নম্বর গরাণবোস, উত্তর মোকামবেড়িয়া হাড়ভাঙ্গি, চড়াবিদ্যার 9 নম্বর কুমড়োখালি, ফুলমালঞ্চ, ঝড়খালি কেপি রায় সুইজগেট-সহ বেশ কিছু এলাকায় নদীবাঁধের অবস্থা বেহাল বলে অভিযোগ । আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা । তবে বিধায়কের নির্দেশে বাঁধের ক্ষতিগ্রস্ত জায়গাগুলি সংস্কারের কাজ শুরু হয়েছে এদিনই ৷

আরও পড়ুন : সুপার সাইক্লোন যশের মোকাবিলায় জেলাগুলিতে শুরু তৎপরতা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.